দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানার আয়োজনে দুর্গাপূজায় নিরাপত্তার বিষয়ে সকল মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় দেবহাটা থানা মিলনায়তনে মতবিনিময় ও ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ।
প্রধান অতিথি ছিলেন দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার ওসি (তদন্ত) ফরিদ আহমেদ, দেবহাটা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন রতন ও দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। এসময় দেবহাটা ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, নওয়াপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম, দেবহাটা থানার সেকেন্ড অফিসার মোবাশে^র হোসেন, এসআই নুর মোহাম্মদ, এসআই হাফিজ মাহবুব, এএসআই সুজিত বিশ^াসসহ উপজেলার ৫টি ইউনিয়নের ২১টি দুর্গাপূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ বলেন, যাতে সুন্দরভাবে এই উৎসব উদযাপন করা যায় সেজন্য প্রশাসনের পাশাপাশি সকল মন্দির কমিটিকে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রধান অতিথি সিনিয়র এএসপি জামিল আহমেদ বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পুলিশ, বিজিবি, র্যাবসহ বিভিন্ন বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তারপরেও সকলকে সতর্ক থাকতে হবে।
The post দেবহাটা থানার আয়োজনে দুর্গাপূজায় নিরাপত্তা ও ওপেন হাউজ ডে appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2YdIQHo
No comments:
Post a Comment