পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরা ৩৩ বিজিবির অভিযানে ২০ কেজি রুপার গহনা আটক হয়েছে। ২৭ সেপ্টেম্বর সাতক্ষীরা ধানাধীন কালিয়ানী সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ওই গহনা আটক করে বিজিবি। আটক রুপার গহনার মূল্য ২৪ লক্ষ ৬০ হাজার টাকা। বিজিবি জানায়, গত ২৭ সেপ্টেম্বর রাতে কালিয়ানী বিওপির টহল কমান্ডার হাবিলদার সৈয়দ রবিউল ইসলামের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ৮/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘরিয়া মাঠের মধ্যে গোপন তথ্যের ভিত্তিতে মালিকবিহীন অবস্থায় ২০ কেজি রুপার গহনা আটক করে। পরবর্তীতে অদ্য ২৮ সেপ্টেম্বর এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি জিডি করা হয়েছে এবং আটককৃত রুপার গহণাসমূহ সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মালিকবিহীন অবস্থায় রুপ আটকের বিষয়টি ৩৩ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ-পিএসসি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাতক্ষীরা ব্যাটালিয়নের সকল সদস্য জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো রক্ষার্থে চোরাচালান এবং মাদকদ্রব্য নির্মূল করাই সাতক্ষীরা ব্যাটালিয়নের মূল লক্ষ্য।
The post বিজিবির অভিযানে আধা মন রুপার গহনা আটক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3iclfgP
No comments:
Post a Comment