Thursday, September 30, 2021

সুলতানপুর ক্লাব নিয়ে প্রকাশিত খবরের ব্যাখ্যা https://ift.tt/eA8V8J

গত ২৪ সেপ্টেম্বর শুক্রবার স্থানীয় পত্রিকায় সুলতানপর ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শিরোনামে একটি সংবাদ প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত হয়েছে। সংবাদটি আমাদের সভার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে সুলতানপুর ক্লাবে জরুরি সভার কথা লেখা হয়েছে কিন্তু কত তারিখে সভা হয়েছে তার কোন উল্লেখ নেই। সুলতানপুর ক্লাবে আদৌ কোন জরুরী সভা হয়নি। নিয়ম অনুযায়ী ক্লাবের সাধারণ সভা ডেকে সকল সদস্যের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে কমিটি গঠন করতে হয়। সুলতানপুর ক্লারে এ ধরনের কোন সভা অনুষ্ঠিত হয়েছে বলে আমাদের জানা নেই। একটি দোকানে বসে গুটি কয়েক ব্যক্তি মনগড়া আহ্বায়ক কমিটি গঠন করে। যেটা আবার পত্রিকায় প্রকাশ করিয়ে ক্লাবের ভাবমূর্তি ক্ষুণœ করেছে এবং সুলতানপুরের গর্ব রাজনৈতিক নেতৃবৃদদের নাম তথাকথিত ওই কমিটিতে অন্তর্ভুক্ত করায় ঐতিহ্যবাহী সুলতানপুরের অধিবাসীরা এবং আমরা ব্যথিত হয়েছি। আমরা ওই তথাকথিত আহ্বায়ক কমিটি বাতিল করে সাধারণ সভা ডেকে সকল সদস্যদের উপস্থিতিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দাবী জানাচ্ছি। সুলানপুর ও সুলতাপুর ক্লাবের ঐতিহ্য বজায় রাখার জন্য ও তথা কথিত আহ্বায়ক কমিটি গঠনের সাথে ও নেপথ্যে যারা জড়িত তাদের প্রতিও আহ্বান জানাচ্ছি। বিবৃতিতে স্বাক্ষর করেচেন শেখ তহিদুর রহমান, শেখ নূরুল হক, মীর মাহমুদ আলী আবীর, কাজী বেলাল হোসেন, শেখ আব্দুল কাদের ও কাজী আব্দুল মহিদ। প্রেসবিজ্ঞপ্তি

The post সুলতানপুর ক্লাব নিয়ে প্রকাশিত খবরের ব্যাখ্যা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3imnPkN

পাটকেলঘাটায় কৃষক প্রশিক্ষণ https://ift.tt/eA8V8J

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটা টাটা ক্রপকেয়ার কোম্পানীর পক্ষ থেকে ধান চাষের উপর কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয় হলরুমে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কেশব কুমার সাধু।
প্রশিক্ষক ছিলেন কোম্পানীর ডেভেলপমেন্ট ম্যানেজার মো: শহীদুল ইসলাম।

The post পাটকেলঘাটায় কৃষক প্রশিক্ষণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3uzGZbB

আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২১ সকলের জন্য ডিজিটাল সমতা https://ift.tt/eA8V8J

ডা. সুশান্ত কুমার ঘোষ
বয়স্ক ব্যক্তিদের ডিজিটাল জগতে অন্তর্ভুক্তি করার প্রয়োজনীতার উপর গুরুত্ব দেওয়ার উদ্দেশ্যে ‘সকলের জন্য ডিজিটাল সমতা’ এই বিষয়ের উপস্থাপনা করা হয়েছে। ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবে অংশী হওয়ার ও এসডিজি বাস্তবায়নে প্রবৃদ্ধির সূচকে সকল বয়সের সক্ষম মানুষকে সম্পৃক্ত করার প্রয়োজন। আমাদের তথা প্রবীণদের এগিয়ে আসতে হবে এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে অংশগ্রহণ করতে হবে। বয়স্করা ও নারীরা উপযুক্ত শিক্ষার অভাবে ডিজিটাল বৈষম্যের শিকার হচ্ছে। বয়স্কদের ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বৃদ্ধির জন্য শিক্ষার আওতায় আনতে হবে এবং আমাদের উদ্যোগী হতে হবে যার ফলে আমরা (বয়স্করা) ডিজিটাল উন্নয়নের ভূমিকা রাখতে পারি এবং বিভিন্ন কর্মসংস্থানে অংশগ্রহণ করতে পারি, এর ফলে বয়স্করা স্বচ্ছল, সুস্থ্য থাকবে ও স্বাচ্ছন্দ জীবন যাপন করতে পারবে, সমাজও উপকৃত হবে এবং বয়স্কদের অন্যের নির্ভরতা কমে যাবে, পরিবারের ও সমাজের উপর চাপ কমবে, সামাজিক নিরাপত্তা মজবুত হবে। ২০৫০ সালে পৃথিবীতে ২০০ কোটি বয়স্কদের সংখ্যা হবে অর্থাৎ মোট জনসংখ্যার ২২ শতাংশ। বাংলাদেশে ২০১৮ জরিপে ১ কোটি ৩৫ লক্ষ বয়স্ক ব্যক্তি যার ৩ এর ২ অংশ অস¦চ্ছল। করোনার কারনে বিশে^র বয়স্করা সর্বাধিক প্রতিকুলতার মুখোমুখি হয়েছে। প্রবীণরা আক্রান্ত হয়েছে ৬৭-৭৭ শতাংশ এবং মারা গেছে ২২-২৮ শতাংশ। এ সময় সামাজিক নিরাপত্তার অভাব, স্বাস্থ্য সেবার অভাব, আলাদা থাকা, একাকী বাস করা, পরিবারের অবহেলায় নিগৃৃহীত হতে হয়েছে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বয়স্করা স্থায়ীভাবে সমাজের ও রাষ্ট্রের সুযোগ সুবিধাগুলি ভোগ করতে পারবে। বিশ^ব্যাপী মতবিনিময় করার সুযোগ পাবে, তাদের সমস্যা নিয়ে কথা বলতে পারবে। প্রবীণদের সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধি করতে যথাযথ প্রশিক্ষণের প্রয়োজন হবে। বাংলাদেশকে প্রবীণ হিতৈষী দেশ হিসেবে গড়ে তুলতে যথাযথ প্রবীণ বান্ধব হিসাবে সার্বজনীন পেনশন স্কীম, বীমা, বিশেষ স্বাস্থ্যসেবা ব্যবস্থার পলিসি গ্রহণ করার জন্য বাংলাদেশ প্রবীণদের পক্ষ থেকে সরকারের কাছে আমরা জোরালো দাবি জানাচ্ছি, ঞড় গধশব ধ ঐবধষঃযু অমবরহম. যার মাধ্যমে সুস্থ্য ও সমৃদ্ধ বয়ষ্ক জনগোষ্ঠী তৈরী হবে। বর্তমানে করোনা মোকাবেলায় আমরা সচেতন ও সচেষ্ট থাকবো, স্বাস্থ্য বিধি মেনে চলবো, মাস্ক পরবো, জনসমাগম এড়িয়ে চলবো, ভ্যাকসিন নিবো, যোগাযোগের মাধ্যমে আমাদের মাঝে অকৃত্রিম বন্ধন গড়ে তুলবো। লেখক: মেডিসিন বিষেশজ্ঞ ও সভাপতি, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশন, সাতক্ষীরা

The post আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২১ সকলের জন্য ডিজিটাল সমতা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3uqlERY

বন কর্মকর্তার বিরুদ্ধে জেলে হয়রানীর অভিযোগ! https://ift.tt/eA8V8J

 

শ্যামনগর প্রতিনিধি: দাবিকৃত সম্পূর্ণ টাকা পরিশোধ না করায় সুন্দরবনে মাছ শিকারের কাজে যাওয়া জেলেকে হয়রানীর অভিযোগ উঠেছে দুই বন কর্মকর্তার বিরুদ্ধে। এমনকি উক্ত জেলের মালিকানাধীন নৌকার অনুকূলে দ্বিতীয় দফায় অনুমতি ইস্যু করার পরও কৌশলে সে নৌকা আটকে দিয়ে তার সুন্দরবনে প্রবেশের পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে।
বিষয়টির প্রতিকার দাবি করে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও কলাগাছিয়া টহল ফাঁড়ির ইনচার্জের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে ওই জেলে। ভুক্তোভোগী জেলে শহিদুল ইসলাম শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি গ্রামের মৃত ছবেদ আলী গাজীর ছেলে।

ভুক্তোভোগী জেলের অভিযোগ বৈধ পাশ নিয়ে গত ১৭ সেপ্টেম্বর নিজ সন্তানসহ অপর এক সহযোগীকে নিয়ে তিনি সুন্দরবনে যান। এসময় পাঁচশ টাকার চুক্তিতে কলাগাছিয়া টহল ফাঁড়ি থেকে তাকে অতিরিক্ত একটি ‘ঘাই’ জাল নেওয়ার সুযোগ দেয়া হয়। চুক্তিকৃত টাকার দুইশ’ তিনি কলাগাছিয়া টহল ফাঁড়ির চেকিং এর সময়ে মিটিয়ে দিয়ে ফেরার পথে বাকি তিনশ’ টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেন।

শহিদুল ইসলাম জানান, অনুমতিপত্র বা পাশের মেয়াদ শেষে ২৪ সেপ্টেম্বর তারা সুন্দরবন থেকে বের হয়ে আসার সময় কলাগাছিয়া টহল ফাঁড়িতে যেয়ে ইনচার্জকে না পেয়ে লোকালয়ের পথ ধরে তারা। এক পর্যায়ে আগের রাতে অভায়রণ্য এলাকা থেকে আটক জেলেদের সাতক্ষীরা আদালতে সোপর্দ করে ফেরার পথে উক্ত কর্মকর্তা তাদেরকে আটক করে। বাকি তিনশ’ টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ এনে এসময় তাকে বন আইনের মামলা দিয়ে ফাঁসিয়ে দেয়ারও হুমকি দেয়। এক পর্যায়ে আগেই পাশের মেয়াদ শেষ হওয়ার অভিযোগ তুলে নৌকাসহ তাদের তিনজনকে বুড়িগোয়ালীনি স্টেশনে নিয়ে যায়।
তিনি আরও জানান, অনেক দেনদরবারের পর ৪৫ হাজার টাকার চুক্তিতে তাদের তিনজনকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত হলে পরিবারের সদস্যরা সহকারী বন সংরক্ষক এমএ হাসানের হাতে ৩০ হাজার টাকা উঠিয়ে দিলে তাদের ছেড়ে দেওয়া হয়। পূর্ব প্রতিশ্রুতি মেনে বাকি ২০ হাজার টাকা পরের দিন পরিশোধের ২৭ সেপ্টেম্বর তার মালিকানাধীন ৬৯০ নম্বর নৌকার অনুকুলে নুতন করে আবারও অনুমতিপত্র ইস্যু করা হয়।

ভুক্তোভোগী জেলে শহিদুল ইসলামের অভিযোগ বাকি ২০ হাজার টাকা পরিশোধ সত্ত্বেও নুতনভাবে অনুমতি দিয়ে আগের চুক্তির তিনশ’ টাকার ঘটনাকে পুঁজি করে তার নৌকা আটকে রাখা হয়েছে। বার বার যোগাযোগ করা হলেও তার নৌকা না দিয়ে বরং সাংবাদিকদের বিষয়টি জানানোর অপরাধে তার সুন্দরবনে প্রবেশ আটকে দেওয়া হবে বলেও হুমকি দেয়া হচ্ছে।
তার স্ত্রী স্থানীয় এনজিও আর মহাজনের নিকট থেকে চড়া সুদে টাকা নিয়ে তাদেরকে বনবিভাগের বন্দীদশা থেকে ছাড়িয়ে নিয়েছিল দাবি করে ঐ জেলে জানান, সুন্দরবনে প্রবেশের অনুমতি যেমন দেয়া হচ্ছে না, তেমনী তার নৌকাটি আটকে রাখা হয়েছে।
এবিষয়ে কলাগাছিয়া টহল ফাঁড়ির ইনচার্জ মো: মনিরুল ইসলাম জানান, ঘটনার সময়ে আমি স্টেশনে ছিলাম না। ওই জেলের সাথে আমার দেখা হয়নি। আমি অর্থনৈতিকভাবে কারও সাথে কোন লেনদেনও করিনা। নৌকা আটক করে বুড়িগোয়ালীনি স্টেশনে দেয়ার পর তার নৌকার অনুকূলে নুতন করে কোন অনুমতি দেয়অর বিষয়েও আমার কোন কিছু জানার কথা না। তার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশের জেরে মিথ্যাচার করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।
অভিযোগের বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসানের অফিসিয়াল মুটোফোন নম্বরে বার বার যোগাযোগ করা সত্ত্বেও তা বন্ধ পাওয়া যায়।

The post বন কর্মকর্তার বিরুদ্ধে জেলে হয়রানীর অভিযোগ! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3onTtCg

দেবহাটা বন্ধু কল্যাণ থ্রি হুইলার মালিক সমিতির নির্বাচনে মনি সভাপতি ও আজহারুল সম্পাদক https://ift.tt/eA8V8J

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা বন্ধু কল্যাণ থ্রি হুইলার মালিক সমিতির সাধারণ নির্বাচনে মনি সভাপতি ও আজহারুল সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আহম্মদ আলী। সমিতির সাধারণ নির্বাচন কালিগঞ্জ সাতক্ষীরা রেজি: নাম্বার ২১৬১/১৫ এর সাধারণ নির্বাচন বৃহস্পতিবার সকালে নলতা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে আসাদুজ্জামান খান, খাদেমুল ইসলাম, মাহমুদুল হাসান, সমিতি জেলা সভাপতি আব্দুল গফফার ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি সাইদুল ইসলাম। নির্বাচনে মনিরুল ইসলাম মনি ১৬৮ ভোট পেয়ে সভাপতি ও বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে আহম্মদ আলী ১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সকাল ৯টা থেকে একটানা দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৫৬ জন। তারমধ্যে ভোট প্রদান করেন ২৫২ জন।
নবনির্বাচিত ইজিবাইক মালিক ও চালক সমিতির নেতৃবৃন্দ দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান, দেবহাটা থানার ওসি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ সদস্যসহ উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।

The post দেবহাটা বন্ধু কল্যাণ থ্রি হুইলার মালিক সমিতির নির্বাচনে মনি সভাপতি ও আজহারুল সম্পাদক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ip2wPl

ধলবাড়িয়া ইউপিতে মৃত ব্যক্তিদের নামে ভাতা উত্তোলন: তদন্তে দুদক https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নে ৩ থেকে ১০ বছর পূর্বে মৃত্যু ব্যক্তিদের নামে প্রতিবন্ধী, বয়স্ক এবং বিধবা ভাতার টাকা উত্তোলনের অভিযোগে তদন্ত সম্পন্ন করেছে দুদক।
বৃহস্পতিবার দুপুরে দুদক ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদে যান। সেখানে এলাকাবাসীর সাক্ষ্য গ্রহণ করেন।
জানা গেছে, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকত হোসেন, ব্যাংক কর্মকর্তা দেবেশ কুমার ও সমাজসেবা অফিসার আল মামুন যৌথভাবে ইউনিয়নে ৩ থেকে ১০ বছর আগে মৃত্যু ব্যক্তিদের নামে প্রতিবন্ধী, বয়স্ক এবং বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতার কার্ড থেকে অর্থ উত্তোলন করে আত্মসাত করে। এঘটনায় উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা হয়। এছাড়া আদালতে দুটি মামলাও চলমান রয়েছে। এঘটনায় দুদক দীর্ঘ দুই বছর পর বৃহস্পতিবার তদন্তে যান।
এবিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেনের ব্যহৃত মোবাইল নাম্বারে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

The post ধলবাড়িয়া ইউপিতে মৃত ব্যক্তিদের নামে ভাতা উত্তোলন: তদন্তে দুদক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Yi5UEN

দেবহাটা উপজেলা থেকে সাতক্ষীরা সদর উপজেলায় অভিজ্ঞতা বিনিময় সফর https://ift.tt/eA8V8J

স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচির (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণে অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর দিনব্যাপী স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এবং সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ওই অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়।

৩০ সেপ্টেম্বর সফরে দেবহাটা উপজেলা থেকে উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. নাজমুল হুসেইন খাঁন, উপজেলা পর্যায়ের দুই জন কর্মকর্তা, দেবহাটা উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব সমন্বয়ে অভিজ্ঞতা বিনিময় সফর সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ও আলিপুর ইউনিয়ন পরিষদে সম্পন্ন হয়। প্রেসবিজ্ঞপ্তি

 

The post দেবহাটা উপজেলা থেকে সাতক্ষীরা সদর উপজেলায় অভিজ্ঞতা বিনিময় সফর appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3AXmoQJ

খাস জমি সংক্রান্ত মামলা বিচারের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে: শেখ মফিজুর রহামান https://ift.tt/eA8V8J

