Wednesday, September 29, 2021

সাতক্ষীরা সদরের ১৩ ইউপিতে ভোট ১১ নভেম্বর https://ift.tt/3CYwQZ6

অনলাইন ডেস্ক: আগামী ১১ নভেম্বর দেশের ৮৪৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট হবে।

 

ঘোষিত তফসিল অনুযায়ী সাতক্ষীরা সদররে আলিপুর ইউনিয়ন ব্যতীত ১৩ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন বুধবার (২৯ সেপ্টেম্বর) দ্বিতীয় ধাপের এই ভোটের তফসিল ঘোষণা করেছে।

এ ধাপের ভোটে ৮৪৮টি ইউপির মধ্যে ২০টিতে ভোট হবে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন)। বাকিগুলোতে ভোট হবে কাগুজে ব্যালটে। সাতক্ষীরা সদরের যেসব ইউপিতে ভোট হবে। সেগুলো হচ্ছে—

বাঁশদহা, কুশখালী, বৈকারি, ঘোনা, শিবপুর, ভোমরা, ধুলিহর, ব্রহ্মরাজপুর, আগরদাড়ী, ঝাউডাঙ্গা, বল্লী, লাবসা ও ফিংড়ী ইউনিয়ন

 

 

The post সাতক্ষীরা সদরের ১৩ ইউপিতে ভোট ১১ নভেম্বর appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3kPyEgC

No comments:

Post a Comment