অদম্য ইচ্ছাশক্তির কাছে অসম্ভব বলে কিছু নেই। এই কথাটি আর একবার প্রমাণ করলো কলারোয়ার সীমান্তবর্তী জনপদের দরিদ্র ঘরের মেধাবী মুখ সাব্বির হোসেন। সাব্বির এবার কলারোয়ার সীমান্তবর্তী চান্দুড়িয়া কেসিজি মাধ্যমিক বিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বিভাগে এসএসসিতে জিপিএি-৫ পেয়েছে। সে চন্দনপুর ইউনিয়নের কাদপুর গ্রামের এক হতদরিদ্র পরিবারের সন্তান। বাবা মনিরুল ইসলাম ও মা আন্না খাতুনের একমাত্র পুত্র সে। সাব্বিরের ছোট বোন গ্রামের প্রাইমারি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। সেও তার ভাইয়ের মতো মেধাবী। জানা যায়, নানা অভাব-অনটন আর দৈন্যের মধ্য দিয়েই সাব্বিরের পড়াশোনা চালিয়ে যেতে হয়েছে। ঠিকমতো টিউশন পড়তে পারতো না সে। ঘাটতি ছিলো পর্যাপ্ত বইয়ের। সহপাঠীদের কাছ থেকে বই নিয়ে তা খাতায় নোট করে ফিরিয়ে দিয়েছে সে। কতো দৃঢ় মনোবল আর ইচ্ছাশক্তিতে সে বলীয়ান ছিলো, তা বলে শেষ করা যাবে না। পড়াশোনা করতে যেয়ে প্রতি পদে পদে সে যে প্রতিকূলতা মোকাবেলা করেছে, তাতেই তাকে প্রত্যয়ী করে তুলেছে। এরই ফলশ্রুতিতে সে অর্জন করেছে জিপিএ-৫। পরিবারের মুখে সে হাসি ফুটিয়েছে। এনে দিয়েছে স্কুলের সুনাম। কিন্তু তার উচ্চ শিক্ষার পথ মেঘে ঢাকা আকাশের মতো। তার বাবার নিজের কোনো জমি নেই। অপরের জমিতে কাজ করে সংসার নির্বাহ করেন। পারিবারিক এই দৈন্যের কারণে সাব্বিরের উচ্চ শিক্ষার পথ বাধাগ্রস্ত হয়ে পড়ে কীনা-এটাই পরিবারের এখন প্রধান ভাবনা। তারপরেও অদম্য সাব্বির হোসেন উচ্চ শিক্ষা চালিয়ে যেতে চায়। চায় ভবিষ্যতে একজন পুলিশ কর্মকর্তা হতে। করতে চায় দেশ ও জাতির সেবা। সাব্বির তার জীবনের লক্ষ্য পূরণে সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেছে।
কলারোয়া প্রতিনিধি:
The post কলারোয়ায় অদম্য মেধাবী সাব্বিরের জিপিএ-৫ অর্জন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2Y7c1HW
No comments:
Post a Comment