খাস জমি সংক্রান্ত মামলা বিচারের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে: শেখ মফিজুর রহামানবদিউজ্জামান: সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, সাতক্ষীরায় খাস জমির পরিমাণ অনেক বেশী এবং বিরোধও অনেক বেশি, যে কারণে খাস জমি সংক্রান্ত মামলা বিচারের ক্ষেত্রে অগ্রাধীকার দিতে হবে। তিনি বিচারক এবং আইনজীবীদের উদ্দেশ্যে আরও বলেন, আইনে জমি-জমার প্রত্যেকটা মামলা আপোষযোগ্য, আমাদের প্রত্যেককে সেই আপোষের মনোভাবটা থাকতে হবে। এর ফলে পারিবারিক বন্ধন যেমন অটুট থাকবে, তেমনি মামলা জটও অনেকাংশে কমে যাবে।

জেলা লিগ্যাল এইড কমিটি, সাতক্ষীরার আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা লিগ্যাল এইড কমিটির নিয়মিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

শেখ মফিজুর রহমান আরও বলেন, ভূমি ব্যবস্থাপনা করতে যেয়ে অব্যস্থাপনাই বেশি দেখা দিয়েছে। খাস জমির সংখ্যা বাড়ছে, বিরোধ বাড়ছে, মানুষ লোভাতুর হচ্ছে, ফলে মামলাও বাড়ছে। আদালত মানুষের আস্থার সর্বশেষ জায়গা উল্লেখ করে তিনি আরও বলেন, খাস জমি যদি সঠিকভাবে বন্টন করা যেত, তবে বিরোধ জিইয়ে থাকতোনা, মামলাও কমে যেত। তিনি বলেন, সাতক্ষীরার আদালতগুলোতে ৬২ হাজার ৫’শ মামলা বিচারাধীন রয়েছে, আর এসব মামলা পরিচালনা জন্য বিচারক রয়েছেন মাত্র ২২ জন। যেখানে একজন বিচারক ৩শ’ মামলা সুষ্ঠুভাবে বিচার করতে পারেন, সেখানে তাঁকে বিচার করতে হচ্ছে ৩ হাজারেরও বেশি মামলা। এসব সমস্যার মধ্য দিয়েও সাতক্ষীরার বিচার বিভাগ বিচারপ্রার্থী জনগণের জন্য কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: হুমায়ূন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার মো: ইকবাল হোসেন, জজ কোর্টের জিপি এড. শম্ভুনাথ সিংহ ও পিপি এড. আব্দুল লতিফ। এছাড়া সভায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, যুগ্ম-জেলা ও দায়রা জজ মো: ফারুক ইকবাল, ল্যা- সার্ভে ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল আজাদ, সিনিয়র সহকারী জজ মো: নাছির উদ্দীন ফরাজী, সহকারী জজ সাবরিনা চৌধুরী, জেলা নাগরিক কমিটির আহবায়ক মো: আনিসুর রহিম, প্রেসক্লাব সভাপতি মো: মমতাজ আহমেদ বাপী, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আ, ক, ম রেজওয়ান উল্যাহ সবুজ, এড, সরকার যামিনী কান্ত ও এড. মো: মুনিরুদ্দীন প্রমূখ। সভায় বিচারক, আইনজীবী, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ ও এনজিও কর্মীগণ উপস্থিত ছিলেন।

খাস জমি সংক্রান্ত মামলা বিচারের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে: শেখ মফিজুর রহামান
সভার একপর্যায়ে এনজিও প্রতিষ্ঠান ‘উত্তরণ’ এর ‘খাস জমির মামলা দ্রুত নিষ্পত্তি’ শীর্ষক এক সেমিনারও অনুষ্ঠিত হয়। এতে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, খাস জমির মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তি করতে হবে। সরকারী খাস জমি যেন প্রকৃত দরিদ্র মানুষ পায় সেদিক থেকে রাষ্ট্রের যে অঙ্গীকার তা যেন যথাযথ ভাবে বাস্তবায়িত হয় সেজন্য আমাদের সকলকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। বক্তারা আরও বলেন, জমি-জায়গার প্রত্যেকটা মামলা আপোষ যোগ্য হলেও আমরা সেদিকে নজর দেইনা, ফলে বছরের পর বছর মামলা চলতে থাকে, পারিবারিক বন্ধন নষ্ঠ হয় এবং সমাজে বিশৃংখলার সৃষ্টি হয়। এসব মামলা আপোষ আলোচনা ও ন্যায় বিচারের মাধ্যমে নিষ্পত্তি করে মামলা জট কমানো যেতে পারে। সেমিনারে আলোচনায় অংশ নিয়ে একাধিক বিচারক তাঁদের বক্তব্যে বলেন, আমরা খাস সম্পত্তির মামলা অগ্রাধিকার ভিত্তিতে এবং দ্রুত নিষ্পত্তি করতে চাই, কিন্তু এজন্য প্রয়োজনীয় সংখ্যক বিচারক দরকার, যা আমাদের নেই। এ ব্যাপারে যাদের উদ্যোগ নেয়া দরকার অজ্ঞাত কারনে তাঁরা সে উদ্যোগ নেন না। এছাড়া বাদী এবং বিবাদী পক্ষের অহেতুক সময় নেয়ার কারনেও অনেক ক্ষেত্রে মামলা বিলম্বিত হয় বলেও উল্লেখ করেন বিচরক বক্তাগণ। তাঁরা আরও বলেন, অনেক সময় সরকারি আইনজীবীগণ সময় মতো সাক্ষী (তহশিলদারদেরকে) আদালতে হাজির করতে নাপারা বা যথাসময়ে জবাব দাখিল না করার কারনেও মামলা বিলম্বিত হয়। একটি মামলা দ্রুত নিষ্পত্তি করতে হলে বাদী এবং বাদীর আইনজীবী, বিবাদী এবং বিবাদীর আইনজীবী ও সংশ্লিষ্ঠ বিচারকের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলেও বক্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন। সভা সঞ্চালনা করেন, জেলা লিগ্যাল এইড অফিসার এবং সিনিয়র সহকারী জজ সালমা আক্তার।

The post খাস জমি সংক্রান্ত মামলা বিচারের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে: শেখ মফিজুর রহামান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3zXVxD9

তালায় এক সপ্তাহের ব্যবধানে ২কলেজ শিক্ষার্থীর মৃত্যু https://ift.tt/eA8V8J

তালায় এক সপ্তাহের ব্যবধানে ২কলেজ শিক্ষার্থীর মৃত্যু সংবাদদাতা: সাতক্ষীরার তালায় এক সপ্তাহের ব্যবধানে ২ কলেজ শিক্ষার্থীর অনাকাক্সিক্ষত মৃত্যু হয়েছে। এতে একদিকে শোকে স্ত্যব্ধ পরিবার অন্যদিকে অভিভাবকরা শংকিত। ২৯ সেপ্টেম্বর উপজেলার কানাইয়দিয়া গ্রামের সন্তোষ রায়ের কলেজ পড়ুয়া কন্যা শম্পা রানী রায় (১৮) বিকালে হঠাৎ অসুস্থবোধ করে।

প্রাথমিক চিকিৎসার প্রস্তুতি নেওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। সে কপিলমুনি কলেজের মেধাবী ছাত্রী। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। অপরদিকে গত ২১ সেপ্টেম্বর তালার উথালী গ্রামের মিজানুর রহমান (অবসরপ্রাপ্ত) সেনা সদস্যের পুত্র, বাংলাদেশ ইউনিভার্সিটি ও প্রোফেশনল কলেজের ছাত্র মেহেদী (২২) জ্বর সর্দিসহ হালকা গলা ব্যথা নিয়ে বাড়িতে বুকে যন্ত্রণা অনুভব করলে সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। অকাল মৃত্যুর শিকার মেহেদীর বাবা জানান, মেহেদী করোনার এক ডোজ টিকা গ্রহণ করেছিল। এ বিষয়ে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএইসও রাজিব সরদার জানান, এমন মৃত্যু সত্যই দু:খজনক। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা অনেক কঠিন। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হবে।

The post তালায় এক সপ্তাহের ব্যবধানে ২কলেজ শিক্ষার্থীর মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3mv0Bdx

শ্যামনগরে নূরনগর বৃদ্ধকে জোর করে অলিখিত স্টাম্পে টিপসই নেওয়ার অভিযোগ https://ift.tt/eA8V8J

 

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের হরিনাগাড়ি গ্রামের মৃত জ্যোতিষ সরদারের পুত্র মহেন্দ্র সরদার (৬৫)কে বাড়িতে ডেকে নিয়ে পিঠমোড়া দিয়ে বেঁধে জোর করে অলিখিত নন জুডিশিয়াল স্টাম্পের উপর টিপসই দিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের আব্দুল আজিজ খোকন (৫৮), আবুল কালাম গাজী (৩৫) ও মোহাম্মদ আলী (৩০) এর বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, মহেন্দ্র নাথ সরদার ও তার স্ত্রী সীতা বালা সরদারের নামীয় চিরস্থায়ী বন্দোবস্তকৃত রেজিস্ট্রি কবুলিয়াত দলিল সম্পত্তি। তারা স্বামী স্ত্রী ভূমিহীন হিসেবে সরকারি খাস সম্পত্তি বিগত ০৪-০৭-১৯৯৩ তারিখে শ্যামনগর রেজিস্ট্রি অফিস হইতে বন্দোবস্ত ১০৬৫/৮৮-৮৯ নং মামলা মোতাবেক ৩৩২৯ নং রেজিস্ট্রি কবুলিয়াত দলিল অনুযায়ী দশমিক ৯০ শতক সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলো। কিন্তু উক্ত সম্পত্তির সরকারিভাবে দলিল থাকার সত্বেও হরিনাগাড়ি গ্রামের পুটে সরদারের পুত্র জালাল উদ্দিন সরদার লোভের বশবর্তী হয়ে, গায়ের জোরে অন্যায়ভাবে দশমিক ৩৮ শতক জমি জবরদখল করে খাচ্ছে।
জালাল উদ্দিন সরদার এর কাছ থেকে উক্ত জমি উদ্ধার করে দেয়ার নাম করে, আব্দুল আজিজ খোকন ও তার দুই পুত্র আবুল কালাম গাজী ও মোহাম্মদ আলী তাদের বাড়িতে মহেন্দ্র নাথ সরদারকে ডেকে নিয়ে অলিখিত স্টাম্পে টিপসই দিতে বলে কিন্তু টিপসই দিতে রাজি না হওয়ায়, তাকে পিঠমোড়া দিয়ে বেঁধে জীবন নাশের ভয় দেখিয়ে জোরকরে ০৩-০৮-২০২১ তারিখে অলিখিত স্টাম্পের উপর টিপসই দিয়ে নেয় এবং তাকে তাড়িয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে চলেছে।
মহেন্দ্র নাথ সরদার তার সম্বল টুকু ফিরে পেতে প্রশাসনসহ সকলের কাছে আকুল আবেদন জানান। এছাড়াও তিনি প্রতিকার চেয়ে শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও উপজেলার অফিসার ইনচার্জ, শ্যামনগর বরাবার আবেদন করেছেন।

The post শ্যামনগরে নূরনগর বৃদ্ধকে জোর করে অলিখিত স্টাম্পে টিপসই নেওয়ার অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3zZ2nIe

ডুমুরিয়ায় মতবিনিময় সভা https://ift.tt/eA8V8J

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় দলিত ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির অধিকার আদায়ে সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় এসডিজি বাস্তবায়ন ও উন্নয়ন পরিকল্পনায় দলিতদের অন্তর্ভূক্তি শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে সভায় সভাপতিত্ব করেন ধ্রুব সংস্থার নির্বাহী পরিচালক রেখা মারিয়া বৈরাগী। সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: ওবাইদুল হক, দলিত সংস্থার নির্বাহী পরিচালক স্বপন দাস, দলিতের মনিটরিং অফিসার ইসরাত নুয়েরী হোসেন (মুমু) প্রমুখ।

The post ডুমুরিয়ায় মতবিনিময় সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3oo5vLB

২৩ বছরে চ্যানেল আই https://ift.tt/3utQvNt

বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই ২২ বছর পার করে আজ ২৩ বছরে পা দিয়েছে। এবারের স্লোগান হৃদয়ে বাংলাদেশ নিয়ে ‘স্বাধীনতার ৫০-এ, চ্যানেল আই ২৩-এ’। এ উপলক্ষে আজ দেশের শীর্ষ দৈনিকগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে।
১লা অক্টোবরের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহর রাত ১২.০১ মিনিটে চ্যানেল আই প্রাঙ্গণে তৈরি মঞ্চে বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে চ্যানেল আই পরিবারের সদস্যরা বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেছেন। করোনার প্রাক্কালে স্বাস্থ্যবিধি মাথায় রেখেই আজ দিনভর চ্যানেল আই’র পর্দায় থাকবে মনমুগ্ধকর পরিবেশনা।
সকাল ১১টা ৫ মিনিট থেকে দিনব্যাপী দেখানো হবে চ্যানেল আই স্টুডিও থেকে উৎসব উদ্‌যাপনের নানা আয়োজন নিয়ে সরাসরি সম্প্রচার ‘স্বাধীনতার ৫০-এ চ্যানেল আই-২৩’। অনুষ্ঠানটি পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু। বিকাল ৩টা ৫ মিনিটে প্রচার হবে আজম খানের রচনা ও শুভ্রত চক্রবর্তীর পরিচালনায় বিশেষ টেলিফিল্ম ‘জলরঙের মানুষ’।
এতে অভিনয় করেছেন মম, ইমন, শেলী আহমেদ, সঞ্জয় রাজ প্রমুখ।সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে প্রচার হবে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় প্রকৃতি ও জীবন-এর বিশেষ আয়োজন অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্যা ওয়ার্ল্ডের এবারের পর্ব ‘যুক্তরাষ্ট্রের জীব বৈচিত্র্য নিয়ে বিশেষ অনুষ্ঠান’। রাত ৮টায় রয়েছে ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় আরফান নিশো ও মেহজাবিন চৌধুরীর প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পুনর্জন্ম-২’।
এছাড়া ২রা অক্টোবর রাত ৯টা ৫০ মিনিটে প্রচার হবে শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় চ্যানেল আইয়ের ২৩ বছরে পদার্পণ উপলক্ষে হৃদয়ে মাটি ও মানুষ-এর বিশেষ পর্ব ‘মাটির নায়ক’। ৩রা অক্টোবর রাত ১০টায় রয়েছে শাকিলা জেসমিনের পরিচালনায় চ্যানেল আইয়ের বার্তা বিভাগ নির্মিত বিশেষ অনুষ্ঠান ‘করোনাকালে সংবাদ জীবন’। ৪ অক্টোবর রাত ১০টায় দেখানো হবে তাহের শিপনের পরিচালনায় বাংলাদেশ সরকারের মেগা প্রকল্পের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান ‘উন্নয়ন সহযোগী চ্যানেল আই’।

The post ২৩ বছরে চ্যানেল আই appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3kYjFks

কেশবপুরে ৮লাখ টাকায় সুদে-আসলে ২০ লাখ দিয়েও রেহাই মিলছেনা https://ift.tt/eA8V8J

 

এমএ রহমান, কেশবপুর(যশোর): কেশবপুরে এক পিওনের কাছ থেকে ৮ লাখ টাকা ধার নিয়ে সুদে-আসলে ২০ লাখ টাকা পরিশোধ করার পরও রেহাই মিলছে না সন্তোস কুমার দাস নামে এক ব্যবসায়ীর। পিওনের অব্যাহত হুমকির ফলে বর্তমানে পরিবারটি নিরাপত্তহীনতায়।

বৃহস্পতিবার সরেজমিনে গেলে উপজেলার কাবিলপুর গ্রামের মৃত রাধাপদ দাসের ছেলে হাসানপুর বাজারের কসমেটিকস ব্যবসায়ী সন্তোষ কুমার দাস সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, গত ৩১-০১-১৮ তারিখে ব্যবসার জন্য একই উপজেলার হাসানপুর গ্রামের ওমির আলী দপ্তরীর ছেলে হাসানপুর কারিগরী মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরী ওলিয়ার রহমানের কাছ থেকে তিনি ৮ লাখ ১০ হাজার টাকা গ্রহণ করেন। টাকা গ্রহণের শুরু থেকে গত ১২-০৪-২১ তারিখ পর্যন্ত সুদে-আসলে ওলিয়ারকে ২০ লাখ ২৭ হাজার টাকা পরিশোধ করার পর সে এক পর্যায়ে ব্যবসায়ীকভাবে দেউলিয়া হয়ে পড়ে। পরবর্তীতে প্রতিমাসের সুদের টাকা দিতে না পারায় ওলিয়ার তার বাড়িতে গিয়ে জোর করে তার সম্পতি লিখে নেওয়ার চেষ্টা করলে তিনি ভয়ে প্রায় দেড় মাস বাড়ি থেকে পালিয়ে বেড়ায়। এদিকে ওই দপ্তরী টাকা ফেরৎ চেয়ে গত ১৪-০৬-২১ তারিখ সন্তোষ কুমার দাসের বিরুদ্ধে হাসানপুর বাজার কমিটি বরাবর একটি লিখিত অভিযোগ করে। ওলিয়ারের অব্যাহত হুমকির ফলে বর্তমানে তিনি তার ব্যবসা ও পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।

