Tuesday, September 28, 2021

প্রধানমন্ত্রীর জন্মদিনে সাকিবের শুভেচ্ছা https://ift.tt/eA8V8J

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ। প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান।

সোমবার দিবাগত রাতে অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শুভেচ্ছা বার্তায় সাকিব লিখেছেন, ‘আপনার এই বিশেষ দিনে পৃথিবীর সকল সুখ আপনার হোক। মাতৃভূমির প্রতি আপনার অকৃত্রিম ভালোবাসা এবং অকুতোভয় নেতৃত্ব আমাদের অনুপ্রেরণা যোগায়।’

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘দেশের সর্বোপরি উন্নয়নের চাকা সচল রাখায় আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞ। আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। শুভ জন্মদিন আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা।’

সাবেক অধিনায়ক মাশরাফিও শুভেচ্ছা জানিয়েছেন। নড়াইল-২ আসনের সাংসদ লিখেছেন, ‘শুভ জন্মদিন। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, আপনার সুদক্ষ নেতৃত্বে এগিয়ে চলুক প্রিয় বাংলাদেশ। আপনার দীর্ঘায়ু কামনা করি …….।’

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল নেপালের এভারেস্ট লিগ খেলতে নেপালে রয়েছেন। সেখান থেকেই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি, ‘আপনার নেতৃত্ব, দূরদর্শীতা এবং একনিষ্ঠতা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে চলেছে। আপনার নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে, সবার মতো এটাও আমার বিশ্বাস। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি।’

টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহও শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাক আরও বহুদূর। আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।’

 

The post প্রধানমন্ত্রীর জন্মদিনে সাকিবের শুভেচ্ছা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2WmzjwO

No comments:

Post a Comment