আ: সবুর আল-আমিন, কপিলমুনি (খুলনা): অযতœ আর অবহেলায় জ্ঞানের বাতিঘর খুলনার পাইকগাছায় বাণিজ্যিক নগরী কপিলমুনি পাবলিক লাইব্রেরি নিভু নিভু অবস্থা। খুলনা জেলার দক্ষিণ তীর্থভূমি বলে খ্যাত উপজেলার কপিলমুনি বিনোদগঞ্জ। ভগ্নদশা থেকে উঠে আনতে বদলী জনিত বিদায়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী অগ্রণী ভূমিকা রাখেন। গত ২৫ সেপ্টেম্বর তিনি ভবন পুন:নির্মাণে উদ্বোধন করেন। নতুন করে আবার আলো ছড়াতে নিভু নিভু অবস্থা থেকে কপিলমুনি পাবলিক লাইব্রেরি ভবনের পুন:নির্মাণ কাজ শুরু হয়েছে। দ্রুত শেষে জ্ঞানের বাতিঘর প্রজ¦লিত হবে এমনটা আশা করে জ্ঞানপিপাসু এ জনপদের মানুষ।
The post অবহেলায় জ্ঞানের বাতিঘর কপিলমুনি পাবলিক লাইব্রেরি নিভু নিভু appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/39KWKmp
No comments:
Post a Comment