এমএ রহমান, কেশবপুর(যশোর): কেশবপুরে এক পিওনের কাছ থেকে ৮ লাখ টাকা ধার নিয়ে সুদে-আসলে ২০ লাখ টাকা পরিশোধ করার পরও রেহাই মিলছে না সন্তোস কুমার দাস নামে এক ব্যবসায়ীর। পিওনের অব্যাহত হুমকির ফলে বর্তমানে পরিবারটি নিরাপত্তহীনতায়।
বৃহস্পতিবার সরেজমিনে গেলে উপজেলার কাবিলপুর গ্রামের মৃত রাধাপদ দাসের ছেলে হাসানপুর বাজারের কসমেটিকস ব্যবসায়ী সন্তোষ কুমার দাস সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, গত ৩১-০১-১৮ তারিখে ব্যবসার জন্য একই উপজেলার হাসানপুর গ্রামের ওমির আলী দপ্তরীর ছেলে হাসানপুর কারিগরী মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরী ওলিয়ার রহমানের কাছ থেকে তিনি ৮ লাখ ১০ হাজার টাকা গ্রহণ করেন। টাকা গ্রহণের শুরু থেকে গত ১২-০৪-২১ তারিখ পর্যন্ত সুদে-আসলে ওলিয়ারকে ২০ লাখ ২৭ হাজার টাকা পরিশোধ করার পর সে এক পর্যায়ে ব্যবসায়ীকভাবে দেউলিয়া হয়ে পড়ে। পরবর্তীতে প্রতিমাসের সুদের টাকা দিতে না পারায় ওলিয়ার তার বাড়িতে গিয়ে জোর করে তার সম্পতি লিখে নেওয়ার চেষ্টা করলে তিনি ভয়ে প্রায় দেড় মাস বাড়ি থেকে পালিয়ে বেড়ায়। এদিকে ওই দপ্তরী টাকা ফেরৎ চেয়ে গত ১৪-০৬-২১ তারিখ সন্তোষ কুমার দাসের বিরুদ্ধে হাসানপুর বাজার কমিটি বরাবর একটি লিখিত অভিযোগ করে। ওলিয়ারের অব্যাহত হুমকির ফলে বর্তমানে তিনি তার ব্যবসা ও পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।
হাসানপুর বাজার কমিটির সেক্রেটারি শহিদুল ইসলাম বলেন, ওলিয়ারের অভিযোগের প্রেক্ষিতে গত ০৩-০৯-২১ তারিখে হাসানপুর বাজার কমিটির এক শালিশী বৈঠক অনুষ্ঠিত হয়। শালিশে বাদী-বিবাদীর উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ৪ লক্ষ ১০ হাজার টাকায় মিমাংসা হলে একে অপরের বিরুদ্ধে আর কোন অভিযোগ নেই না মর্মে দেড়শত টাকার স্ট্যাম্পে উভয় পক্ষ ও সাক্ষীগণ সাক্ষর করেন।
এব্যাপারে হাসানপুর কারিগরী মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরী ওলিয়ার রহমান জানান, তিনি সন্তোস দাসকে সুদে নয়, ব্যবসায়ীক পাটনার হিসেবে টাকা দিয়েছিলেন। তার বিরুদ্ধে সুদে কারবারের অভিযোগ সত্য নয়। তবে তিনি বাজার কমিটির মাধ্যমে নগদ ৪ লক্ষ ১০ হাজার টাকা বুঝিয়া পাওয়ার কথা স্বীকার করেন। বাজার কমিটি তার উপর অবিচার করার কারণে পুনরায় তিনি সন্তোষ দাসের কাছে বাকী টাকা ফেরৎ চেয়েছেন।
The post কেশবপুরে ৮লাখ টাকায় সুদে-আসলে ২০ লাখ দিয়েও রেহাই মিলছেনা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZLxafr
No comments:
Post a Comment