কিছুদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। তিনি ছাড়া তার ভাই মোরসালিন, শ্বাশুড়ি ও স্ত্রীর বড় বোন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এদের মাঝে দুইজন করোনা থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।
বৃহস্পতিবার মাশরাফীর সহধর্মিণী সুমি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আজ আম্মু (মাশরাফীর শ্বাশুড়ি) ও বড় আপার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। আল্লাহ পাকের অনেক বেশি রহমত রয়েছে আমাদের ওপর।’
পরিবারে এখন আর মাত্র দুইজন সদস্য অর্থাৎ মাশরাফী ও মোরসালিন করোনায় আক্রান্ত আছেন জানিয়ে সুমি আরো লেখেন, ‘এখন বাকি শুধু দুই জন। আল্লাহ ভরসা।’
করোনাভাইরাসের শুরু থেকেই অসংখ্য মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। তিন দিন আগে গুজব রটেছিল যে তার স্বাস্থ্যের অবস্থার অবনতি হয়েছে। তবে নিজ বাসায় আইসোলেশনে থাকা মাশরাফী এখনো স্বাভাবিক আছেন বলে জানা গেছে।
The post করোনা জয় করলেন মাশরাফীর পরিবারের দুইজন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2NCrMSh
No comments:
Post a Comment