হাসানপুর বাজার কমিটির সেক্রেটারি শহিদুল ইসলাম বলেন, ওলিয়ারের অভিযোগের প্রেক্ষিতে গত ০৩-০৯-২১ তারিখে হাসানপুর বাজার কমিটির এক শালিশী বৈঠক অনুষ্ঠিত হয়। শালিশে বাদী-বিবাদীর উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ৪ লক্ষ ১০ হাজার টাকায় মিমাংসা হলে একে অপরের বিরুদ্ধে আর কোন অভিযোগ নেই না মর্মে দেড়শত টাকার স্ট্যাম্পে উভয় পক্ষ ও সাক্ষীগণ সাক্ষর করেন।

এব্যাপারে হাসানপুর কারিগরী মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরী ওলিয়ার রহমান জানান, তিনি সন্তোস দাসকে সুদে নয়, ব্যবসায়ীক পাটনার হিসেবে টাকা দিয়েছিলেন। তার বিরুদ্ধে সুদে কারবারের অভিযোগ সত্য নয়। তবে তিনি বাজার কমিটির মাধ্যমে নগদ ৪ লক্ষ ১০ হাজার টাকা বুঝিয়া পাওয়ার কথা স্বীকার করেন। বাজার কমিটি তার উপর অবিচার করার কারণে পুনরায় তিনি সন্তোষ দাসের কাছে বাকী টাকা ফেরৎ চেয়েছেন।

The post কেশবপুরে ৮লাখ টাকায় সুদে-আসলে ২০ লাখ দিয়েও রেহাই মিলছেনা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZLxafr

প্রাথমিক শিক্ষকের পরকীয়ার তদন্ত সম্পন্ন https://ift.tt/eA8V8J

এসএম বাচ্চু: পরকীয়ার অভিযোগে তালার ডুমুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। তালা উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া গ্রামের মনছোপ গাজীর পুত্র মফিজুল ইসলাম গাজী জেলা শিক্ষা অফিসার বরাবর একটি অভিযোগ করেন গত ০৯-০৯-২০২১ তারিখে। ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত সম্পন্ন করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার।
লিখিত অভিযোগ সূত্রে বলা হয়েছে, সাহাজাতপুর গ্রামের মৃত আরমান মোড়লের পুত্র ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক মোড়ল আমার কন্যাকে প্রাইভেট টিচার হিসেবে পড়ানোর সুবাদে আমাদের বাড়িতে যাতায়াত করতেন। বাড়িতে যাতায়াতের কারণে মফিজুল ইসলামের স্ত্রীর সাথে আব্দুর রাজ্জাক মোড়েল পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পড়েন এবং অবৈধ মেলামেশা করতে থাকেন।

তাদের পরকীয়া আরও সহজতর করতে ওই শিক্ষক ও মফিজুলের স্ত্রীর পরামর্শে মফিজুল ইসলামকে কাজের উদ্দেশ্যে ভারতে পাঠিয়ে দেয়। মফিজুল গাজী ভারতে থাকাস্থায় তার স্ত্রী নগদ ৮০ হাজার টাকা ও স্বর্ণসহ প্রায় ৩-৪লক্ষ টাকার মালামাল ও মফিজুলের জমিজমার যাবতীয় দলিলাদি নিয়ে পিত্রালয়ে চলে যায়। পিত্রালয় থেকে তার স্ত্রী বিগত ১৩-০৫-২১ তারিখে মফিজুলকে খোলা তালাক নামা পাঠিয়ে দেয় তার স্ত্রী।
এমন অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষকে কোন যোগসাজেশ আছে কিনা তার সত্যতা নিরূপন করতে জেলা শিক্ষা অফিসের নির্দেশক্রমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান বুধবার সকাল ১০টায় ডুমুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে তদন্তে আসেন।

তদন্তের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও সাংবাদিক লিয়াকত হোসেন, সাংবাদিক বিএম জুলফিকার রায়হান, ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাকির হোসেন, প্রভাষক এসআর আওয়াল, মেম্বর মনিরুজ্জামান মনি ও বিল্লাল হোসেন প্রমুখ।
এবিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, জেলা শিক্ষা অফিসের নির্দেশক্রমে আমি বিষয়টি নিয়ে তদন্ত করেছি। তদন্তের ফলাফল প্রতিবেদন না পাঠানো পর্যন্ত গোপন রাখা হয়েছে।

The post প্রাথমিক শিক্ষকের পরকীয়ার তদন্ত সম্পন্ন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3kW7WD5

সাতক্ষীরার ভাদড়া ফুটবল ম্যাচে সেমিতে জুয়েল ট্রেডার্স https://ift.tt/eA8V8J

কেড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: সাতক্ষীরার ভাদড়া ফুটবল ম্যাচে ২-০ গোলে মাই ইলেকট্রিককে হারিয়ে জয়লাভ করেছে জুয়েল ট্রেডার্স।
বৃহস্পতিবার বিকালে স্থানীয় ফুটবল মাঠে বিবিএস স্পোর্টিং ক্লাবের আয়োজনে জুয়েল ট্রেডার্স ও মাই ইলেকট্রিকের মধ্যকার খেলার শুরুর ২৫ মিনিটে জুয়েল ট্রেডার্সের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় শাহেদ একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে বিরতিতে যায়।

বিরতির পর খেলার শুরু ১০ মিনিটে জুয়েল ট্রেডার্সের ৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় জাহিদ আরো একটি গোল করে ব্যবধান বাড়ান। রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ২-০ গোলে জয়লাভ করে জুয়েল ট্রেডার্স। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন হাফিজুল ইসলাম (হাফিজ)। তাকে সহযোগিতা করেন একরামুল ও বদরুজ্জামান। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

The post সাতক্ষীরার ভাদড়া ফুটবল ম্যাচে সেমিতে জুয়েল ট্রেডার্স appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3kUpoI1

সদর দলিল লেখক সমিতির প্রয়াত দুই সদস্যের আত্মার মাগফিরাত কামনায় দোয়া https://ift.tt/eA8V8J

সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির দুই সদস্য মো. খলিলুর রহমান (৬০) ও মো. মুনসুর রহমান (৫৬) এর মৃত্যুতে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর সদর দলিল লেখক সমিতির কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে সদর দলিল লেখক সমিতির সভাপতি মো. হায়দার আলীর সার্বিক তত্বাবধানে সাধারণ সম্পাদক শেখ আজাদ হোসেনের সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন রেজিস্ট্রি অফিসপাড়া জামে মসজিদের ইমাম মো. মিজানুর রহমান। দোয়া অনুষ্ঠানে সদর দলিল লেখক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন, কার্যকরী সদস্য মো. হাফিজুর রহমান, শেখ ওমর ফারুকসহ সকল সদস্য, দলিল লেখক ও সহকারিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি

The post সদর দলিল লেখক সমিতির প্রয়াত দুই সদস্যের আত্মার মাগফিরাত কামনায় দোয়া appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ioF58P

দেবহাটা থানার আয়োজনে দুর্গাপূজায় নিরাপত্তা ও ওপেন হাউজ ডে https://ift.tt/eA8V8J

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানার আয়োজনে দুর্গাপূজায় নিরাপত্তার বিষয়ে সকল মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় দেবহাটা থানা মিলনায়তনে মতবিনিময় ও ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ।

প্রধান অতিথি ছিলেন দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার ওসি (তদন্ত) ফরিদ আহমেদ, দেবহাটা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন রতন ও দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। এসময় দেবহাটা ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, নওয়াপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম, দেবহাটা থানার সেকেন্ড অফিসার মোবাশে^র হোসেন, এসআই নুর মোহাম্মদ, এসআই হাফিজ মাহবুব, এএসআই সুজিত বিশ^াসসহ উপজেলার ৫টি ইউনিয়নের ২১টি দুর্গাপূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ বলেন, যাতে সুন্দরভাবে এই উৎসব উদযাপন করা যায় সেজন্য প্রশাসনের পাশাপাশি সকল মন্দির কমিটিকে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রধান অতিথি সিনিয়র এএসপি জামিল আহমেদ বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পুলিশ, বিজিবি, র‌্যাবসহ বিভিন্ন বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তারপরেও সকলকে সতর্ক থাকতে হবে।

The post দেবহাটা থানার আয়োজনে দুর্গাপূজায় নিরাপত্তা ও ওপেন হাউজ ডে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2YdIQHo

দলিত পরিষদ শ্যামনগর শাখার দায়িত্ব হস্তান্তর এবং পরিচিতি সভা https://ift.tt/eA8V8J

বাংলাদেশ দলিত পরিষদ শ্যামনগর শাখার দায়িত্ব হস্তান্তর এবং পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার শ্যামনগর উপজেলার সোনার মোড় এলাকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিত পরিষদ শ্যামনগর শাখার আহবায়ক আলতাফ হোসেন। সদস্য সচিব লহ্মীপদ ঘোষের সঞ্চালনায় শ্যামনগর উপজেলার আহবায়ক কমিটির ১১জন সদস্য উপস্থিত ছিলেন।

এসময় আহবায়ক কমিটির নেতৃবৃন্দ নবগঠিত শ্যামনগর উপজেলা কমিটির সভাপতি কাশিনাথ দাশ ও সাধারণ সম্পাদক সঞ্চয় সরকারের হাতে কমিটির দায়িত্ব হস্তান্তর করেন।
এসময় আলতাফ হোসেন বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে কাজ করে যাবো। পাশাপাশি সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জন্য সকলকে কাজ করার আহ্বান জানান। প্রেসবিজ্ঞপ্তি

The post দলিত পরিষদ শ্যামনগর শাখার দায়িত্ব হস্তান্তর এবং পরিচিতি সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3D3pung

তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা https://ift.tt/eA8V8J

তালা প্রতিনিধি: বৃহস্পতিবার সকালে তালা উত্তরণ আইডিআরটিতে কেন্দ্রীয় পানি কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। উত্তরণের প্রকল্প সমন্বয়কারী জাহিন শামস্ স্বাক্ষরের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় পানি কমিটি নেতা এড. কামরুজ্জামান, আব্দুর রাজ্জাক মলঙ্গী, শেখ আবদুল হান্নান, অধ্যক্ষ এনামুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কওয়ার আলী জোয়ার্দ্দার, ইউপি চেয়ারম্যান মো: নাজমুস শাহাদৎ, ইউপি চেয়ারম্যান মো: মশিউর রহমান, ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায়, মো: রুহুল আমীন, শেখ সেলিম আকতার স্বপন, বীর মুক্তিযোদ্ধা মো: আলাউদ্দীন জোয়ার্দার, সরদার ইমান আলী, সফিকুল ইসলাম, মো: নুরুল হুদা, আব্দুর রউফ বাবু, অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক অচিন্ত্য সাহা, সাংবাদিক মিজানুর রহমান, আনোয়ার হোসেন আকুঞ্জী, পানি কমিটি নেতা মীর জিল্লুর রহমান, মো: তফেজুদ্দীন, গাজী শহীদুল্লাহ, শিবপদ মল্লিক, আশরাফুন নাহার আশা, সাবিনা ইয়াসমিন, গুলশান আরা, রেক্সোনা খাতুন, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, উত্তরণের দিলীপ কুমার সানা, ইকবাল হোসেন লাভলু, ফাওজুল কবীর প্রমুখ। সভায় এ অঞ্চলে জলাবদ্ধতা পরিস্থিতির উপর একটি ভিডিও ডকুমেন্টেশন তৈরি, পানি কমিটি কর্তৃক ভবদহ ও সাতক্ষীরা এলাকা পরিদর্শন এবং তাৎক্ষণিকভাবে সেখানেই প্রেসকনফারেন্স করার সিদ্ধান্ত গ্রহীত হয়। এছাড়া সমস্যা সমাধানের জন্য পানি কমিটি কর্তৃক আগামী নভেম্বর মাসের প্রথম দিকে ঢাকাতে একটি প্রোগ্রাম করার সিদ্ধান্ত নেওয়া হয়।

The post তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3m6tV9G

সুনাম সাতক্ষীরা জেলা কমিটির সভা https://ift.tt/eA8V8J

সুরক্ষা-নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) সাতক্ষীরা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় উন্নয়ন সংগঠন স্বদেশ সাতক্ষীরার নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সুনাম কমিটির সভাপতি এড. সোমনাথ ব্যানার্জী।

মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ¦ল, শরিফুল্ল¬া কায়সার সুমন, ফরিদা আকতার বিউটি, নাগরিক নেতা ওবায়দুস সুলতান বাবলু, কুমুদ রঞ্জন গাইন, দেবজ্যোতি ঘোষ, শারী প্রতিনিধি শিবানী গাইন ও বিনয়কৃষ্ণ রানা প্রমুখ।
সভায় সাতক্ষীরা জেলায় আসন্ন দুর্গাপূজাকালিন আইন শৃঙ্খলা সুরক্ষা, করোনা সতর্কতা এবং শিশু বিবাহ, নারীর প্রতি সহিংসতাসহ উপকূলের মানুষের মানবেতর অবস্থা থেকে উত্তোরণের উপায়সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সদর উপজেলার ১৩টি ইউনিয়নে আসন্ন দুর্গাপূজা ও নির্বাচন একই সাথে অনুষ্ঠিত হওয়ায় সকল স্তরের জনগণের নিরাপত্তা নিশ্চিত বিধানে প্রশাসনের দৃষ্টি কামনা করা হয়। প্রেসবিজ্ঞপ্তি

 

The post সুনাম সাতক্ষীরা জেলা কমিটির সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/39QAx6D

সেই চালককে বাইক উপহার দিলেন রাব্বানী https://ift.tt/eA8V8J

রাজধানীর বাড্ডায় নিজের মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া সেই পাঠাও চালক শওকত আলম সোহেলকে বাইক উপহার দিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

পূর্বঘোষণা অনুযায়ী বুধবার রাতে শওকত আলম সোহেলকে একটি নতুন মোটরসাইকেল উপহার দেন তিনি। এই বাইক দেওয়া কথা গোলাম রাব্বানী তার ভেরিফাইড ফেসবুক পেজে ছবিসহ লিখেছেন। পাঠাও চালক শওকত আলম বাইক পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গোলাম রাব্বানী তার ফেসবুক পোস্টে লেখেন, ‌“টিম পজেটিভ বাংলাদেশের (টিপিবি) পক্ষ থেকে শওকত আলম সোহেল ভাইকে ‘দেশরত্ন শেখ হাসিনার উপহার’ হিসেবে একটি ব্রান্ড নিউ ডিসকভার-১২৫ সিসির মোটরসাইকেল প্রদান করা হয়েছে।”

তিনি আরও লেখেন, ‘এই মহতী উদ্যোগে মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন টিম পজেটিভ বাংলাদেশের সদস্য জাকির হোসাইন, আহমেদ বিন সজিব, মেহেদি হাসান রিমন, মেহেদি ইসলাম, শাকিল নিঝুম রাসেল আহমেদ আদনান রাহান, নাদিম মাহমুদ, শরিফ ওবায়দুল্লাহ এবং এস কে টেডার্সের সত্ত্বাধিকারী মামুন বাজাজ।’

The post সেই চালককে বাইক উপহার দিলেন রাব্বানী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ikC2yw

পাইকগাছার কপোতক্ষ নদ সংলগ্ন দূর্গাপূজার মন্দিরটি এলাকায় সাড়া ফেলেছে https://ift.tt/eA8V8J

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছাঃ পাইকগাছার বোয়ালিয়া মালোপাড়ার কপোতক্ষ নদ সংলগ্ন মন্দিরের দূর্গা পূজা এলাকায় সাড়া ফেলেছে। মন্দিরটি এক মনোরম পরিবেশে অবস্থিত।

সামনে দিয়ে কপোতক্ষ নদ বহমান। পাশে নদের উপর কপোতক্ষ ব্রীজ। তার পাশে বীজ উৎপাদন খামার। চারিদিকে খোলামেলা দৃশ্য। নদের কলকল স্রোতের শব্দ, জেলেদের জাল পেতে মাছ ধরা আর নদে ছুটে চলা নৌযান এ যেন এক অপরুপ দৃশ্য। মন্দিরসহ এলাকার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। সবকিছু মিলে এ যেন এক নৈসর্গিক দৃশ্য।

এ বছরই প্রথম দূর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং মন্দিরের নির্মান কাজ চলমান রয়েছে। মন্দির থেকে ১০/১২ ফুট দুরে কপোতক্ষ নদ। পাশে গাছপালা আর পাখির কলোরবে সবসময় মুখরিত হচ্ছে। এ ব্যাপারে মন্দির প্রতিষ্ঠাতা হিতামপুর গ্রামের লালু বিশ্বাস বলেন,

