দেশব্যাপী করোনা ভাইরাস এর মহামারীতে সংকটকালীন সময়ে গণপরিবহন চলাচলে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকল্পে এবং সরকার ঘোষিত ৬০% ভাড়া বৃদ্ধির শর্তাবলি যথাযথভাবে পালন করা হচ্ছে কিনা তা তদারকি করার নিমিত্তে সচেতনতামূলক প্রচার অভিযান পরিচালনা করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা আঞ্চলিক পরিবহন কমিটির সভাপতি এসএম মোস্তফা কামালের নির্দেশে জেলা ও পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরার সমন্বয়ে বৃহস্পতিবার বেলা ১১ টায় এই যৌথ সচেতনতামূলক প্রচার অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ বদিউজ্জামান এর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরা কেন্দ্রীয় বাসটার্মিনালে জেলার সকল বাস মালিক সকল ঢাকাগামী পরিবহন কাউন্টার ও শ্রমিকদের সরকার নির্ধারিত ভাড়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রদান করা হয়।
সাতক্ষীরা জেলা ট্রাফিক পুলিশ বিভাগের পরিদর্শক (প্রশাসন) হাসান মল্লিক সরকারি এই সিদ্ধান্ত ও বিধি মেনে চলার বিভিন্ন দিক তুলে ধরেন ও মৌলিক প্রশিক্ষণ প্রদাণ করেন।
বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মোঃ নাসিরুল আরেফিন ও ট্রাফিক সার্জেন্ট মোঃ মুকুল হোসেন কেন্দ্রীয় বাসটার্মিনাল ও ঢাকাগামী পরিবহন কাউন্টার ও বিভিন্ন যানবাহনে ভাড়ার চার্ট ঝুলিয়ে রাখা, করোনা স্বাস্থ্যবিধি ও সড়ক পরিবহন আইনের বিভিন্না দিক তুলে ধরেন এবং সচেতনতা বৃদ্ধিমুলক লিফলেট, স্টিকার ও পুস্তিকা বিতরণ করেন।
উল্লেখ্য, জনস্বার্থে এ ধরনের সচেতনতামূলক প্রচার অভিযানের পাশাপাশি আগামী রবিবার থেকে মোবাইল কোর্ট পরিচালনা করার পাশাপাশি এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিআরটিএ সূত্রে জানা গেছে।
নিজস্ব প্রতিনিধি:
The post বিআরটিএ সাতক্ষীরার উদ্যোগে পরিবহন সেক্টরে সচেতনতামূলক প্রচারণা শুরু appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2XwYTNu
No comments:
Post a Comment