Wednesday, September 29, 2021

আশাশুনিতে জলাবদ্ধতায় জনজীবনে দুর্ভোগ চরমে https://ift.tt/eA8V8J

আব্দুস সামাদ বাচ্চু, আশাশুনি: আশাশুনি উপজেলা জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলার কাদাকাটি, কুল্যা ও দরগাহপুর ইউনিয়নের ১০ সহ¯্রাধিক পরিবার জলাবদ্ধতা সৃষ্টিকারীদের দৌরাত্ম্যে চরম বিপর্যস্ত, ৪-৫ হাজার ঘরবাড়ি, শতশত মৎস্য ঘের ও ১০ হাজার একর জমির মৎস্য ঘের, আমন ধান ও সবজি বাগান জলমগ্ন হয়ে পড়েছে। প্রতিবাদ ও বাঁধা সৃষ্টি করতে গেলে প্রতিপক্ষের হুঙ্কার, মিথ্যা মামলা দায়ের করে শায়েস্তা করার আস্ফালনে আতঙ্ক ও নানা শঙ্কা নিয়ে ভীত সন্ত্রস্ত জীবন যাপন করতে বাধ্য হচ্ছে।

 

বুধবার এলাকার কাদাকাটি গ্রামের ইউপি সদস্য আবু হাসান বাবু, সাবেক মেম্বর ইয়াকুব বেগ, ইকবাল হোসেন, রেজাউল করিম, নাজমুল ইসলাম রিপন, শামছুল হক মোড়ল, বদর উদ্দিন, শফিকুল, মফিজুল, আগরদাড়ি গ্রামের গোলাম মোস্তফা, কবির, ইউনুছ, আরার গ্রামের সালাউদ্দিন, বাবু, কচুয়া গ্রামের ইয়াকুবসহ শতশত মানুষ জানান, কুল্যা, কাদাকাটি ও দরগাহপুর ইউনিয়নের দোয়ারাবাদ, মাঝেরাবাদ, পুরারকারডাঙ্গী, কাদাকাটি কোল বিল, কুমোরঠেলা, দাশেরবাদ, বেগের চক, সরু সরদার চক, বাশতলা চক, গোরালী, মাঝেরাবাদ, হাজীর চক, খড়িরাবাদ, কামারাবাদ, চোরাডাঙ্গী, বাদলডাঙ্গী, করচারডাঙ্গী, ছাতিরাবাদ, শৈলমারী, ধাপুয়া, খরিয়াটি, ঝাউবুনি, মারসপড়া, কাহারাবাদ, আগরদাড়ি, দাদপুর, মহিষাডাঙ্গা, নেতাইর চক, খেজুরডাঙ্গা, বশিরাবাদ, হলদেপোতা, সোসাডাঙ্গা, করচাখালী, কলাতোলা, শেয়ারাবাদ, শেখের চক, কেওড়াতলা, নলিডাঙ্গিসহ অসংখ্য গ্রাম, বিল জলমগ্ন হয়ে পড়েছে। তালা উপজেলা, পাটকেলঘাটা থানা ও যশোর জেলার বিভিন্ন এলাকা থেকে বৃষ্টির পানি প্রতিদিন বেতনা ও কপোতাক্ষ নদ দিয়ে এলাকায় ঢুকছে এবং এলাকার সৃষ্টির পানির সাথে মিশে গোটা এলাকাকে নিমজ্জিত করে যাচ্ছে। এসব পানি দাদপুর জলমহাল, কাদাকাটি বিল ফিসারিজ, পাপড়ি ও বুলু নদী দিয়ে হাজীরহাট ব্রিজের তলা দিয়ে হামকুড়া নদী দিয়ে এবং হলদেপোতা ব্রিজ হয়ে খেজুরডাঙ্গা ও হামকুড়া নদী যুক্ত হয়ে গাবতলা স্লুইস গেট দিয়ে বেতনা নদীতে গিয়ে পড়ে। কিন্তু নদী দু’টিতে কমপক্ষে ২০ স্থানে নিচে মাটির বস্তার বাঁধ দিয়ে তার পাশে বাঁশের পাইলিং করে দু’পাশে ডাবল নেট ও বেহুন্দি জাল দিয়ে নদী আড়াআাড়িভাবে আটকে রাখা হয়েছে। মোক্তার গাজী, উত্তম মেম্বার, নূর মোহাম্মদ, মোসলেম, এখলাছসহ বহু ব্যক্তি নদীর পানির ¯্রােত আটকে মাছ চাষ করে থাকেন। বৃষ্টির পানি ও ভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা প্রচুর পানির চাপে এলাকা ভেসে গেলেও নদীতে মৎস্য চাষের সাথে জড়িত ব্যক্তিরা আড়াআড়িভাবে ¯্রােত আটকে দেওয়ায় পয়:নিস্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে।

