তালার মাগুরা ইউনিয়নের চাদকাটি গ্রামের রহিম মোড়লের (৩০) বিরুদ্ধে এক মুক্তিযোদ্ধাকে মারপিট ও তার সম্পত্তি জবর দখল পূর্বক বিল্ডিং নির্মাণের অভিযোগ উঠেছে। এঘটনায় গোটা এলাকার মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ওই মুক্তিযোদ্ধার নাম আনছার আলী শেখ (৭০)। সে ফলেয়া গ্রামের মৃত শরফতউল্লাহ শেখের ছেলে।
অভিযোগ সূত্রে জানাযায়, মাগুরা ইউনিয়নের ফলেয়া মৌজার খতিয়ান নং-১০৯ হাল দাগ নং-১১৩, বর্তমান দাগ নং- ৮৫ এর ১০ শতক জমি প্রায় ২৫ বছর পূর্বে ফলেয়া গ্রামের মৃত শরফতুল্লাহ শেখের ছেলে মুক্তিযোদ্ধা আনছার শেখ ও মুক্তিযোদ্ধা রমজান আলী শেখ তাদের ১০ শতাংশ জমি একই এলাকার মোকেম বিশ্বাসের ছেলে রোজাই বিশ্বাসের নিকট হারি দেয়। হারি নেওয়া সম্পত্তি বসত বাড়ি নির্মাণ করে সন্তান সন্তাদি নিয়ে বসবাস শুরু করেন রোজাই বিশ্বাস। মানবিক কারণে মুক্তিযোদ্ধা পরিবার বসতবাড়ি নির্মাণে কোন নিষেধাজ্ঞা করেননি।
পক্ষান্তরে রোজাই বিশ্বাস মানবতাকে কাজে লাগিয়ে হারি নেওয়া সম্পত্তি নিজে বাগিয়ে নেওয়ার লক্ষ্যে গোপনে ভুয়া কাগজপত্রাদি তৈরি করে। ঐ ১০ শতাংশ জমি রোজাই বিশ্বাসের মৃত্যুর পর তার ছেলে রুবেল বিশ্বাস অন্যর কাছে বিক্রয়ের চেষ্টা করলে ঘটনা জানাজানি হয়। বিরোধপূর্ণ ওই জমি গোটা এলাকার কেউ কিনতে রাজি হয়না। কিন্তু জেঠুয়া গ্রামের আমজেদ মোড়লের প্রভাবশালী ছেলে রহিম মোড়ল ক্ষমতার দাপটে ঐ জমি ক্রয় করেছে বলে জানিয়ে সেখানে আলীশান বাড়ি নির্মাণের কাজ শুরু করে। এতে বাধা দিতে গেলে রহিম মোড়ল ও রুবেল বিশাস মুক্তিযোদ্ধা আনছার আলী ও তার স্ত্রীকে বেধড়ক মারপিট করে। একপর্যায়ে এলাকাবাসির সহযোগিতায় মুক্তিযোদ্ধা ও স্ত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করা হলে কোন বিচার পায়নি বলে জানান মুক্তিযোদ্ধা আনছার আলী।
রণাঙ্গনের মুক্তিযোদ্ধা আনছার আলী আরও জানান, আমি শ্বাসকষ্টসহ নানাবিধ অসুখে আক্রান্ত। রোজাই বিশ্বাসে ছেলে রুবেল বিশ্বাস ও রহিম মোড়লের প্রভাবশালী কর্মকান্ড আমার পক্ষে ঠেকানো সম্ভব হচ্ছেনা। কিছু বলতে গেলেই আমাকে মারপিট করতে উদ্যত হয়। সর্বশেষ রহিম মোড়ল স্ত্রীসহ আমাকে বেধড়ক মারপিট করে। আমি বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও কোনরুপ বিচার পায়নি। অদৃশ্য ক্ষমতার দাপটে গোটা এলাকায় রহিম মোড়ল ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে। এসমস্ত দেখার কেউ নেই। আমার পরিবার এখন হুমকির মুখে রয়েছে। আমার একটা ভাইপো রহিমের ভয়ে বাড়ি ছাড়া। এঘটনায় সুষ্ট বিচার পেতে প্রশাসনের উদ্ধর্তন কর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ঐ মুক্তিযোদ্ধা পরিবার।
এবিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন, মুক্তিযোদ্ধাকে মারপিটের ঘটনায় কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইলিয়াস হোসেন, তালা:
The post তালায় মুক্তিযোদ্ধার জমিতে জোরপূর্বক ভবন নির্মাণ, বাধা দেওয়ায় মারপিট appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3eM0jJw
No comments:
Post a Comment