দেবহাটা সংবাদদাতা: দেবহাটার সখিপুরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের আয়োজনে ঈদগাহ বাজারস্থ অফিস কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির দপ্তর সম্পাদক শেখ শরিফুল ইসলাম পলাশ, সদস্য আব্দুল খালেক ভোলা, আকবার আলী (ইউপি সদস্য), সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ইউপি সদস্য মোনাজাত আলী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক মাসুদ আনোয়ার মিলন চৌধুরী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরশাদ আলী, উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, সখিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন খোকন প্রমুখ।
এদিকে অনুরূপভাবে দেবহাটার নওয়াপাড়ায় প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধায় উপজেলা আওয়ামী লীগের নওয়াপাড়াস্থ আঞ্চালিক কার্যালয়ে ওই অনুষ্ঠানে নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ সোহাগ প্রমুখ।
The post দেবহাটার সখিপুর ও নওয়াপাড়ায় প্রধানমন্ত্রীর জন্মদিনের কেককাটা ও আলোচনা সভা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/39MlFGk
No comments:
Post a Comment