Saturday, June 6, 2020

যশোরের শার্শায় গরু দিয়ে খাওয়ানো হচ্ছে আম: বাগানেই নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার ফল https://ift.tt/eA8V8J

সুপার সাইক্লোন আম্পানের তান্ডবে ভেঙে ও ঝরে পড়েছে যশোরের শার্শা বেনাপোলের আম ক্ষেত। ফজলী নেংড়া গোপালভোগসহ সব ধরনের আম চাষীদের উঠেছে মাথায় হাত। উপজেলায় ২৬ কোটি টাকার আমের ক্ষতি হয়েছে। বিক্রি নেই আম। খেতেই নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার আম। সেই সাথে করোনায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দেশের বিভিন্নস্থানে আম পাঠানো যাচ্ছে না সময়মত। ফলে মনের দুংখ কষ্টে আম গরু দিয়ে খাওয়াচ্ছেন চাষীরা।
আম চাষী আরমান আলী, খগেন মন্ডল ও জহির উদ্দিন বলেন, ৫লাখ টাকায় ৩টি বাগান কিনেছেন। ৮লাখ টাকার আমার বিক্রির আশা ছিল তাদের। সব শেষ হয়ে গেছে। ঝড়ে সর্বশান্ত করেছে। সরকার যদি সহযোগিতা না করে তাহলে পরিবার নিয়ে পথে বসতে হবে তাদের।
শার্শা জামতলা ও উলাশির ফতেমা বেগম, মনির হোসেন বলেন সব এলাকাজুড়ে ছিল আমের সমারহ। চাষীদের মনে ছিল স্বপ্ন। মানুষের সব স্বপ্ন শেষ হয়ে গেছে। এমন ক্ষতি কখনও দেখিনি তারা। সমস্থ এলাকা ও গ্রামজুড়ে ঝড়ে তছনছ করে দিয়েছে আম বাগান। সব চাষীর আম বাগান শুন্য হয়ে গেছে। আর বর্তমানে আম বাজারজাত করতে না পারায় জমিতেই নষ্ট হচ্ছে আম। খাওয়াচ্ছেন গুরু দিয়ে। দু:খ কষ্টের শেষ নেই তাদের।
দুর্যোগের সময় চাষীরা যোগাযোগ ব্যবস্থা, লেবার ও বাজারজাত করতে না পারায় আম পচে নষ্ট হয়েছে। শার্শা বেনাপোলে আম্পানে ২৬কোটি টাকার আম ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত চাষীদের তালিকা করে সংশ্লিষ্ট দফতরে পাঠানো হযেছে। বিকল্প ব্যাবস্থায় বিভন্ন প্রকল্পের মাধ্যমে চাষীদের সহায়তা দেওয়ার আশ্বাস দেন উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল।

এম এ রহিম, বেনাপোল (যশোর):

The post যশোরের শার্শায় গরু দিয়ে খাওয়ানো হচ্ছে আম: বাগানেই নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার ফল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3eQ6Y5s

No comments:

Post a Comment