Tuesday, June 2, 2020

বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ https://ift.tt/eA8V8J

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শ্রমিক কল্যাণ তহবিল থেকে খুলনার তিন জন, যশোরের আট জন, সাতক্ষীরা ১১ জন ও বাগেরহাট জেলার ১৯ জন অসহায়, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিকে অসুস্থ, নিম্নআয়ের মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকদের মাঝে ১৬ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

আজ (মঙ্গলবার) সকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বরে বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার এসব চেক অসহায়, অসুস্থ এবং নিম্নআয়ের মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকদের হাতে তুলে দেন।

চেক বিতরণকালে খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শ্রমিক কল্যাণ তহবিল থেকে ইতোপূর্বে তৃতীয় ধাপে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় একশত পাঁচ জন অসহায় পাটকল শ্রমিক ও তাদের পরিবার, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিকে অসুস্থ, নিম্নআয়ের মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকদের মাঝে ৩২ লাখ ১৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। 
তথ্যবিবরণী 

The post বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2zS18Sm

No comments:

Post a Comment