নিজ উদ্যোগে মন্দির নির্মানসহ এ বছরই প্রথম দূর্গা পূজা অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে কেউ স্বেচ্ছায় দান করলে সেটি তিনি গ্রহণ করছেন। তিনি আরও জানান, জেলে পাড়াটি কপোতক্ষ নদের ভাঙ্গন এলাকা।

পাশে নদের ভাঙ্গন অব্যাহত রয়েছে। ভাঙ্গন রোধে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণ করার দাবী জানিয়েছেন। উল্লেখ্য উপজেলার ১৪৯টি মন্দিরে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। ১১ অক্টোবর দূর্গাপূজা শুরু ও ১৫ অক্টোবর মহা বিজয় দশমির মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।

The post পাইকগাছার কপোতক্ষ নদ সংলগ্ন দূর্গাপূজার মন্দিরটি এলাকায় সাড়া ফেলেছে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3mbYqLx

বাড়ির ছাদে গাঁজা চাষ https://ift.tt/eA8V8J

ঢাকার সাভারে ২৫টি গাঁজা গাছসহ হোসেন আলী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকায় বাড়ির ছাদে টপের মধ্যে দীর্ঘদিন যাবৎ গাঁজা চাষ করে আসছিলেন হোসেন আলী। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে ওই বাড়িতে অভিযান চালিয়ে ২৫টি গাঁজা গাছসহ তাকে গ্রেফতার করা হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কুদ্দুস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকায় অভিযান চালিয়ে ছাদে টপের মধ্যে চাষ করা গাঁজা গাছসহ হোসেন আলী নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান সুজন বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। আমি নিজে উদ্যোগ নিয়ে বিরুলিয়া ইউনিয়নে যারা মাদকের সাথে জড়িত তাদের চিহ্নিত করে পুলিশের সহযোগিতা নিয়ে মাদক নির্মূলে চেষ্টা করে যাচ্ছি।

The post বাড়ির ছাদে গাঁজা চাষ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/39Trd1E

আর ক্ষমা করব না, কড়া বার্তা শ্রাবন্তীর https://ift.tt/eA8V8J

শ্রাবন্তী চ্যাটার্জির নতুন সম্পর্ক এবং বিবাহ বিচ্ছেদ নিয়ে এই মুহূর্তে তোলপাড় টলিউড। একদিকে ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন, অন্যদিকে শ্রাবন্তীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনছেন তার সাবেক স্বামী রোশন সিং। সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করেছেন রোশন। ব্যক্তিগত জীবনে শ্রাবন্তীকে ঘিরে সম্পর্কে নির্দ্বিধায় একাধিক অভিযোগ এনেছেন তিনি।

একটি ইনস্টাগ্রাম পোস্ট করেছিলেন রোশন। যার বাংলা অর্থ, ‘প্রতারণা করতে গিয়ে ধরা পড়েছ? এরপরেও বলছ যে তুমি ছাড়া বাকি সবার দোষ?’ অর্থাৎ আকার ইঙ্গিতে যে এই অর্থবহ পোস্ট শ্রাবন্তীর জন্য তা বুঝতে বিশেষ দেরি হয়নি কারও।

এরপরেই এক সংবাদমাধ্যমের কাছে রোশন বলেন, তার শরীর নিয়ে বিশ্বস্ত বন্ধুদের কাছে বাজে কথা বলেছেন শ্রাবন্তী। তার মুখ থেকে নিজের কানে কিছু না শুনলেও, বন্ধুদের কথা বিশ্বাস করেছেন রোশন। তিনি আরও বলেন, শ্রাবন্তী ঘনিষ্ঠ মহলে আমার শারীরিক অক্ষমতার কথা বলেছেন। এমন বিস্ফোরক মন্তব্যের পরেই নেট মাধ্যমে কড়া বার্তা দিলেন শ্রাবন্তী।

অভিনেত্রী সরাসরি জানালেন, জীবনের চলার পথে মানুষ চিনতে চিনতে এগিয়েছেন তিনি। এখন আর কাউকে সহজে ক্ষমা করবেন না তিনি।

অজ্ঞাত পরিচয়ের কোনও লেখকের লেখা কয়েকটি লাইন ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে শ্রাবন্তী লিখেছেন, ‘মেয়েটি এক সময়ে ক্ষমা করতে জানত। তখন তার মন বড় ছিল। মানুষের হাত ছেড়ে দেওয়া কাকে বলে, সে জানত না। কারণ সে তার ভালবাসার মানুষের মধ্যে কেবল ভালটুকুই দেখতে পেত। কিন্তু যেদিন থেকে সেই মানুষগুলি তার মনে আঘাত করল, মেয়েটিও তাদের হাত ছেড়ে দিতে শিখল।’

নিচে লেখা সাহসী মেয়ে। অর্থাৎ যাবতীয় প্রতিকূলতা সরিয়ে যেভাবে তিনি এগিয়ে চলেছেন, তাতে নিজেকেই ‘সাহসী’ আখ্যায়িত করলেন শ্রাবন্তী।

The post আর ক্ষমা করব না, কড়া বার্তা শ্রাবন্তীর appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ARp2rk

ইউপি নির্বাচন ও দুর্গাপূজার নিরাপত্তায় সতর্ক পুলিশ https://ift.tt/eA8V8J

ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ও দুর্গাপূজা সামনে রেখে সারা দেশে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের সতর্ক থাকতে বলেছে পুলিশ সদর দফতর। যেসব এলাকায় ইউপি নির্বাচন হবে ওইসব জেলার এসপিদের বিশেষ সতর্কতার পাশাপাশি গ্রাম, পাড়া-মহল্লায় টহল ও তল্লাশি বাড়াতে বলা হয়েছে।

এদিকে আসন্ন দুর্গাপূজার সময় পূজামন্ডপসহ সামগ্রিক নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করতে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা ডাকা হয়েছে। এতে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিসহ আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধি ও হিন্দু ধর্মীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ওই সভার পর পুলিশ সদর দফতর আলাদা সভা করে দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বিষয়ে প্রয়োজনীয়

পরিকল্পনা চূড়ান্ত করবে। জানা গেছে, দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপিতে নির্বাচনের তফসিল গতকাল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী সপ্তাহেই তৃতীয় ধাপে নির্বাচনের তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানিয়েছে কমিশন। যেসব এলাকায় ইউপি নির্বাচন হবে সেখানে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি আধিপত্য বিস্তার, হামলা-পাল্টা হামলা, দাঙ্গা-হাঙ্গামাসহ সন্ত্রাসী কর্মকান্ড ও কেন্দ্র দখলের মতো অপরাধ ঘটতে পারে।

এই আশঙ্কায় সম্প্রতি পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় আইজিপি বলেন, ‘কয়েক দিন পরই ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার, বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহারসহ আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে। তাই এখন থেকেই এ বিষয়ে প্রস্তুতি নিতে হবে। সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারদের এ বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়।

এ বিষয় পুলিশ সদর দফতরের ডিআইজি (অপরারেশন ও প্লানিং) মো. হায়দার আলী খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘স্থানীয় পরিস্থিতির ওপর নির্ভর করে ইউপি নির্বাচনের নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়। মাঠ পুলিশকে সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা সদস্যের একটি চাহিদা দেওয়া হয়।

এর বাইরে পুলিশের একটি নিজস্ব নিরাপত্তা পরিকল্পনা থাকে। নির্বাচন কেন্দ্রিক সহিংসতা ও ঝুঁকির বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন থাকলে সেগুলো আমলে নিয়ে মাঠ পর্যায়ে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়।’ তিনি আরও বলেন, ‘ইউনিয়ন পরিষদে সহিংসতার বিষয়টি নির্ভর করে প্রার্থীদের আচরণের ওপর। আমরা সার্বিক বিষয়ে সতর্ক আছি।

পুলিশ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার সদস্যরাও নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত থাকেন।’ এদিকে ১১ অক্টোবর সারা দেশে শুরু হবে সনাতন ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এবার ৩০ হাজারের বেশি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। পূজামন্ডপসহ হিন্দু ধর্মের অনুসারীদের এই ধর্মীয় উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশকে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এবার দুর্গাপূজায় বড় ধরনের কোনো হুমকি নেই।

The post ইউপি নির্বাচন ও দুর্গাপূজার নিরাপত্তায় সতর্ক পুলিশ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Y4D62J

দেবহাটার স্কুল ছাত্রী পূর্ণিমা হত্যার ঘটনায় জড়িত পার্থ’র শাস্তি দাবীতে মানববন্ধন https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক:  সাতক্ষীরার দেবহাটা উপজেলার এ.কে.এম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর স্কুল ছাত্রী পূর্ণিমা রানী দাশকে ধর্ষনের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনায় জড়িত ধর্ষক পার্থ মন্ডলের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলন জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভোতোষ রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক দুলাল চন্দ্র দাশ, নিহতের বাবা শান্তি রঞ্জন দাশ, মা চায়না দাশ, বোন প্রতিমা রানী দাশ, বান্ধবী সুধা রানী,

সুন্দবন ফাউন্ডেশনের নির্বাহি পরিচালক আফজাল হোসেন, কালিগঞ্জ মিডা সংস্থার সহ-সভাপতি পার্বতী রানী দাশ,আশাশুনি মৌমাছি ফাউন্ডেশনের নির্বাহি পরিচালক সুশান্ত মল্লিক, দেবহাটর পারুলিয়ার প্রভা সংস্থার নির্বাহি পরিচালক শামিম আক্তার কুলসুম প্রমুখ।

বক্তারা বলেন, দেবহাটা উপজেলার টিকেট গ্রামের স্কুল ছাত্রী পূর্ণিমা দাসকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ শেষে গলায় ক্যাবল পেঁচিয়ে হত্যা তার প্রেমিক একই গ্রামের একই গ্রামের শিবপদ মন্ডলের ছেলে প্যারা মেডিক্যালে অধ্যয়নরত ছাত্র পার্থ মন্ডল। পরদিন শুক্রবার সকালে বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাড়ির সবজি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওইদিন রাতে পূর্ণিমার বাবা শান্তি রঞ্জন দাস দেবহাটা থানায় পার্থকে আসামী করে একটি মামলা করেন। পুলিশ এ মামলায় শনিবার রাতে ভারতে পালিয়ে যাওয়ার সময় পার্থকে সদর উপজেলার বৈকারী সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে। বক্তারা এ সময় স্কুল ছাত্রী পূর্ণিমা রানী দাশকে ধর্ষনের পর শ^াসরোধ করে হত্যার ঘটনায় জড়িত পার্থ মন্ডলের দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবী জানান।

The post দেবহাটার স্কুল ছাত্রী পূর্ণিমা হত্যার ঘটনায় জড়িত পার্থ’র শাস্তি দাবীতে মানববন্ধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3zW4U6e

জাতীয় কন্যাশিশু দিবস আজ https://ift.tt/eA8V8J

 

 

আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় কন্যাশিশু দিবস। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বুধবার (২৯ সেপ্টেম্বর) থেকে আগামী ৫ অক্টোবর পর্যন্ত শিশু অধিকার সপ্তাহের মধ্যে ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যাশিশু দিবস পালনে কর্মসূচি দিয়েছে।

প্রসঙ্গত, পৃথিবীজুড়ে লিঙ্গবৈষম্য দূর করতে ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন করা হয়। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো প্রতিবছর এ দিবসটি পালন করে থাকে। তবে বিভিন্ন দেশ বিভিন্ন দিনে দিবসটি পালন করে থাকে। বাংলাদেশে দিবসটি পালন করা হচ্ছে ৩০ সেপ্টেম্বর।

এ বছর জাতীয় কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য হচ্ছে— ‘আমরা কন্যাশিশু-প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’। দিবসের সরকারি সূচি হিসেবে মহিলা বিষয়ক অধিদফতরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

মন্ত্রণালয় জানায়, পুরুষতান্ত্রিক সমাজে কন্যাশিশুর জন্ম অধিকাংশ ক্ষেত্রেই অনাকাঙ্ক্ষিত হিসেবে বিবেচিত হয়। বিশেষ করে গ্রামীণ সমাজ ব্যবস্থায় কন্যাশিশুর জন্মকে বাড়তি বোঝা হিসেবে বিরক্তির সঙ্গে গ্রহণ করা হয়। এ দৃষ্টিভঙ্গির কারণে শিক্ষিত, সচেতন, কর্মদক্ষ একজন পরিপূর্ণ মানুষ হিসেবে বেড়ে ওঠার সুযোগ থেকে তারা অনেকাংশেই বঞ্চিত হয়। এই প্রেক্ষাপটে ২০১১ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস প্রস্তাব উত্থাপিত হয়। ২০১২ সালে জাতিসংঘের রেজুলেশনের মাধ্যমে ইন্টারন্যাশনাল ডে অফ গার্ল চাইল্ড ঘোষণা করা হয়।আর্ন্তজাতিকভাবে শিশু অধিকার সপ্তাহ শুরু হয় ২৯ সেপ্টেম্বর থেকে।

২০০০ সালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কন্যাশিশু দিবস পালনের আদেশ জারি করে। আদেশে বলা হয়, শিশুঅধিকার সপ্তাহের (২৯শে সেপ্টেম্বর হতে ৫ অক্টোবর) মধ্যে একটি দিন অর্থাৎ ৩০ সেপ্টেম্বর কন্যাশিশু দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০০০ সালের ৪ জুন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ কন্যাশিশুর অধিকার রক্ষা ও তাদের বিকাশের বিষয়টিকে বৃহত্তর সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার লক্ষ্যে কন্যাশিশু দিবস পালনের প্রস্তাব করে। প্রায় ৫৪টি বেসরকারি সংস্থা, সামাজিক সংগঠন এবং কয়েকজন বিশিষ্ট ব্যক্তি, যারা কন্যাশিশুর অধিকার রক্ষায় কাজ করেছিলেন এ প্রস্তাবকে সমর্থন করেন। এরই ফলশ্রুতিতে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম নামে একটি ফোরাম গঠিত হয়।

The post জাতীয় কন্যাশিশু দিবস আজ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3zVuoRh

পিবিআইয়ের প্রতিবেদনে নাসির-তামিমার বিয়ে অবৈধ https://ift.tt/eA8V8J

 

ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিয়ে বৈধ উপায়ে হয়নি। তামিমা ও রাকিব হাসানের বিবাহবিচ্ছেদ সংক্রান্ত নথি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। রাকিব হাসানকে ডিভোর্স না দিয়েই তামিমা সুলতানা তাম্মি ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রতিবেদনে (পিবিআই) এসব বিষয় উঠে এসেছে।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে এ প্রতিবেদন দাখিল করা হবে। পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান এ প্রতিবেদন দাখিল করেছেন।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ডিভোর্স পেপার ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন আদালত।

ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে তামিমার সাবেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন।

রাকিবের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান বলেন, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি বাদীর (রাকিব হাসান) সঙ্গে ১ নম্বর আসামি তামিমা সুলতানার ইসলামী শরীয়ত মোতাবেক ৩ লাখ এক টাকা দেনমোহরে বিয়ে এবং রেজিস্ট্রি হয়। বিয়ের পর থেকে তারা স্বামী-স্ত্রী হিসেবে সংসার করতে থাকেন। তাদের তোবা হাসান নামে এক মেয়ে রয়েছে। যার বর্তমান বয়স ৮ বছর।

মামলা সূত্রে আরও জানা যায়, তামিমা পেশায় একজন কেবিন ক্রু। তিনি সৌদি এয়ারলাইন্সে কর্মরত রয়েছেন। চাকরির সুবাদে তিনি ২০২০ সালের ১০ মার্চ সৌদিতে গিয়েছিলেন। মহামারির কারণে জরুরি অবস্থা সৃষ্টি হইলে সেখানেই অবস্থান করেন। এ সময় ফোন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাকিবের সঙ্গে তার যোগাযোগ হতো।

মামলায় বলা হয়, ‘চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি তামিমার সঙ্গে ২ নং আসামির (ক্রিকেটার নাসির) কথিত বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তা বাদীর নজরে আসে। বাদী এই ধরনের ছবি দেখে হতবাক হয়ে যান। পরবর্তীতে পত্রিকায় এই বিষয়ে সংবাদ দেখে তিনি ঘটনার বিষয় নিশ্চিত হন।’

এ ছাড়া তাদের গায়ে হলুদ ও বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান যথাক্রমে ১৭ ও ২০ ফেব্রুয়ারি সম্পন্ন হয়। যা ইতোমধ্যে বিভিন্ন সংবাদে প্রকাশিত হয়েছে।