এলাকার ধানচাষীরা জলমগ্নতার কারণে দু’বার বীজতলায় ধান ফেলে ক্ষতিগ্রস্ত হওয়ার পর কোন রকমে রোপন কাজ করলেও জলাবদ্ধতা সৃষ্টিকারীদের দৌরাত্ম্যে তাদের ধানক্ষেত আবারও নিমজ্জিত হয়ে তারা সর্বশান্ত হতে চলেছে। এছাড়া মৎস্য ঘের পানির চাপে একাকার হয়ে যাওয়ায় তাদের মাথায় হাত উঠেগেছে। ৪-৫ হাজার ঘরবাড়ি পানিতে নিমজ্জিত হয়ে থাকায় বাড়িঘরে যাতয়াত ও বসবাসে চরম বিপত্তির সৃষ্টি হয়েছে। স্বচক্ষে না দেখলে তাদের করুণ পরিণতি উপলব্ধি করা যাবেনা। এলাকার কমপক্ষে ১০ হাজার পরিবার জলমগ্ন হয়ে পড়েছে। ১০ হাজার একর জমির আমন ধান, মৎস্য ঘের ও সবজি ক্ষেত নিমজ্জিত হওয়ায় এলাকার মানুষের মধ্যে দু:খ দুর্দশার বন্যা বইতে শুরু করেছে। এলাকার মানুষের করুণ পরিণতি লাঘবে সাবেক ইউপি চেয়ারম্যান মফিজুল হক, ইউপি সদস্য আবু হাসান ও সাবেক মেম্বার ইয়াকুব আলিসহ এলাকার শত শত ক্ষতিগ্রস্ত মানুষ প্রশাসনকে অবহিত করে গত ২৬ সেপ্টেম্বর নদী দু’টিতে গমন করে পয়:নিস্কাশনে বাঁধা সৃষ্টিকারী নেট, জাল অপসারণে নামেন। তারা বিভিন্ন স্থানে ১৪টি নেটপাটা অপসারণ করে গাবতলা এলাকায় পৌছে মোক্তার আলি ও তপনের বালির বস্তা, নেট, বেহুন্দি জাল অপসারণের জন্য গেলে মোক্তার, সবুরসহ তাদের লোকজন বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নদীতে থাকা লোকজনকে বাঁধা দিতে যান। এসময় উত্তপ্ত বাক্য বিনিময় ও প্রতিরোধের উদ্রেক হলে জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তি উভয় পক্ষকে থামিয়ে শান্তিপূর্ণ মিমাংসা করে স্ব স্ব এলাকায় ফিরে যান। কিন্তু প্রতিপক্ষ লুটপাট, মারপিটসহ নানাবিধ মিথ্যা ও চরম বিপজ্জনক অভিযোগ লিখে থানায় লিখিত অভিযোগ করলে এলাকার মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জলমগ্ন ও মাছ, ধান, ঘরবাড়ি হারা মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ঘরছাড়া করার ষড়যন্ত্রের অপচেষ্টা অসহায় এলাকাবাসীর উপর মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিতে চলেছে।

 

এলাকার মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে চায়, নিশ্চিন্তে স্ব স্ব গৃহে বসবাস করতে চায়, ফসল ও মাছের ঘেরে নির্বিঘেœ মাছ চাষের পরিবেশ চায়। জলাবদ্ধতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করত: অতি দ্রুত পয়:নিস্কাশন ব্যবস্থা স্বাভাবিক করতে তারা এমপি রুহুল হক, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, ওসিসহ সকলের সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

The post আশাশুনিতে জলাবদ্ধতায় জনজীবনে দুর্ভোগ চরমে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3AW9J0u

No comments:

Post a Comment