Monday, September 27, 2021

জেলা পূজা উদ্যাপন পরিষদের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ https://ift.tt/eA8V8J

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ভোলা জেলার সভাপতি গৌরঙ্গ দে’কে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার, সারা দেশে প্রতিমা ভাংচুর ও সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে ২৭ সেপ্টেম্বর সারা দেশের ন্যায় সাতক্ষীরায় শহীদ আলাউদ্দীন চত্ত¡রে বিকাল ৪টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলার ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা সুভাষ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য সুধাংশু শেখর সরকার, সাতক্ষীরা জেলা পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, সাংগঠনিক সম্পাদক রঘুজিৎ গুহ, কোষাধ্যক্ষ গৌরচন্দ্র দত্ত। সদর উপজেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ শিবপদ গাইন, জেলা ঐক্য পরিষদের প্রচার সম্পাদক বিকাশ চন্দ্র দাস, সদর উপজেলার সাধারণ সম্পাদক প্রভাষক বাসুদেব সিংহ, শ্যামনগর উপজেলার সাধারণ সম্পাদক জয়দেব বিশ্বাস, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: সুব্রত ঘোষ, পৌর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অসিম কুমার দাস সোনা, যুব ঐক্য পরিষদের সদস্য সচিব রনজিৎ ঘোষ, ছাত্র ঐক্য পরিষদের জেলা আহবায়ক সুজন বিশ্বাস প্রমুখ। বক্তরা ভোলা জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ দে’র মুক্তি, সারা দেশে প্রতিমা ভাংচুর ও সংখ্যালঘু নির্যাতনের বন্ধের দাবি জানান। প্রেসবিজ্ঞপ্তি

The post জেলা পূজা উদ্যাপন পরিষদের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3CPysEd

No comments:

Post a Comment