তালায় এক সপ্তাহের ব্যবধানে ২কলেজ শিক্ষার্থীর মৃত্যু সংবাদদাতা: সাতক্ষীরার তালায় এক সপ্তাহের ব্যবধানে ২ কলেজ শিক্ষার্থীর অনাকাক্সিক্ষত মৃত্যু হয়েছে। এতে একদিকে শোকে স্ত্যব্ধ পরিবার অন্যদিকে অভিভাবকরা শংকিত। ২৯ সেপ্টেম্বর উপজেলার কানাইয়দিয়া গ্রামের সন্তোষ রায়ের কলেজ পড়ুয়া কন্যা শম্পা রানী রায় (১৮) বিকালে হঠাৎ অসুস্থবোধ করে।
প্রাথমিক চিকিৎসার প্রস্তুতি নেওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। সে কপিলমুনি কলেজের মেধাবী ছাত্রী। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। অপরদিকে গত ২১ সেপ্টেম্বর তালার উথালী গ্রামের মিজানুর রহমান (অবসরপ্রাপ্ত) সেনা সদস্যের পুত্র, বাংলাদেশ ইউনিভার্সিটি ও প্রোফেশনল কলেজের ছাত্র মেহেদী (২২) জ্বর সর্দিসহ হালকা গলা ব্যথা নিয়ে বাড়িতে বুকে যন্ত্রণা অনুভব করলে সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। অকাল মৃত্যুর শিকার মেহেদীর বাবা জানান, মেহেদী করোনার এক ডোজ টিকা গ্রহণ করেছিল। এ বিষয়ে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএইসও রাজিব সরদার জানান, এমন মৃত্যু সত্যই দু:খজনক। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা অনেক কঠিন। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হবে।
The post তালায় এক সপ্তাহের ব্যবধানে ২কলেজ শিক্ষার্থীর মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3mv0Bdx
No comments:
Post a Comment