এ হামলা মানবিকতা নৈতিকতা ও সৌজন্যবোধের ক্ষেত্রে চরম কুঠারাঘাত
বদিউজ্জামান: রাষ্ট্রের তৎকালীন সদ্য সাবেক প্রধানমন্ত্রী, তৎকালীন জাতীয় সংসদের বিরেধী দলীয় নেত্রী ও সংসদ সদস্য জননেত্রী শেখ হাসিনা ছিলেন মামলার প্রধান ভিকটিম। ঢাকা থেকে প্রায় তিন’শ কিলোমিটার দূরে মফস্ফল শহর সাতক্ষীরাতে এসে একজন বীর মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখে ফেরার পথে তাঁর উপর হামলার ঘটনা ধিক্কার জনক ও নিন্দনীয়। এটি কেবলই একটি নিন্দনীয় অপরাধ নয় বরং দেশের রাষ্ট্রাচার, মানবিকতা, নৈতিকতা ও সৌজন্যবোধ এর ক্ষেত্রে চরম কুঠারাঘাত। কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়েরকৃত ৫ আসামীর আপীল মামলার রোববারের রায়ে দেওয়া পর্যবেক্ষনে এ সব কথা উলেলখ করেন বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।
রায়ে আপীলকারী আসামী শাহিনুর, বিদার মোড়ল, আব্দুল গফ্ফার, সোহাগ হোসেন ও মাহফুজার মোল্যার করা ক্রিমিনাল আপীল মামলাটি না-মঞ্জুর করে নিন্ম আদালতের দেওয়া সাজার আদেশ বহাল রাখেন আদালত। ইতোপূর্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়েরকৃত ৭ আসামীর ৪টি আপীল মামলা শুনানী শেষে না-মঞ্জুর করে নিন্ম আদালতের রায় বহাল রাখেন বিচারক শেখ মফিজুর রহমান।
আদালত সূত্রে জানা যায়, কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দ্রত বিচার আইনের মামলায় গত ৪ ফেব্রæয়ারী সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হতে দেয়া রায়ে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ আসামীর সকলকেই বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। উক্ত রায়ে ক্ষুব্ধ হয়ে দায়রা জজ আদালতে একাধিক ক্রিমিনাল আপীল মামলা দায়ের করেন আসামী পক্ষ।
এদিকে গত রোবারের আপীল মামলার রায়ে রাষ্ট্র পক্ষের পিপি আ্যাড. আব্দুল লতিফ সন্তোষ প্রকাশ করলেও আসামী পক্ষের আইনজীবীগন উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপীল করবেন বলে জানান।
উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ার একজন মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে কেন্দ্রীয় নেতাকর্মীদের নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন সাবেক বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বেলা ১২ টার দিকে তিনি তাঁর সফর সঙ্গীদের নিয়ে কলারোয়া হয়ে যশোরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে কলারোয়া বাজারের বিএনপি অফিসের সামনে পৌছালে তাঁকে প্রাণনাশের চেষ্টায় হামলা করে সন্ত্রাসীরা।
The post শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় দায়রা আদালত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3zHkeDr
No comments:
Post a Comment