Friday, June 26, 2020

দেশের স্বার্থে তৃতীয়বার বিয়ে পেছালেন ডেনমার্কের প্রধানমন্ত্রী https://ift.tt/eA8V8J

দেশের স্বার্থ রক্ষায় প্রকৃত নেতাদের নানা ধরনের আত্মত্যাগের কথা শোনা যায়, সম্প্রতি তেমনই এক ব্যক্তিস্বার্থ ত্যাগের ঘটনায় আলোচনায় উঠে এসেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন। দেশের স্বার্থে ইউরোপীয় কাউন্সিলের এক গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে তৃতীয়বারের মতো নিজের বিয়ে পিছিয়ে দিয়েছেন তিনি।

অনেক দিন ধরেই নিজের ভালোবাসার মানুষটিকে বিয়ে করার পরিকল্পনা করেছিলেন মেট ফ্রেডেরিকসেন। কিন্তু করোনাভাইরাস মহামারি পরিস্থিতি ও লকডাউনের কারণে তাদের বিয়ের তারিখ বাতিল করতে হয় দু’বার। পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হওয়ার পরে, তৃতীয় বারের জন্য বিয়ের তারিখ ঠিক করে ফ্রেডেরিকসেন ভেবেছিলেন, এবার বিয়েটা সম্ভব হবে শেষমেশ। কিন্তু হঠাৎই সামনে চলে আসে ইইউ সামিট। ফলে এবারও বিয়ে পেছাতে হল তাকে।

ফেসবুকে নিজের প্রেমিকের সঙ্গে একটি ছবি দিয়েছেন প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেন এবং লিখেছেন, “আমি এই সেরা মানুষটিকে বিয়ে করার জন্য সত্যিই উদগ্রীব। কিন্তু এটা কিছুতেই সহজে হচ্ছে না। এবার একটা বড় মিটিং চলে এল সামনে। জুলাই মাসের ঠিক যে শনিবারটিতে আমাদের বিয়ের তারিখ ছিল, ওইদিনই ব্রাসেলসে এই মিটিং হবে। দেশের জন্য আমাকে সেই সম্মেলনে যেতে হবে। তাই আমি আবার পরিকল্পনা বদল করলাম।”

জুলাই মাসের ১৭-১৮ তারিখে ইউরোপিয়ান কাউন্সিলের ওই গুরুত্বপূর্ণ মিটিংয়ের দিন ধার্য হয়েছে। সদস্য রাষ্ট্রগুলির ২৭ জন মাথাকে নিয়ে এই মিটিং হবে ব্রাসেলসে। গত সপ্তাহেই ঠিক হয়েছে তারিখ। সাধারণত ইইউ’র যে সামিট হয়, এই মিটিংটি সেগুলির বাইরে। লকডাউনের পরে এই প্রথম জরুরি প্রয়োজনে ডাকতে হয়েছে মিটিং।

কোভিড সংকটে দেশগুলির অর্থনৈতিক ক্ষতি ও তা কী করে সামাল দেয়া যায় – এই নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। ঠিক করা হবে আগামীর পরিকল্পনা। সে জন্য নতুন ইইউ বাজেটও বরাদ্দ করা হবে দেশগুলিকে। ফলে খুব স্বাভাবিক ভাবেই এই বৈঠক প্রত্যেকটি দেশের জন্যই খুব জরুরি।

সূত্র: এনডিটিভি

The post দেশের স্বার্থে তৃতীয়বার বিয়ে পেছালেন ডেনমার্কের প্রধানমন্ত্রী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ieveAW

No comments:

Post a Comment