মামলার অভিযোগে আরও বলা হয়, ‘তামিমা বাদীর সঙ্গে বিয়ের সম্পর্ক চলমান থাকাবস্থায় নাসিরের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। নাসির বাদীকে ফোন করে জানান যে সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে তিনি অবগত এবং তার নিকট তামিমা আছেন। বাদীর সঙ্গে বিয়ের সম্পর্ক চলমান থাকাবস্থায় তামিমার নাসিরকে বিয়ে করা যা ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইনে সম্পূর্ণ অবৈধ। আসামির সঙ্গে তিনি অবৈধ বিয়ের সম্পর্ক দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন, যা নিকৃষ্ট ব্যভিচার।’

অভিযোগে আরও বলা হয়, ‘আসামিদের এরূপ অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে বাদী ও তার শিশু কন্যা মারাত্মকভাবে মানসিক বিপর্যস্ত হয়েছেন। আসামিদের এহেন কার্যকলাপে বাদীর চরমভাবে মানহানি হয়েছে যা বাদীর জন্য অপূরণীয় ক্ষতি।’

 

The post পিবিআইয়ের প্রতিবেদনে নাসির-তামিমার বিয়ে অবৈধ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3F5tJ39

Wednesday, September 29, 2021

শেখ হাসিনার জন্মদিন পৌর আওয়ামী লীগের দোয়া https://ift.tt/eA8V8J

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সুলতানপুর সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর সহযোগিতায় অনুষ্ঠানে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ শাফি আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক শামীমা পারভীন রতœা, শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: সুব্রত ঘোষ, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন সামস্, সদস্য ইসমত আরা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, কাজী ফিরোজ হাসান, রাশেদুজ্জামান রাশি, খন্দকার আরিফ হাসান প্রিন্স, শেখ আব্দুর রশিদ, সুলতানপুর সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর সভাপতি শেখ আনছার আলী, পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিলন, আনারুল ইসলাম রনি, আবুল বাসার পিয়ার, শফিকুজ্জামান পারভেজ, তুহিন প্রমুখ। দোয়া পরিচালনা করেন সুলতানপুর জামে মসজিদের মোয়াজ্জিম মেহেদী হাসান। প্রেসবিজ্ঞপ্তি

 

The post শেখ হাসিনার জন্মদিন পৌর আওয়ামী লীগের দোয়া appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3CP6mJs

সাতক্ষীরার ৫লক্ষাধিক শ্রমিকের নেই নিয়োগপত্র দেওয়া হয়না ক্ষতিপূরণ, মানা হয়না শ্রম আইন https://ift.tt/eA8V8J

এসএম শহীদুল ইসলাম: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গার একটি তেল কলকারখানার শ্রমিক এনায়েত উল্যাহ্ (ছদ্মনাম)। তিনি জানান, কলকারখানাটিতে ৮জন শ্রমিক কাজ করেন। তবে কর্মক্ষেত্রে তাদের নেই কোন পরিচয়পত্র, নেই নিয়োগপত্র। তারা পাচ্ছে না শ্রম অধিকার। তারা আছেন ঝুঁকিতে। তবুও জীবন জীবিকার তাগিদে শ্রম বিকাতে হচ্ছে। এ অবস্থা শুধু এনায়েত উল্যাহর একার নয়। এ অবস্থা জেলার বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ, লেদ, ওয়েল্ডিং, ডেকোরেটর, মোটরগ্যারেজ, গৃহনির্মাণ, ইটেরভাটা, ধান-চাল চাতাল, চাল মিল, করাত কল, তেল মিল, শপিং সেন্টার, বিপনী-বিতান, পরিবহন, বেসরকারি ক্লিনিকসহ বিভিন্ন কল-কারখানার ৫ লক্ষাধিক শ্রমিকের। ঝুঁকিপূর্ণ কাজের সাথে জড়িয়ে পড়া এসব শ্রমিকরা হাড় ভাঙা পরিশ্রম করেও পায় না তাদের ন্যায্য অধিকার। শারিরীক নির্যাতন, গালিগালাজ তো আছেই। জীবন ও জীবিকার তাগিদে নামমাত্র মজুরিতে কাজ করতে হয় তাদের।

নাম প্রকাশে অনিচ্ছুক সাতক্ষীরা জেলা সদরের ব্রহ্মরাজপুর এলাকার কয়েকজন ধান-চালের চাতাল শ্রমিক জানান, চাতালে কাজ করেই তাদের সংসার নির্বাহ হয়। বছরের ৯ মাসই কাটাতে হয় চাতালে। অথচ মিল মালিকদের পক্ষ তাদের কোন নিয়োগপত্র কিম্বা পরিচয়পত্র দেওয়া হয়না। যে কারণে তারা জানেই না সরকারিভাবে তাদের মজুরি কত। তারা জানেই না তাদের অধিকার কতটুকু। তারা জানান, ধান সিদ্ধ করার বয়লার ব্লাস্ট হলে মৃত্যু নিশ্চিত। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। রাইচ মিলের ফিতায় হাত লেগে আহত হয়েছেন অনেকেই। কিন্তু তাদের চিকিৎসা খরচ নিজেদেরই করতে হয়েছে। কোন মালিক তাদের পাশে দাঁড়ায়নি। একই কথা বলেন স’ মিলের কয়েকজন কর্মচারী। তারাও ঝুঁকি নিয়ে কাজ করেন। তাদের নেই নিয়োগপত্র।

সিরাজুল ইসলাম নামের একজন বাস চালক জানান, তিনি ৩০ বছর ধরে সাতক্ষীরা-আশাশুনি সড়কে বাসের ড্রাইভার হিসেবে কাজ করছেন। বাস মালিকের অধীনে তিনি চাকরি করলেও জীবনে নিয়োগপত্র কী জিনিস তা চোখে দেখেননি। তবে শ্রমিক ইউনিয়ন থেকে তার পরিচয়পত্র আছে। আছে লাইসেন্সও। মহামারি করোনাকালে বাস বন্ধ থাকায় মালিকের পক্ষ থেকে কোন সাহায্য-সহযোগিতা পাননি তিনি। এক বছর ছয় মাস তিনি বেকার। করোনাকালীন সময়ে দুর্বিসহ জীবন অতিবাহিত করতে হয়েছে। ড্রাইভারের চাকরি ছেড়ে তিনি এখন চা-পান বিক্রি করে সংসার নির্বাহ করছেন। সিরাজুল ইসলাম বলেন, এ অবস্থা শুধু তার একার নয়, তার মতো শতশত শ্রমিক মালিকের পক্ষ থেকে কোন নিয়োগপত্র পায় না। পায় না কোন বিপদকালীন সুবিধা। অনেকেই পেশা বদল করে স্বাধীন পেশায় চলে যাচ্ছে বলে জানান তিনি।

এদিকে পরিবহন ও মিল মালিকদের সাথে কথা বলে জানা গেছে, শ্রমিকরা নিয়োগপত্র চায় না। হয়তো অনেকেই জানেই না। আবার অনেকে নিতে চায় না। নিয়োগপত্র নিতে না চাওয়ার কারণ জানতে চাইলে মালিকরা বলেন, শ্রমিকরা মনে করেন নিযোগপত্র নিলে তাদের শর্ত মানতে হবে। অন্যত্র কাজ করা যাবে না। ইচ্ছেমত যাওয়া-আসা করা যাবে না। মালিকের নির্দেশ মানতে হবে ইত্যাদি। তাই তারা নিয়োগপত্র না নিয়ে চুক্তিভিত্তিক কাজ করতে আগ্রহী। এদিকে শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, দেশের শ্রম আইন অনুযায়ী নিয়োগদাতা চাইলে মহামারির সময়ে কাজ বন্ধ করে দিতে পারেন এবং ব্যয় সংকোচনের উদ্দেশ্যে কর্মীদের অব্যাহতি দিতে পারেন। তবে সেক্ষেত্রে কর্মীদের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। এক সমীক্ষায় দেখা গেছে, ৫০০ থেকে আড়াই হাজার শ্রমিকের কারখানাকে মধ্যম এবং আড়াই হাজারের বেশি শ্রমিকের কারখানাকে বড় কারখানা হিসেবে বিবেচনা করা হয়।

একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বলছে, মধ্যম আকারের কারখানাগুলোর মাঝে ৮৪ শতাংশ এবং সব বড় কারখানাগুলোতে শুধু শ্রমিকদের মাসিক বেতন দেওয়া হয়। তাদের বকেয়াগুলো এবং আইন অনুযায়ী কোনো ক্ষতিপূরণ দেওয়া হয় না। সমীক্ষাটি বলছে, ২০২০ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে চাকরি হারিয়েছেন প্রায় ১৪ শতাংশ শ্রমিক। সিপিডির গবেষণার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, ‘প্রায় ষাট শতাংশ কারখানা তাদের শ্রমিক সংকোচন করেছে। বাকি কারখানাগুলো শ্রমিক ছাঁটাই করেছে, অথবা তাদের শ্রমিকের সংখ্যা বাড়ায়নি। ২০২০ সালের অক্টোবর ও নভেম্বরের মাঝামাঝিতে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ৬১০টি ছোট থেকে মাঝারি কারখানার ওপর সমীক্ষা চালিয়ে জানতে পারে, ৯৬ দশমিক চার শতাংশ কারখানায় শ্রমিক সংকোচনের সময় ক্ষতিপূরণের আইনগুলো ঠিক মতো মানা হয় না।

এদিকে সম্প্রতি এ্যাকশন এইডের সহযোগিতায় হেড’র বাস্তবায়নে এবং দৈনিক পত্রদূতের আয়োজনে মিডিয়া ক্যাফের আলোচনায় বক্তারা বলেছেন, বেশিরভাগ কারখানা কর্মীদের ছাঁটাই ও চাকরিচ্যুত করার নিয়মগুলো সঠিকভাবে মানা হয় না। ডিআইএফই-এর দেওয়া নির্দেশ অনুযায়ী কোনো কারখানা যদি প্রণোদনা প্যাকেজের আওতায় ভর্তুকিসহ ঋণ সুবিধা নিয়ে থাকে, তাহলে তারা কর্মী সংকোচন বা ছাঁটাই করতে পারবে না। তবে বেশিরভাগ কারখানা এই নির্দেশটি মানছে না। ২০২০ সালে কয়েক হাজার শ্রমিক বকেয়া বেতন ও সুবিধা আদায়ের উদ্দেশ্যে বিক্ষোভ করেন। বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা বেতন এবং ওভারটাইম ও অন্যান্য প্রাপ্য টাকার দাবিও জানান। গত বছর মে মাসে জেলায় অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের প্রণোদনার অর্থ প্রদান ও ত্রাণের দাবিতে মানববন্ধন করেছিল কয়েকটি সংগঠন। মানববন্ধনে বলা হয়েছিল, জাতীয় শ্রমিক ফেডারেশন, রং পালিশ শ্রমিক, ইলেক্ট্রিশিয়ান, রেস্তোরাঁ, বোর্ড ফার্নিচার, টাইলস মোজাইক, স্বর্ণ ছাই শ্রমিক, দর্জি, রিকসা-ভ্যান, সংবাদপত্র বিক্রেতা, ইটভাটা, মাছের কারখানা, কাঁকড়া ডিপো, ওয়েলডিং শ্রমিকসহ সাতক্ষীরা শহরের প্রায় সাড়ে ১৫ হাজার শ্রমিক কর্মহীন হয়ে তারা তাদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করে। জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি এড. ফাহিমুল হক কিসলুর নেতৃত্বে শ্রমিক নেতৃৃবৃন্দ সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মো. বদিউজ্জামানের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও পেশ করেছিলেন।

এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে ২০১৮-১৯ অর্থ বছরে জেলায় মোট জনসংখ্যা ২৩ লক্ষ ১৭ হাজার ১৫৮ জন। নিয়মানুযায়ী দেশে প্রতি বছরে জনসংখ্যা ৫ ভাগ বৃদ্ধি পায়। সেই হিসাব মতে ২০১৯-২০২০ অর্থবছরে সাতক্ষীরা জেলায় লোক সংখ্যা দাঁড়ায় ২৪ লক্ষ ৩৩ হাজার ১৫জন। (জনসংখ্যা সুত্র: পকেট বুক-২০১৬)।

খাদ্য পরিস্থিতি ২০১৮-১৯ অনুযায়ী সাতক্ষীরা জেলায় ১৭ লক্ষ ৯২ হাজার ৭৫৩ জন কৃষির সাথে জড়িত। তাদের পরিবার সংখ্যা ৩ লক্ষ ৫৮ হাজার ৫৫০টি। শ্রমিক ও মৎস্যজীবীসহ অন্যান্য পেশায় জড়িত রয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৪০৫ জন। যাদের পরিবারের সংখ্যা দাঁড়ায় এক লক্ষ ৪ হাজার ৮৮১। সর্বমোট সাতক্ষীরা জেলায় ৪ লক্ষ ৬৩ হাজার ৪৩১টি পরিবার রয়েছে। তবে একটি পরিবারে ৪ জন সদস্য ধরলে পরিবারের সংখ্যা দাঁড়ায় ৫ লক্ষ ৭৯ হাজার ২৮৯টি। জেলা কৃষি বিভাগের হিসাব মতে জেলায় ৩ লক্ষ ৮১ হাজার ৭৩০ হেক্টর জমি আছে। এসব জমিতে ৩ লক্ষ ৫৮ হাজার ৫৫০টি পরিবার কৃষি কাজ করে থাকে। এরমধ্যে ভূমিহীন চাষীর পরিবার ৬৭ হাজার ২৩০টি, প্রান্তিক চাষীর পরিবার এক লক্ষ ৩১ হাজার ৩৭টি, ক্ষুদ্র চাষীর পরিবার রয়েছে এক লক্ষ ৯৫৭টি, মাঝারি চাষীর পরিবার  ৪৪ হাজার ৮৪২টি এবং বড় চাষীর পরিবার রয়েছে ১৪ হাজার ৪৮৪টি।

 

 

 

 

 

The post সাতক্ষীরার ৫লক্ষাধিক শ্রমিকের নেই নিয়োগপত্র দেওয়া হয়না ক্ষতিপূরণ, মানা হয়না শ্রম আইন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ilojrb

পৌর ৭নং ওয়ার্ড আ.লীগের আয়োজনে আলোচনা ও দোয়া https://ift.tt/eA8V8J

 

জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: রেজাউল করিমের সভাপতিত্বে মঙ্গলবার রাতে ওয়ার্ড আ’লীগের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা শেষে নেত্রীর জন্মদিনের কেক কাটেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: শাহাদাৎ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, ওয়ার্ড আ’লীগ নেতা মোহাম্মদ আলী, আবুল কালাম পুটে, জিয়াউর রহমান জিয়া, জমিদার মুনছুর, সেলিম, রাজ্জাক, মাছ রশিদ, নাঈম, সুরজ প্রমুখ।

The post পৌর ৭নং ওয়ার্ড আ.লীগের আয়োজনে আলোচনা ও দোয়া appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3F2td62

সাতক্ষীরা সদরের ১৩ ইউপিতে ভোট ১১ নভেম্বর https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: অবশেষে সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১৩টিতে ভোটের খবর দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ১১ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন দেশের ৮৪৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। তবে ঘোষিত তফসিল অনুযায়ী সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নে এদিন ভোট গ্রহণ করা হবে না। এদিন সাতক্ষীরা সদরের ১৩ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন বুধবার (২৯ সেপ্টেম্বর) দ্বিতীয় ধাপের এই ভোটের তফসিল ঘোষণা করেছে। এ ধাপের ভোটে ৮৪৮টি ইউপির মধ্যে ২০টিতে ভোট হবে ইভিএমে (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন)। বাকিগুলোতে ভোট হবে কাগুজে ব্যালটে। সাতক্ষীরা সদরের যেসব ইউপিতে ভোট হবে। সেগুলো হচ্ছে: বাঁশদহা, কুশখালী, বৈকারি, ঘোনা, শিবপুর, ভোমরা, ধুলিহর, ব্রহ্মরাজপুর, আগরদাড়ী, ঝাউডাঙ্গা, বল্লী, লাবসা ও ফিংড়ি ইউনিয়ন।

এদিকে দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন দলের নেতাদের মধ্যে নৌকা প্রতীক পেতে শুরু হয়েছে দৌড়ঝাপ। ভোটারদের বেড়েছে কদর। দেখা হলেই নেতারা দিচ্ছেন সালাম ও শুভেচ্ছা। বিপদে-আপদে পাশে দাঁড়াচ্ছেন। মুসলিম কেউ মারা গেলে জানাজায় যাচ্ছেন। সনাতন ধর্মের হলে যাচ্ছেন শ্মশানে। উগ্র মনোভাব বর্জন করে কেউ কেউ অতি বিনয়ী হচ্ছেন। কথা-বার্তায় ও আচার-আচরণে আনছেন পরিবর্তন। তৃণমূলের নেতা-কর্মীদের কদর এখন তুঙ্গে। গরীবের সংসদ চায়ের দোকানে উঠছে আলোচনা-সমালোচনার ঝড়। পাওয়া না পাওয়ার সমীকরণ মেলাচ্ছেন চায়ের কাপে চুমুক দিয়ে। আশায় বুক বাঁধছেন প্রার্থীরা। আশ্বাসে ভরে দিচ্ছেন ভোটার ও কর্মীদের মন। হাল ছাড়ছেন না কেউ। সবাই তাকিয়ে দলীয় হাই-কমান্ডের দিকে।

