Thursday, June 4, 2020

গাংনিয়ার বিশিষ্ঠ গ্রাম ডাক্তার মিজানুর রহমান আর নেই https://ift.tt/eA8V8J

সদর উপজেলার আলিপুর ইউনিয়নের গাংনিয়া মাহমুদপুরের বিশিষ্ঠ গ্রাম ডাক্তার মিজানুর রহমান (৭০)আর নেই। ৩ জুন বৃহস্পাতিবার রাত ৪.৩০ মিনিটে সাতক্ষীরা শহরের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি……..রাজিউন)। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ৪০ বছর যাবৎ সুনামের সহিত এ্যালোপ্যাথিক চিকিৎসা দিয়া মানুষের সেবা করে আসছিলেন। ৫ বছর যাবৎ তিনি লিভার ও কিডনী রোগে আক্রান্ত ছিলেন। তবে মৃত্যুর ৫ দিন পূর্ব পর্যন্ত মানুষের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। গত ৩১শে মে রবিবার তিনি অসুস্থ হয়ে পড়লে গত ২ জুন মঙ্গলবার সাতক্ষীরা সি.বি হাসপাতালে ভর্তি হয়ে সি.সি ইউ তে চিকিৎসাধীন অবস্থায় গত ৩ জুন বৃহস্পতিবার রাত ৪.৩০ মিনিটে মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে তিনি ২ মেয়ে, ৪ ছেলে ও এক স্ত্রী রেখে যান। আসর নামাজের পরে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। তিনি বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির আলিপুর ইউনিয়ন শাখা কমিটির সদস্য ছিলেন। তার মৃত্যুতে তার রুহের মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির জেলা কমিটির সভাপতি গ্রাম ডাঃ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ আব্দুল গফফার। সদর উপজেলা কমিটির সভাপতি গ্রাম ডাঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক এম.এ হাসান। আলিপুর ইউনিয়ন শাখা কমিটির সভাপতি গ্রাম ডাঃ রফিকুল ইসলাম, সহ সভাপতি গ্রাম ডাঃ আকতারুল ইসলাম ও সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ অহিদুজ্জামান (সাংবাদিক) সহ জেলার সকল গ্রাম ডাক্তারবৃন্দ।

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি:

The post গাংনিয়ার বিশিষ্ঠ গ্রাম ডাক্তার মিজানুর রহমান আর নেই appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3gTQ4Vh

No comments:

Post a Comment