Wednesday, September 29, 2021

শেখ হাসিনার জন্মদিনে সাতক্ষীরা মেডিকেল কলেজ চত্ত্বরে বৃক্ষরোপন https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপন করা হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ চত্বরে গ্রীন এনভায়রণমেন্ট মুভমেন্ট সাতক্ষীরা জেলা শাখার ব্যবস্থাপনায় সংগঠনের সভাপতি ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন’র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন-২ আসনের সংসদ সদস্য, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি বিভাগের কনস্যালটেন্ট ডা. সুমন কুমার দাস, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাতক্ষীরা মেডিকেল কলেজের ডা. আব্দুল আলিম, ডা. মাকসুদুল আনাম, ডা. জাহিদ, মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডা. মো. আজমল হোসেন, মেডিকেল কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাঈম ইসলাম সজীব, নয়ন চন্দ্র হালদার, ইন্টার্ন চিকিৎসক পরিষদের ডা. সুমন কুমার শীল, সাধারণ সম্পাদক ডা. রসিফুর রহমান দীপ, যুগ্ম-সাধারণ সম্পাদক পল্লব রায়, রিফাত হোসেন প্রমুখ।

এসময় গ্রীন এনভায়রণমেন্ট মুভমেন্ট সাতক্ষীরা জেলা শাখার ব্যবস্থাপনায় মেডিকেল কলেজ চত্ত্বরে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপন করেন অতিথিবৃন্দ। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, মেডিকেল কলেজ ছাত্রলীগ ও ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দ বৃক্ষরোপন করেন।

The post শেখ হাসিনার জন্মদিনে সাতক্ষীরা মেডিকেল কলেজ চত্ত্বরে বৃক্ষরোপন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ATH109

No comments:

Post a Comment