The post সাতক্ষীরা সদরের ১৩ ইউপিতে ভোট ১১ নভেম্বর appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3usgjts

নারী শ্রমিকদের ন্যায্য মজুরির ব্যবস্থা করতে হবে https://ift.tt/eA8V8J

কৃষ্ণ ব্যানার্জী: বিয়ের তিন বছরের মাথায় সড়ক দুর্ঘটনায় স্বামীকে হারিয়ে একমাত্র পুত্রকে জড়িয়ে বাঁচার স্বপ্ন দেখছিলাম। কিন্তু স্বামীর মৃত্যুর পর স্বামীর ভাইয়েরা কেউই দাযত্বি না নেওয়ায় পৃথিবীটা যেন শূন্যের মরুভূমিতে পরিণত হয়।

তাই স্বামীর মৃত্যুর মাত্র দেড় মাস পর থেকে শুরু হয় অন্যের ক্ষেত খামারে দিনমজুরির কাজ। প্রথমেই অল্প বয়সে শিশু সন্তান থাকায় কাজে নিতেন না অনেকেই। বলতো তোর কোলে শিশু বাঁচ্চা তুই কি কাজ করতে পারিস বলে অনেকেই তাড়িয়ে দিত। অন্য নারী শ্রমিককে সকাল ৮ থেকে ১টা পর্যন্ত ১৬০ টাকা দিলেও আমাকে দেওয়া হত একশত টাকা। বলছি ন্যায্য মজুরি থেকে বঞ্চিত নারী দিনমজুর পার্বতী গাইন (২৭) এর কথা। বাবার অভাব-অনটনের কারণে কোনো রকম এসএসসি পাশের পর আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গা গ্রামের পবিত্র গাইনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ২০১৩ সালে। বিয়ের তিন বছর পর দেড় বছরের বয়সের ছেলে পৃতমকে রেখে ঢাকায় একটি এনজিওতে চাকরি করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যায় স্বামী। আর স্বামীর মৃত্যুর পর শুরু হয় বিভিন্ন রকম প্রতিবন্ধকতা।

শুধু পার্বতী নয়, আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শতশত নারী রয়েছে যারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে। যেমন চাপড়া গ্রামের জাহানারা খাতুন, ফাহিমা খাতুন, পারভীন সুলতানা, জাকিয়া, ফতেমা, রতœা , মোসলেমা, জোসনাসহ অসংখ্য নারী রয়েছে যারা দিন মজুর, শ্রমিক হোটেল, কৃষক শ্রমিক, গৃহ নির্মাণ, হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ করছে। কিন্তু এসব শ্রমজীবী নারী শ্রমিকরা হাড় ভাঙা পরিশ্রম করেও পায় না তাদের ন্যায্য বেতন। এছাড়া গার্মেন্টস খাতে ৩০ শতাংশ নারী শ্রমিককে এখনও শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে। পদোন্নতির পাশাপাশি বৈষম্য রয়েছে মজুরির ক্ষেত্রে। এই খাতে কর্মরত বেশিরভাগ নারী শ্রমিক মজুরি বৈষম্যের শিকার।

অ্যাকশনএইড পরিচালিত এক জরিপে দেখা যায়, জীবনধারণের উপযোগী মজুরির মাত্র ১৪ শতাংশ পান বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকেরা, যা প্রতিযোগী দেশগুলোর তুলনায় সবচেয়ে কম। চীনের শ্রমিকেরা জীবনধারণের উপযোগী মজুরির ৩৪ শতাংশ পান। ভারত, ভিয়েতনাম ও ফিলিপাইনে এই হার যথাক্রমে ২৭, ৩৯ ও ৩২ শতাংশ। যখন এই জরিপ করা হয় তখন বাংলাদেশে তৈরি পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ছিল ৩ হাজার টাকা। ২০১৩ সালে গঠিত মজুরি বোর্ড শ্রমিকদের মজুরি বাড়িয়ে করে ৫ হাজার ৩০০ টাকা। এই টাকা দিয়ে বর্তমান বাজারে কোনো শ্রমিকের পক্ষে জীবনধারণ করা সম্ভব নয়।

অর্থনীতি বিশেষজ্ঞরা¬ বলছেন, সরকারি উদ্যোগে ন্যুনতম মজুরি নির্ধারণ করা হয়ে থাকে শুধু প্রাতিষ্ঠানিক খাতে। ঝুঁকিপূর্ণ শ্রম নিরসন, শিশুশ্রম নির্মূল করা, নারী ও পুরুষ শ্রমিকের বেতনবৈষম্য দুর করাসহ সরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগের সুফল কেবল প্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরাই পেয়ে আসছেন। অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রম আইনের বাস্তবায়ন নিশ্চিত করতে কোনো কর্তৃপক্ষই নেই। অপ্রাতিষ্ঠানিক খাতকে লাইসেন্সের আওতায় এনে নজরদারি বাড়ানো উচিত বলে মনে করেন তারা।

জেলা শ্রমিক আন্দোলন সাতক্ষীরার আহবায়ক ফাহিমুল হক কিসলু বলেন, কষ্টের বিষয় জেলায় শ্রমিকদের কোন ডাববেজ নেই। জেলায় ৫-৬লক্ষ শ্রমিক বিভিন্ন অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করছে। এরমধ্যে ৩০ থেকে ৪০% নারী শ্রমিক বিভিন্ন খাতে কাজ করছে। করোনা কালিন সময় তারা নানা প্রতিকূলতা মধ্যে পার করছে। তাছাড়া জেলা জুড়ে জলাবদ্ধতা কারতে অনেকে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছে। জেলায় অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্য শোভন কর্ম পরিবেশ বিষয়ে কেউ মানেনা এবং প্রশসানের পক্ষ থেকে কোন প্রকার তদারকি দেখি না।

জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিম বলেন,মানুষের মৌলিক অধিকার তার শ্রমের মর্যদা ও কাজের ন্যায্য মজুরি পাওয়া। এটা থেকে যারা বঞ্চিত করে সেই সমাজ মানুষকে মূল্যায়ণ করেনা। শ্রমের মূল্যটা ধর্মীয় ভাবে ও সমাজিক ভাবে নিশ্চিত করতে হবে। যে কোন কল্যানকর রাষ্ট্রে শ্রমিকের ন্যায্য মজুরি তার অধিকার। এটা প্রতিষ্ঠিত করা প্রত্যেক সমাজের কাম্য।

জেলা বাস মালিক সমিতির আহবায়ক অধ্যক্ষ আবু আহম্মেদ বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি তাদের অধিকার। তার যদি ন্যায্য মূল্য না পায় তাহলে তাদের পরিবার ও ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতে পারবেনা। আমি শ্রমিকদের পক্ষে অনেক আন্দোলন সংগ্রাম করেছি। তিনি আরও বলেন, শোভন কাজ অর্থনৈতিক উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দেয়, সামাজিক ন্যায্যতা নিশ্চিত করে, অর্থনীতিতে গতি আনে ও টেকসই উন্নয়ন ত্বরান্বিত করে। ন্যায্য মজুরি বাস্তবায়ন করা গেলে শ্রমিকের জীবন মান উন্নয়নের পাশাপাশি দেশে আয় বৈষম্য কমানো সম্ভব।

The post নারী শ্রমিকদের ন্যায্য মজুরির ব্যবস্থা করতে হবে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Y28a2p

আশাশুনিতে জলাবদ্ধতায় জনজীবনে দুর্ভোগ চরমে https://ift.tt/eA8V8J

আব্দুস সামাদ বাচ্চু, আশাশুনি: আশাশুনি উপজেলা জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলার কাদাকাটি, কুল্যা ও দরগাহপুর ইউনিয়নের ১০ সহ¯্রাধিক পরিবার জলাবদ্ধতা সৃষ্টিকারীদের দৌরাত্ম্যে চরম বিপর্যস্ত, ৪-৫ হাজার ঘরবাড়ি, শতশত মৎস্য ঘের ও ১০ হাজার একর জমির মৎস্য ঘের, আমন ধান ও সবজি বাগান জলমগ্ন হয়ে পড়েছে। প্রতিবাদ ও বাঁধা সৃষ্টি করতে গেলে প্রতিপক্ষের হুঙ্কার, মিথ্যা মামলা দায়ের করে শায়েস্তা করার আস্ফালনে আতঙ্ক ও নানা শঙ্কা নিয়ে ভীত সন্ত্রস্ত জীবন যাপন করতে বাধ্য হচ্ছে।

 

বুধবার এলাকার কাদাকাটি গ্রামের ইউপি সদস্য আবু হাসান বাবু, সাবেক মেম্বর ইয়াকুব বেগ, ইকবাল হোসেন, রেজাউল করিম, নাজমুল ইসলাম রিপন, শামছুল হক মোড়ল, বদর উদ্দিন, শফিকুল, মফিজুল, আগরদাড়ি গ্রামের গোলাম মোস্তফা, কবির, ইউনুছ, আরার গ্রামের সালাউদ্দিন, বাবু, কচুয়া গ্রামের ইয়াকুবসহ শতশত মানুষ জানান, কুল্যা, কাদাকাটি ও দরগাহপুর ইউনিয়নের দোয়ারাবাদ, মাঝেরাবাদ, পুরারকারডাঙ্গী, কাদাকাটি কোল বিল, কুমোরঠেলা, দাশেরবাদ, বেগের চক, সরু সরদার চক, বাশতলা চক, গোরালী, মাঝেরাবাদ, হাজীর চক, খড়িরাবাদ, কামারাবাদ, চোরাডাঙ্গী, বাদলডাঙ্গী, করচারডাঙ্গী, ছাতিরাবাদ, শৈলমারী, ধাপুয়া, খরিয়াটি, ঝাউবুনি, মারসপড়া, কাহারাবাদ, আগরদাড়ি, দাদপুর, মহিষাডাঙ্গা, নেতাইর চক, খেজুরডাঙ্গা, বশিরাবাদ, হলদেপোতা, সোসাডাঙ্গা, করচাখালী, কলাতোলা, শেয়ারাবাদ, শেখের চক, কেওড়াতলা, নলিডাঙ্গিসহ অসংখ্য গ্রাম, বিল জলমগ্ন হয়ে পড়েছে। তালা উপজেলা, পাটকেলঘাটা থানা ও যশোর জেলার বিভিন্ন এলাকা থেকে বৃষ্টির পানি প্রতিদিন বেতনা ও কপোতাক্ষ নদ দিয়ে এলাকায় ঢুকছে এবং এলাকার সৃষ্টির পানির সাথে মিশে গোটা এলাকাকে নিমজ্জিত করে যাচ্ছে। এসব পানি দাদপুর জলমহাল, কাদাকাটি বিল ফিসারিজ, পাপড়ি ও বুলু নদী দিয়ে হাজীরহাট ব্রিজের তলা দিয়ে হামকুড়া নদী দিয়ে এবং হলদেপোতা ব্রিজ হয়ে খেজুরডাঙ্গা ও হামকুড়া নদী যুক্ত হয়ে গাবতলা স্লুইস গেট দিয়ে বেতনা নদীতে গিয়ে পড়ে। কিন্তু নদী দু’টিতে কমপক্ষে ২০ স্থানে নিচে মাটির বস্তার বাঁধ দিয়ে তার পাশে বাঁশের পাইলিং করে দু’পাশে ডাবল নেট ও বেহুন্দি জাল দিয়ে নদী আড়াআাড়িভাবে আটকে রাখা হয়েছে। মোক্তার গাজী, উত্তম মেম্বার, নূর মোহাম্মদ, মোসলেম, এখলাছসহ বহু ব্যক্তি নদীর পানির ¯্রােত আটকে মাছ চাষ করে থাকেন। বৃষ্টির পানি ও ভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা প্রচুর পানির চাপে এলাকা ভেসে গেলেও নদীতে মৎস্য চাষের সাথে জড়িত ব্যক্তিরা আড়াআড়িভাবে ¯্রােত আটকে দেওয়ায় পয়:নিস্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে।

এলাকার ধানচাষীরা জলমগ্নতার কারণে দু’বার বীজতলায় ধান ফেলে ক্ষতিগ্রস্ত হওয়ার পর কোন রকমে রোপন কাজ করলেও জলাবদ্ধতা সৃষ্টিকারীদের দৌরাত্ম্যে তাদের ধানক্ষেত আবারও নিমজ্জিত হয়ে তারা সর্বশান্ত হতে চলেছে। এছাড়া মৎস্য ঘের পানির চাপে একাকার হয়ে যাওয়ায় তাদের মাথায় হাত উঠেগেছে। ৪-৫ হাজার ঘরবাড়ি পানিতে নিমজ্জিত হয়ে থাকায় বাড়িঘরে যাতয়াত ও বসবাসে চরম বিপত্তির সৃষ্টি হয়েছে। স্বচক্ষে না দেখলে তাদের করুণ পরিণতি উপলব্ধি করা যাবেনা। এলাকার কমপক্ষে ১০ হাজার পরিবার জলমগ্ন হয়ে পড়েছে। ১০ হাজার একর জমির আমন ধান, মৎস্য ঘের ও সবজি ক্ষেত নিমজ্জিত হওয়ায় এলাকার মানুষের মধ্যে দু:খ দুর্দশার বন্যা বইতে শুরু করেছে। এলাকার মানুষের করুণ পরিণতি লাঘবে সাবেক ইউপি চেয়ারম্যান মফিজুল হক, ইউপি সদস্য আবু হাসান ও সাবেক মেম্বার ইয়াকুব আলিসহ এলাকার শত শত ক্ষতিগ্রস্ত মানুষ প্রশাসনকে অবহিত করে গত ২৬ সেপ্টেম্বর নদী দু’টিতে গমন করে পয়:নিস্কাশনে বাঁধা সৃষ্টিকারী নেট, জাল অপসারণে নামেন। তারা বিভিন্ন স্থানে ১৪টি নেটপাটা অপসারণ করে গাবতলা এলাকায় পৌছে মোক্তার আলি ও তপনের বালির বস্তা, নেট, বেহুন্দি জাল অপসারণের জন্য গেলে মোক্তার, সবুরসহ তাদের লোকজন বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নদীতে থাকা লোকজনকে বাঁধা দিতে যান। এসময় উত্তপ্ত বাক্য বিনিময় ও প্রতিরোধের উদ্রেক হলে জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তি উভয় পক্ষকে থামিয়ে শান্তিপূর্ণ মিমাংসা করে স্ব স্ব এলাকায় ফিরে যান। কিন্তু প্রতিপক্ষ লুটপাট, মারপিটসহ নানাবিধ মিথ্যা ও চরম বিপজ্জনক অভিযোগ লিখে থানায় লিখিত অভিযোগ করলে এলাকার মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জলমগ্ন ও মাছ, ধান, ঘরবাড়ি হারা মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ঘরছাড়া করার ষড়যন্ত্রের অপচেষ্টা অসহায় এলাকাবাসীর উপর মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিতে চলেছে।

 

এলাকার মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে চায়, নিশ্চিন্তে স্ব স্ব গৃহে বসবাস করতে চায়, ফসল ও মাছের ঘেরে নির্বিঘেœ মাছ চাষের পরিবেশ চায়। জলাবদ্ধতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করত: অতি দ্রুত পয়:নিস্কাশন ব্যবস্থা স্বাভাবিক করতে তারা এমপি রুহুল হক, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, ওসিসহ সকলের সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

The post আশাশুনিতে জলাবদ্ধতায় জনজীবনে দুর্ভোগ চরমে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3AW9J0u

শেখ হাসিনার জন্মদিনে সাতক্ষীরা মেডিকেল কলেজ চত্ত্বরে বৃক্ষরোপন https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপন করা হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ চত্বরে গ্রীন এনভায়রণমেন্ট মুভমেন্ট সাতক্ষীরা জেলা শাখার ব্যবস্থাপনায় সংগঠনের সভাপতি ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন’র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন-২ আসনের সংসদ সদস্য, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি বিভাগের কনস্যালটেন্ট ডা. সুমন কুমার দাস, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাতক্ষীরা মেডিকেল কলেজের ডা. আব্দুল আলিম, ডা. মাকসুদুল আনাম, ডা. জাহিদ, মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডা. মো. আজমল হোসেন, মেডিকেল কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাঈম ইসলাম সজীব, নয়ন চন্দ্র হালদার, ইন্টার্ন চিকিৎসক পরিষদের ডা. সুমন কুমার শীল, সাধারণ সম্পাদক ডা. রসিফুর রহমান দীপ, যুগ্ম-সাধারণ সম্পাদক পল্লব রায়, রিফাত হোসেন প্রমুখ।

এসময় গ্রীন এনভায়রণমেন্ট মুভমেন্ট সাতক্ষীরা জেলা শাখার ব্যবস্থাপনায় মেডিকেল কলেজ চত্ত্বরে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপন করেন অতিথিবৃন্দ। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, মেডিকেল কলেজ ছাত্রলীগ ও ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দ বৃক্ষরোপন করেন।

