Sunday, September 26, 2021

আশাশুনিতে বিএস রেকর্ড নিয়েও জমির মালিকানা পাচ্ছেনা পরিবার https://ift.tt/eA8V8J

আশাশুনি সংবাদদাতা: বিএস রেকর্ড প্রস্তুত হওয়ার পরও জমির মালিকানা পাচ্ছে না আশাশুনির কাকড়াবুনিয়া গ্রামের একটি পরিবার। জমিটি গায়ের জোরে দখলে রেখেছে হত্যা, বিস্ফারকসহ একাধিক মামলায় অভিযুক্ত প্রতিপক্ষ আফসার আলী ও তার লোকজন। এ ব্যাপারে জমির মালিক আফসারসহ তার দলবলের বিরুদ্ধে পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন।

জানা গেছে, কালিগঞ্জের কালিকাপুর গ্রামের মৃত বশির উদ্দীন গাজীর ছেলে শমসের গাজী আশাশুনির শ্রীউলা ইউনিয়নের লাঙ্গলদাড়িয়া মৌজার এস,এস ৯৪নং খতিয়ানের সাবেক ৪৫৫ ও ৪৫৬ দাগে ৪একর ৫২শতক জমি ক্রয়ের পর থেকে উক্ত জমিতে ১৯৯২সালে বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী হাজী আব্দুস ছাত্তার মোড়ল ব্যবসায়ী পার্টনার শমসের এবং ডিডমুলে সহ¯্রাধীক বিঘা জমির মৎস্য ঘের শুরু করেন। গত ২০১৫ সালে স্বার্থান্বেষী মহলের নেতা আফসার আলীর যোগ সাজসে তৎকালীন ইউনিয়ন ভূমিকর্মকর্তা এটিএম আইনুল হক উৎকোচের বিনিময়ে নিয়ম বহির্ভূতভাবে উক্ত সম্পত্তি বেওয়ারিশ সম্পত্তি হিসাবে ৯২(ক) ধারায় ০১নং খাস খতিয়ানভুক্ত করেন। এরপর চলমান জরীপের ৪৯৫ ডিপি এবং হাল ১১২৫নং দাগে শমসের গাজীর পক্ষে বিএস রেকর্ড প্রকাশিত হয়েছে। বর্তমানে বাংলা ১৪২৮ সনের জন্য আফছারসহ ৯জন একসনা ইজারা নেওয়ার জন্য আবেদন করেছে বলে জানা গেছে।
এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহীন সুলতানার সাথে কথা হলে তিনি বলেন, একসনা ইজারা নেওয়ার জন্য আফসারসহ ৯জন আমার দপ্তরে আবেদন করেছেন। যাচাই বাছাই সম্পন্নপূর্বক আইনগত পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

The post আশাশুনিতে বিএস রেকর্ড নিয়েও জমির মালিকানা পাচ্ছেনা পরিবার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3m3IQl0

No comments:

Post a Comment