The post শেখ হাসিনার জন্মদিনে সাতক্ষীরা মেডিকেল কলেজ চত্ত্বরে বৃক্ষরোপন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ATH109

উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের নির্বাহী কমিটির সভা https://ift.tt/eA8V8J

 

উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা সরকারি কলেজ রোডস্থ উদীচী শিল্পগোষ্ঠীর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান।

এ সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, শেখ মুহসিন আলি, তৃপ্তি মোহন মল্লিক, আবুল হোসেন, কাজী মাসুদুল হক, সাকিবুর রহমান বাবলা, মনিরুজ্জামান মুন্না, শেখ মনিরুল ইসলাম, স্বপন কুমার মন্ডল প্রমুখ। সভায় ২৯ অক্টোবর প্রতিষ্ঠা বার্ষিকীসহ পত্রিকা প্রকাশনার বিষয়ে আলোচনা হয়।

The post উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের নির্বাহী কমিটির সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ij8m4Z

জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী কমিটির সভা https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৪টায় শিল্পকলা একাডেমির হল রুমে সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফতেমা-তুজ জোহরা, সহ-সভাপতি নাসরীন খান লিপি, যুগ্ম-সম্পাদক শামীমা পারভীন রতœা, সিনিয়র সদস্য শেখ নূরুল হক, হেনরী সরদার, পল্টু বাসার, আবু আফফান রোজবাবু, ফারহা দীবা খান সাথী, মনজুরুল হক প্রমুখ।

সভা শেষে একাডেমির শিক্ষকদের সাথে পরিচিত হন জেলা প্রশাসক ও সভাপতি।

The post জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী কমিটির সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3F3pEN7

আশাশুনিতে পানি নিস্কাশনের নালায় পড়ে ২য় শ্রেণির ছাত্রের মৃত্যু https://ift.tt/eA8V8J

আশাশুনি সংবাদদাতা: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে পয়:নিস্কাশন নালায় পা ধুতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে ইউনিয়নের বেউলা লম্বাডাঙ্গা গ্রামে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

বেউলা লম্বাডাঙ্গা গ্রামের আসাদুল ইসলাম সরদারের পুত্র বেউলা ওছমানিয়া দাখিল মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মুজাহিদ (৭) বুধবার ভোরে প্রাইভেট পড়তে পাশে শিক্ষকের বাড়িতে গিয়েছিল। পড়া শেষে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় ও পিঠে বড় বইয়ের ব্যাগ ঝুলিয়ে বাড়িতে ফিরছিল।

ঘটনাস্থলে পৌছে সে নালার পা ধুতে গেলে পা পিছলে পড়ে যায়। মুখ থুবড়ে পড়ায় পিঠে ব্যাগের চাপ ও ছাতায় ঢেকে গেলে সে আর উঠতে পারেনি। অন্য ছেলেরা কয়েক মিনিট পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিলে তার দেহ নিথর দেখে ডাক্তার ডাকলে প্রাণে ফিরে পায়নি। ইউপি সদস্য শীষ মোহাম্মদ জেরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পিতামাতার দু’টি সন্তানের একজনের মর্মান্তিক মৃত্যুতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

The post আশাশুনিতে পানি নিস্কাশনের নালায় পড়ে ২য় শ্রেণির ছাত্রের মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3kTOdUF

কলারোয়ায় শেখ হাসিনার জন্মদিন বাল্যবিবাহ প্রতিকারে তথ্য সেবার উঠান বৈঠক https://ift.tt/eA8V8J

সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার ৭৫তম জন্ম দিনে ‘এ হোক মোদের অঙ্গীকার করবো মোরা বাল্যবিবাহ প্রতিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন-কলারোয়া পৌর সভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।

 

বিশেষ অতিথি ছিলেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, উপজেলা প্রাণীসম্পদ অফিসার অমল কুমার সরকার, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা অনিমা রাণী, তথ্যসেবা সহকারী ইরিনা পারভীন। প্রেসবিজ্ঞপ্তি

The post কলারোয়ায় শেখ হাসিনার জন্মদিন বাল্যবিবাহ প্রতিকারে তথ্য সেবার উঠান বৈঠক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Y3m9Fa

সবুজের সমারোহে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ছাদ https://ift.tt/eA8V8J

আব্দুল হালিম, বুড়িগোয়ালিনী (শ্যামনগর): শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ছাদ ভরে গেছে সবুজের সমারোহে। বৃক্ষশোভিত ছাদ বাগানটি দর্শকদের চোখ জুড়িয়ে দেয়।

দর্শনীয় এ বাগানটি করেছেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডল বলেন, আমার ইউনিয়ন পরিষদের সদস্যদের প্রচেষ্টায় বিভিন্ন ফল ও ঔষধি গাছ লাগানো হয়েছে।
এখানে যেকোন মানুষ এসে দেখতে পারেন। কোনো বাধা-নিষেধ নেই। ইচ্ছেমতো এসে মানুষ বাগান পরিদর্শন করতে পারবেন।

বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডল আরও বলেন, আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে ও মানুষকে আকর্ষিত করতে এই ছাদ বাগান করেছি। যা দেখে মানুষ নিজের বাড়ির আঙিনায় ও নিজের বসত ঘরের ছাদে এভাবেই যেন বিভিন্ন প্রজাতির গাছ রোপন করতে পারে। সে কারণেই আমাদের এই উদ্যোগ।

The post সবুজের সমারোহে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ছাদ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3iixIja

সাতক্ষীরা সদরের ১৩ ইউপিতে ভোট ১১ নভেম্বর https://ift.tt/3CYwQZ6

অনলাইন ডেস্ক: আগামী ১১ নভেম্বর দেশের ৮৪৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট হবে।

 

ঘোষিত তফসিল অনুযায়ী সাতক্ষীরা সদররে আলিপুর ইউনিয়ন ব্যতীত ১৩ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন বুধবার (২৯ সেপ্টেম্বর) দ্বিতীয় ধাপের এই ভোটের তফসিল ঘোষণা করেছে।

এ ধাপের ভোটে ৮৪৮টি ইউপির মধ্যে ২০টিতে ভোট হবে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন)। বাকিগুলোতে ভোট হবে কাগুজে ব্যালটে। সাতক্ষীরা সদরের যেসব ইউপিতে ভোট হবে। সেগুলো হচ্ছে—

বাঁশদহা, কুশখালী, বৈকারি, ঘোনা, শিবপুর, ভোমরা, ধুলিহর, ব্রহ্মরাজপুর, আগরদাড়ী, ঝাউডাঙ্গা, বল্লী, লাবসা ও ফিংড়ী ইউনিয়ন

 

 

The post সাতক্ষীরা সদরের ১৩ ইউপিতে ভোট ১১ নভেম্বর appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3kPyEgC

শ্যামনগরের দাঁতিনাখালীতে ফের নতুন করে দেখা দিয়েছে বেড়িবাঁধ ভাঙন https://ift.tt/eA8V8J

বিলাল হোসেন: ফের নদী ভাঙনের আশঙ্কায় ভুগছে উপকুলের কয়েকটি ইউনিয়ান। আম্পানে বেড়িবাঁধ  ভাঙনের পর কোন রকম দায় সারার মত মেরামত করলেও। বেশি দিন দীর্ঘ স্থায়ী না হওয়ায়।ফের ভাঙন দেখা দিয়েছে।
কয়েক দিনের টানা বৃষ্টির কারণে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নাজুক হয়ে পড়েছে।দেখা দিয়েছে নতুন করে  ভাঙন।শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালিতে বেড়িবাঁধ নতুন করে ভাঙন দেখা দিয়েছে।
যে কোন সময় ভেঙে আবার প্লাবিত হতে পারে। কয়েক দিন প্রবল জোয়ার ও টানা বৃষ্টিপাতের কারণে। বেড়িবাঁধ ভাঙে মূল বাঁধ হতে আর মাত্র এক থেকে দেড় হাতে বাকি আছে।স্থানীয় নারী সংগঠনের নেত্রী  শেফালী জানান, বিগত দিনে আমরা এই ভাঙ্গন ভাঙ্গন করে সব অর্জন নষ্ট হয়ে গেছে। আসলে এই এলাকার  মানুষ খুব অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।
এই যে অবস্থা তৈরি হয়েছে। যে কোন সময়ে প্লাবিত হয়ে এলাকা পানিতে একাকার হতে পারে।নষ্ট হয়ে যাবে বর্তমান সরকারের উন্নয়নমুখী  কর্মকান্ড।
এজন্য পাউবো কতৃপক্ষের নিকট বিশেষ দাবী জানাই  অতিদ্রুত বেড়িবাধটি সংস্কারের জন্য।
স্থানীয় সাবেক  ইউপি সদস্য আবু সাঈদ মোড়ল  বলেন, আমাদের স্থায়ী ভাবে বাঁধ না করে দিলে। আমাদের পক্ষে বসবাস করা সম্ভাব হবে না।প্রতিনিয় বেড়িবাঁধ ভেঙে আমাদের অর্থনৈতিক সম্পাদ অনেক বড় ক্ষতি হয়ে থাকে।সে  ক্ষতি পোষাতে হিমশিম ক্ষেতে হয়।
বুড়িগোয়ালীনি ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল ভাঙনের বিষয় নিশ্চিত করে বলেন, ওখানে পাউবো এর উর্ধতন কর্মকর্তারা পরিদর্শনে আসতেছে। এর দুরুত্ব ব্যাবস্থা নেওয়া হবে। পানি উন্নয়ন বোর্ডের উপসহকারি প্রকৌশলি মাসুদ রানা বলেন, উর্ধতন কর্মকর্তাদের জানিয়েছি তারা সরাজমিনে পরিদর্শন করে ব্যাবস্থা গ্রহন করবে।

The post শ্যামনগরের দাঁতিনাখালীতে ফের নতুন করে দেখা দিয়েছে বেড়িবাঁধ ভাঙন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3zRkUWX

Tuesday, September 28, 2021

দেবহাটার সখিপুর ও নওয়াপাড়ায় প্রধানমন্ত্রীর জন্মদিনের কেককাটা ও আলোচনা সভা https://ift.tt/eA8V8J

দেবহাটা সংবাদদাতা: দেবহাটার সখিপুরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের আয়োজনে ঈদগাহ বাজারস্থ অফিস কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির দপ্তর সম্পাদক শেখ শরিফুল ইসলাম পলাশ, সদস্য আব্দুল খালেক ভোলা, আকবার আলী (ইউপি সদস্য), সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ইউপি সদস্য মোনাজাত আলী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক মাসুদ আনোয়ার মিলন চৌধুরী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরশাদ আলী, উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, সখিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন খোকন প্রমুখ।

 

এদিকে অনুরূপভাবে দেবহাটার নওয়াপাড়ায় প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধায় উপজেলা আওয়ামী লীগের নওয়াপাড়াস্থ আঞ্চালিক কার্যালয়ে ওই অনুষ্ঠানে নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ সোহাগ প্রমুখ।

 

 

 

The post দেবহাটার সখিপুর ও নওয়াপাড়ায় প্রধানমন্ত্রীর জন্মদিনের কেককাটা ও আলোচনা সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/39MlFGk

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের দোয়া https://ift.tt/eA8V8J

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় খুলনারোড মোড়স্থ সংগঠনের পৌর শাখার কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শেখ রাসেল শিশুকিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো: নূরুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদ জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশি,সহ-সভাপতি আব্দুল আলিম সরদার, সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম রবি, সাবেক সাধারণ সম্পাদক আকতারুজ্জামান মহব্বত। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলার সাধারণ সম্পাদক শেখ ইলিয়াস হোসেন রুবেল, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদ আলী, অধ্যক্ষ আনোয়ারুল হক, আব্দুল জলিল পেশকার, গোলাম মোস্তফা, মঞ্জুরুল আলম, মো: আলম, তৈয়েবুর, আফসার, মেহেদী, সোহেল, আলমগীর, রাজু,বাবুসহ সংগঠনের বিভিন্ন ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, সংগঠনের পৌর শাখার সাধারণ সম্পাদক মো: কবির হোসেন। দোয়া পরিচালনা করেন, সদর হাসপাতাল মসজিদের পেশ ইমাম মুফতি সাইফুল্লাহ। প্রেসবিজ্ঞপ্তি

 

The post শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের দোয়া appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3uijhjY

প্রধানমন্ত্রীর জন্মদিনে জেলা কৃষকলীগের দোয়া https://ift.tt/eA8V8J

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা জেলা কৃষকলীগের আয়োজনে দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সাতক্ষীরা শহরের কাটিয়াস্থ জেলা কৃষকলীগের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিৎ সাধু। জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনঞ্জুর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি নরনারায়ন, এড. নওশের আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, এসএম রেজাউল ইসলাম, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ আফজাল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সরদার গিয়াস উদ্দীন, কার্যকরি সদস্য রবিউল ইসলাম প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি হাফিজুর রহমান। প্রেসবিজ্ঞপ্তি

The post প্রধানমন্ত্রীর জন্মদিনে জেলা কৃষকলীগের দোয়া appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3m4TU1j

বিজিবির অভিযানে আধা মন রুপার গহনা আটক https://ift.tt/eA8V8J

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরা ৩৩ বিজিবির অভিযানে ২০ কেজি রুপার গহনা আটক হয়েছে। ২৭ সেপ্টেম্বর সাতক্ষীরা ধানাধীন কালিয়ানী সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ওই গহনা আটক করে বিজিবি। আটক রুপার গহনার মূল্য ২৪ লক্ষ ৬০ হাজার টাকা। বিজিবি জানায়, গত ২৭ সেপ্টেম্বর রাতে কালিয়ানী বিওপির টহল কমান্ডার হাবিলদার সৈয়দ রবিউল ইসলামের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ৮/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘরিয়া মাঠের মধ্যে গোপন তথ্যের ভিত্তিতে মালিকবিহীন অবস্থায় ২০ কেজি রুপার গহনা আটক করে। পরবর্তীতে অদ্য ২৮ সেপ্টেম্বর এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি জিডি করা হয়েছে এবং আটককৃত রুপার গহণাসমূহ সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মালিকবিহীন অবস্থায় রুপ আটকের বিষয়টি ৩৩ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ-পিএসসি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাতক্ষীরা ব্যাটালিয়নের সকল সদস্য জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো রক্ষার্থে চোরাচালান এবং মাদকদ্রব্য নির্মূল করাই সাতক্ষীরা ব্যাটালিয়নের মূল লক্ষ্য।

The post বিজিবির অভিযানে আধা মন রুপার গহনা আটক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3iclfgP

কালিগঞ্জে যশোর শিক্ষা বোর্ড কর্মকর্তা পরিচয়ে কলেজছাত্রীর নিকট থেকে অর্ধলক্ষ হাতিয়ে নিলো প্রতারক https://ift.tt/eA8V8J

বিশেষ প্রতিনিধি: কালিগঞ্জে এক কলেজ ছাত্রীর নিকট থেকে বিকাশের মাধ্যমে ৪৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। যশোর শিক্ষা বোর্ডের কর্মকর্তা পরিচয়ে এই টাকা হাতিয়ে নেয় তারা।
উপজেলার রতনপুর ইউনিয়নের দুলাবালা গ্রামের প্রদীপ মারি’র মেয়ে ও রাজবাড়ি কাটুনিয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী উর্মিলা মারি জানান, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে কলেজে আসার পর যশোর মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তা পরিচয়ে ০১৮২২-২৩৪২৪৬ এবং ০১৮৬৫-৯৩২৭৫৪ এই দু’টি মোবাইল নাম্বার হতে আমাকে ফোন করে প্রথমে আমার নাম, বাবার নাম, কলেজের নাম এবং আগের ১০ হাজার টাকা পাওয়ায় বিস্তারিত তথ্য দিয়ে বলে তুমি আবারও একটি মোটা অংকের টাকা পেতে যাচ্ছো।
তখন তারা আমার ব্যবহৃত বিকাশ নাম্বার সম্বলিত ০১৭২৩-৬৭৪৫০৬ নাম্বারের টাকা ট্রানজাকশন এর জন্য পিন নাম্বার চায়। আমি সরল বিশ্বাসে টাকা পাওয়ার আশায় পিন নাম্বার দিয়ে দেই।
পরে ট্রানজাকশনের কথা বলে এবং টাকা ফেরত পাওয়ার আশ্বাস দিয়ে তাদের পাঠানো ০১৯২৬-২৯৯৫৬৬ এই বিকাশ নাম্বারে আমাকে ২৩ হাজার ৫শ’ টাকা পাঠাতে বলে। আমি তখন বিষয়টি কাউকে না জানিয়ে কদমতলা বাজারে অবস্থিত একটি বিকাশের দোকান থেকে ০১৮২১-১৪৭১৪৭ এই বিকাশ নাম্বার হতে প্রথমে ২৩ হাজার ৫শ’ টাকা পাঠাই।
পরে তারা আবারও কাউকে না জানিয়ে ৬ হাজার টাকা পাঠাতে বলে। সেই মোতাবেক আমি ওই নাম্বারে ৬ হাজার টাকা বিকাশ করি। পরে তারা ০১৭৪০-৫৭৭৮৯৯ এই বিকাশ নাম্বারে আরও ১৬ হাজার টাকা পাঠাতে বলে। আমি সাথে সাথে বিকাশের দোকান হতে আরও ১৬ হাজার টাকাসহ মোট ৪৬ হাজার টাকা পাঠিয়ে দিই।
তখন আমার সন্দেহ হলে আমি সাথে সাথে কলেজের প্রিন্সিপাল স্যার আব্দুল ওহাবকে বিষয়টি খুলে বলি। তিনি তাৎক্ষণিক কালিগঞ্জ থানাকে অবহিত করে।
খবর পেয়ে থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বেলা সাড়ে ১১ টার দিকে কলেজে পৌঁছালে প্রতারক চক্র আবারও ফোন করে আমার নিকট আরও ১৬ হাজার টাকা দাবি করে। ওই সময় ফোনটি পুলিশ পরিদর্শক স্যারের নিকট দিলে তিনি প্রতারক চক্রের সাথে কথা বললে চক্রটি বুঝে ফেলে মোবাইল বন্ধ করে দেয়। আমি এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছি ।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে তদন্ত করে প্রতারক চক্রকে শনাক্ত করার চেষ্টা চলছে।

 

The post কালিগঞ্জে যশোর শিক্ষা বোর্ড কর্মকর্তা পরিচয়ে কলেজছাত্রীর নিকট থেকে অর্ধলক্ষ হাতিয়ে নিলো প্রতারক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3uorIdx

প্রধানমন্ত্রীর জন্মদিনে চিকিৎসা সহায়তার চেক বিতরণ https://ift.tt/eA8V8J

 

হতদরিদ্র পরিবারের ক্যান্সার আক্রান্ত মনোয়ারা খাতুনের চিকিৎসা সহায়তার জন্য এগিয়ে এলেন সাতক্ষীরা জেলা পরিরষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে পুরাতন সাতক্ষীরার বদ্দিপুর কলোনীসহ পানিবন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে তিনি খোঁজ খবর নেন এবং কয়েকটি পরিবারের অসুস্থ ব্যক্তির হাতে চিকিৎসা সহায়তার চেক প্রদান করেন। এসময় তিনি আরো দুটি পরিবারে অসুস্থ দুজন নারীকে চিকিৎসা সহায়তার চেক প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন আব্দুর রহমান, এসএম আশরাফুল ইসলাম, ইব্রাহিম খলিল প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি

The post প্রধানমন্ত্রীর জন্মদিনে চিকিৎসা সহায়তার চেক বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3CSJLeR

পাটকেলঘাটার লাঢ়ীপাড়ায় ছিনতাই! https://ift.tt/eA8V8J

সংবাদদাতা: তালা উপজেলার পাটকেলঘাটা থানার লাঢ়ীপাড়া বাজারের কাছেই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনাতাইকারীরা এসময় নগদ টাকা, স্বর্ণালঙ্কর ও মোবাইল ছিনিয়ে নেয় বলে জানা গেছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ১২টার কিছু আগে এ ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীরা তাদের বেদম পারপিট করলে স্থানীয়রা আহত অবস্থায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন।
প্রাপ্ত তথ্য ও ছিনতাইয়ের কবলে পড়া সেনপুর গ্রামের আছাদুল সরদারের ছেলে তারেক আজিজ (২০) ও আমিনুর সরদারের ছেলে সাগর সরদার (২৬) জানান, সেনপুর বাজারে তাদের চা ও মুদিখানার দোকান আছে। পাটকেলঘাটায় দোকানের মালামাল কেনার জন্য ভ্যান যোগে যাওয়ার সময় লাঢ়ীপাড়া বাজারের কাছে পৌঁছালে মুখচেনা অপরিচিত ১৫-২০ জন ব্যক্তি তাদের ভ্যানের গতিরোধ করে বেদম মারপিট করতে থাকে। এসময় তাদের কাছে থাকা তারেকের কাছ থেকে ২০ হাজার টাকা, ১টি চেইন ও অপপো-এ ১২ মডেলের একটি ফোন এবং সাগর সরদারের কাছে থাকা ব্যবসার ২৫ হাজার টাকা, ১টি ১০ এক্স স্যামপনি ফোন ও ১ আংটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ বলেন, আমি ঢাকাতে আছি এমন কোনো ঘটনা আমার জানা নেই।

The post পাটকেলঘাটার লাঢ়ীপাড়ায় ছিনতাই! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3AWZ5qA

সাংবাদিক শহিদুল ইসলামের বড় ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাবের শোক https://ift.tt/eA8V8J

সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক নিরপেক্ষ সংবাদের সাতক্ষীরা প্রতিনিধি মো: শহিদুল ইসলামের বড় ভাই সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল মিলস জামে মসজিদের সাবেক পেশ ঈমাম ও কাশেমপুর মদিনাতুল উলুম কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সাতক্ষীরা সদরের কাশেমপুর গ্রামের মৃত হাজী রেজাউল্লাহ সরদারের ছেলে মাওলানা মো: আবু ইউছুপ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি-রাজেউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৬) বছর। সোমবার রাত ১২টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর কাশেমপুর মাদ্রাসা ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থসম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, মাছুদুর জামান সুমন, এম শাহীন গোলদারসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি

 

The post সাংবাদিক শহিদুল ইসলামের বড় ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাবের শোক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Y00kah

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা https://ift.tt/eA8V8J

ইব্রাহিম খলিল: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় জেলা প্রশাসনের কার্যলয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির। তিনি বলেন, এ বছর শারদীয় দুর্গোৎসবের সাতক্ষীরা জেলায় ৫৮৩টি মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি নেওয়া হয়েছে। এই সময়ে মন্দিরে প্রতিমা তৈরিতে ব্যস্তত সময় পার করছেন প্রতিমা কারিগররা। জেলায় প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে র‌্যাব পুলিশের পাশাপাশি কয়েক স্থরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আগামী ১১ অক্টোবর সোমবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা।
জেলা পূজা উদযাপন কমিটির বিভিন্ন দিক-নির্দেশনা দিয়ে জেলা প্রশাসক আরো বলেন প্রশাসনের পাশাপাশি আপনাদের স্বেচ্চাসেবক ও সিসি ক্যামেরা বসায়ে ২৪ঘন্টা কঠোর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় সাম্প্রায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গাউৎসব পালন করবে সনাতন ধর্মাবলম্বীরা।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবি উপ পরিচালক রেজা আহম্মেদ, আনসার এর জেলা কমান্ডার মুর্জিদা খানন, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ ঘোষ, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ কুমার, তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপিত ঘোষ সনৎ কুমার প্রমুখ। বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্যামনগরে মতবিনিময়সভা: মঙ্গলবার বিকালে শ্যামনগর থানার আয়োজনে থানা চত্তরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুজা কমিটির সভাপতি ও সম্পাদকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদের সভাপতিত্বে সভায় অতিথির বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলার সভাপতি রবীন্দ্র নাথ বিশ^াস, সাধারণ সম্পাদক এড. কৃষ্ণপদ মন্ডল, বিভিন্ন পুজা কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ প্রমুখ। জানা যায় উপজেলায় এবার ৬৫টি মন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে। দূর্গাপুজা শান্তি পূর্ণভাবে উদ্যাপনের লক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

The post শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3A0AKyR

অবহেলায় জ্ঞানের বাতিঘর কপিলমুনি পাবলিক লাইব্রেরি নিভু নিভু https://ift.tt/eA8V8J

আ: সবুর আল-আমিন, কপিলমুনি (খুলনা): অযতœ আর অবহেলায় জ্ঞানের বাতিঘর খুলনার পাইকগাছায় বাণিজ্যিক নগরী কপিলমুনি পাবলিক লাইব্রেরি নিভু নিভু অবস্থা। খুলনা জেলার দক্ষিণ তীর্থভূমি বলে খ্যাত উপজেলার কপিলমুনি বিনোদগঞ্জ। ভগ্নদশা থেকে উঠে আনতে বদলী জনিত বিদায়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী অগ্রণী ভূমিকা রাখেন। গত ২৫ সেপ্টেম্বর তিনি ভবন পুন:নির্মাণে উদ্বোধন করেন। নতুন করে আবার আলো ছড়াতে নিভু নিভু অবস্থা থেকে কপিলমুনি পাবলিক লাইব্রেরি ভবনের পুন:নির্মাণ কাজ শুরু হয়েছে। দ্রুত শেষে জ্ঞানের বাতিঘর প্রজ¦লিত হবে এমনটা আশা করে জ্ঞানপিপাসু এ জনপদের মানুষ।

The post অবহেলায় জ্ঞানের বাতিঘর কপিলমুনি পাবলিক লাইব্রেরি নিভু নিভু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/39KWKmp

তালা উপজেলা শ্রমিক দলের আহবায়ক ওয়াজেদ, সদস্য সচিব সামরুল https://ift.tt/eA8V8J

 

তালা উপজেলা শ্রমিক দলের নব গঠিত আহবায়ক কমিটিতে ওয়াজেদ আলী সরদারকে আহবায়ক ও সামরুল ইসলাম মিলনকে সদস্য সচিব করে ৩১ সদস্য কমিটি ঘোষণা করেছে সাতক্ষীরা জেলা শ্রমিক দল। গত ২৬ সেপ্টেম্বর জেলা কমিটির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, সাংগঠনিক সম্পাদক মোয়ারাজ আলী স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর ২০২১ এর মধ্যে এ উপজেলার ১২টি ইউনিয়নে কমিটি গঠন করে দলকে গতিশীল করার নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটিতে ১নং যুগ্ম-আহবায়ক শেখ বিল্লাল হোসেন, শফিকুল ইসলাম শফি, নজরুল ইসলাম খোকন, সুমন ইসলামসহ মোট ১০জনকে যুগ্ম-আহবায়ক করা হয়েছে। প্রেস বিঞ্জপ্তি

The post তালা উপজেলা শ্রমিক দলের আহবায়ক ওয়াজেদ, সদস্য সচিব সামরুল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3AP1xPO

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিচার বিভাগ সাতক্ষীরার আলোচনা সভা ও দোয়া মাহফিল https://ift.tt/eA8V8J

বদিউজ্জামান: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বিচার বিভাগ সাতক্ষীরার আয়োজনে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ জোহর জজ কোর্ট মসজিদে ওই আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: হুমায়ূন কবীর সহ বিচারকবৃন্দ।

প্রধান অতিথি শেখ মফিজুর রহমান তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন এবং তিনি যেন সুস্থ্য থেকে দেশ ও জনগনের সেবা করতে পারেন সেই কামনা করেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন, হাফেজ ইয়াছিন আরাফাত।

The post প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিচার বিভাগ সাতক্ষীরার আলোচনা সভা ও দোয়া মাহফিল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3AT0qyp

প্রধানমন্ত্রীর জন্মদিনে ফিংড়িতে গণটিকা প্রদান https://ift.tt/eA8V8J

 

প্রধানমন্ত্রীর জন্মদিনে মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়িতে কোভিড-১৯ এর গণটিকা প্রদান করা হয়েছে। গণটিকা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ফিংড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুর রহমান। গণটিকা প্রদান করেন স্বাস্থ্য সহকারি  আলতাপ হোসেন, আরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, সিএইচসিপি আলমগীর হোসেন, রিমা খাতুন, সদর স্বাস্থ্য অফিসের ইনচার্জ শেখ জিয়াউল হক শিকারি। ফিংড়ি ইউনিয়নে ১৫০০ জনকে গণটিকা প্রদান করা হয়। প্রেসবিজ্ঞপ্তি

The post প্রধানমন্ত্রীর জন্মদিনে ফিংড়িতে গণটিকা প্রদান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3zJATGA

প্রধানমন্ত্রীর জন্মদিনে ফিংড়িতে গণটিকা প্রদান https://ift.tt/eA8V8J

 

প্রধানমন্ত্রীর জন্মদিনে মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়িতে কোভিড-১৯ এর গণটিকা প্রদান করা হয়েছে। গণটিকা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ফিংড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুর রহমান। গণটিকা প্রদান করেন স্বাস্থ্য সহকারি  আলতাপ হোসেন, আরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, সিএইচসিপি আলমগীর হোসেন, রিমা খাতুন, সদর স্বাস্থ্য অফিসের ইনচার্জ শেখ জিয়াউল হক শিকারি। ফিংড়ি ইউনিয়নে ১৫০০ জনকে গণটিকা প্রদান করা হয়। প্রেসবিজ্ঞপ্তি

The post প্রধানমন্ত্রীর জন্মদিনে ফিংড়িতে গণটিকা প্রদান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Y1aAPa

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান https://ift.tt/eA8V8J

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আবুল কালাম এবং সাধারণ সম্পাদক জিএম মোশাররফ হোসেনের নিকট স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন সুজন।

২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় শহরের মিনি মার্কেটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়। এসময় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, মাস্ক, সাংবাদিকতার কাজে ব্যবহৃত রাইটিং প্যাড এবং কলম প্রদান করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সাতক্ষীরা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিবেশ রক্ষা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এড. এবিএম সেলিম। এসময় আরও উপস্থিত সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো: আশরাফুজ্জামান (মুকুল), সহ-সাংগঠনিক সম্পাদক মীর আবু বকর, অর্থ সম্পাদক শেখ হাসান গফুর, দফতর সম্পাদক মো: ইদ্রিস আলী, মো ইলিয়াস হোসেন, প্রচার সম্পাদক আলী মুক্তাদা হৃদয়, স্বাস্থ্য ও শিক্ষা সম্পাদক, মো: রাকিবুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মো: শরিফুল ইসলাম (জুয়েল), সমাজ কল্যাণ সম্পাদক মো: রবিউল ইসলাম, নির্বাহী সদস্য যথাক্রমে, শাহ্-আলম, জিএম শফিউল্লাহ, জিএম ওমর ফারুক, মো: মাসুদুজ্জামান সুমন প্রমুখ।

The post সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/39NoPJM

পাইকগাছায় প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালিত https://ift.tt/eA8V8J

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায়  আ’লীগের উদ্যোগে  কেককাটা, র‌্যালি, দোয়া ও আলোচনা সভার মধ্যে দিয়ে আ’লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের সহ-সভাপতি সমীরণ সাধুর সভাপতিত্বে জন্মদিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  খুলনা-৬ (পাইকগাছা-কয়রার)  সংসদ সদস্য মো: আক্তারুজ্জামান বাবু। সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান রশিদুজ্জামান মোড়ল, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, দীপক কুমার মন্ডল, বিজন বিহারী সরকার, মনছুর আলী গাজী, নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হেদায়েত আলী টুকু, জিএম ইকরামুল ইসলাম, রেজাউল হক, প্রভাষক মঈনুল ইসলাম, নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, শেখ ইকবাল হোসেন খোকন প্রমুখ।

 

The post পাইকগাছায় প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালিত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2XZsYYk

প্রধানমন্ত্রীর জন্মদিনে দেবহাটায় বৃক্ষরোপন ও টিকাদান https://ift.tt/eA8V8J

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে দেবহাটায় বিভিন্ন স্থানে বৃক্ষরোপন ও কোভিড-১৯ এর টিকা প্রদান করা হয়েছে।

দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান কুলিয়াসহ দেবহাটা উপজেলার পাঁচটি ইউনিয়নে টিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেবহাটা পিসক্লাব, হাদীপুর আহসানিয়া আলিম মাদরাসাসহ বিভিন্ন সংস্থা কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন।

 

The post প্রধানমন্ত্রীর জন্মদিনে দেবহাটায় বৃক্ষরোপন ও টিকাদান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3zMtSoj

জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোচনা সভা https://ift.tt/eA8V8J

 

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা র ৭৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী।

প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিন। বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাফী আহমেদ, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, শিপ¬ ও বাণিজ্য সম্পাদক শেখ এজাজ আহম্মেদ স্বপন, সদস্য এড. সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, প্যানেল মেয়র ও জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক কাজী ফিরোজ হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এড. সাইদুজ্জামান জিকো, অরুন কুমার ঘোষ, শাহাজাদা, যুগ্ম-সম্পাদক শেখ নাজমুল হক রনি, ৪ নং ওয়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিলটন, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহানেওয়াজ ডালিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের উপদপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান তাজু, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা রফিকুল ইসলাম, শেখ নিয়াজ মাহমুদ বিমান, বিকাশ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড. ফারুক হোসেন, যুব নেতা তুহিন, নাইম, মনিরুল, জীবন প্রমুক। দোয়া পরিচালনা করেন হাফেজ আল ইমরান।  অনুষ্ঠান পরিচালনা করেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর কবীর। প্রেসবিজ্ঞপ্তি

 

The post জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোচনা সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2XYpYM9