Monday, September 27, 2021

পুরাতন সাতক্ষীরায় জমি নিয়ে দুই পক্ষের বিরোধ https://ift.tt/eA8V8J

পত্রদূত রিপোর্ট: শহরের পুরতন সাতক্ষীরায় আলিয়া মাদ্রাসাপাড়ায় জমি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। যদিও একপক্ষ অন্য পক্ষকে ফাসানোর চেষ্টায় সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ করেছে। অভিযোগকারী পুরতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসাপাড়ার এসএম শফিউল্লাহ’র স্ত্রী মনিরা বেগম জানান, তার পিতা মো. আব্দুল মজিদ রামচন্দ্রপুর মৌজার ৬৬/৩ খতিয়ানের এসএ ৭০২, হাল ৭৭১ দাগে ৪ শতকসহ অন্যান্য দাগের ৮০ শতক জমির খরিদ ও এওয়াজ সূত্রে মালিক। তার মৃত্যুর পর তিনি উক্ত জমি ভোগ দখল করেন। ২৫ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে জমির দাবিদার অপরপক্ষ প্রবেশ করে। তারা জমি দখলের জন্য সীমানা খুটি পুততে থাকলে মনিরা বেগমের লোকজন বাধা দেন। এ সময় তারা উভয় পক্ষের মধ্যে কথাকাটি হয়। একই এরাকার শফিকুল ইসলাম, আব্দুল হাকিম, শাহিন, আবু মুছা, রহমত আলী, জাহাঙ্গির ছালেক আমিনের বিরুদ্ধে অভিযোগ করেন মনিরা বেগম।

এদিকে ক্রয়সূত্রে জমির মালিক শফিকুল ইসলাম জানান, ৭৭১ দাগে আব্দুল মজিদের মাত্র ৪শতক জমি। যার আমানত মামলা চলছে আদালতে। ওই দাগে রয়েছে ৪৫ শতক জমি। আমি সেখান থেকে জমির মূল মালিক গুলশান আরার ওয়ারেশদের নিকট থেকে ১৪.৩০ শতক জমি কিনেছি। জমির খাজনাও আমি পরিশোধ করে মিউটেশন করেছি। যার মিউটেশন হোল্ডিং নং ৫৭০। সাবেক কাউন্সিলর আব্দুস সেলিম, আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আমার কেনা জমির দখল বুঝে নিতে গেলে মনিরা বেগম ও তার স্বামী এসএম শফিউল্লাহ আমাকে গালিগালাজসহ মিথ্যা মামলায় ফাসিয়ে হয়রানীর করার হুমকি দেয়। মনিরা বেগমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ করেন শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম এ ব্যাপারে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।

কালিগঞ্জে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন: সাংবাদিকদের তথ্য দেওয়ায় ব্যাংক কর্মকর্তাসহ দু’জনকে পেটালেন ইউপি সদস্য
পত্রদূত রিপোর্ট: কালিগঞ্জে ইউএনও’র নির্দেশ অমান্য করে সরকারি খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলনের বিষয়ে সাংবাদিকদের তথ্য দেওয়ায় ব্যাংক কর্মকর্তাসহ দু’জনকে প্রকাশ্যে মারপিট করেছেন বিতর্কিত ইউপি সদস্য সিরাজুল ইসলাম (৪২)। গত ১৮ সেপ্টেম্বর দৈনিক পত্রদূতসহ বিভিন্ন পত্রিকায় ‘‘সরকারি খাল থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন’’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদের পর ইসলামী ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম ও তার ভাই শফিকুল ইসলামকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বিষ্ণুপুর ইফপি’র ৬নং ওয়ার্ডের মেম্বার সিরাজুল ইসলাম ও তার বাহিনী।

জানা যায়, সিরাজুল মেম্বার অবৈধভাবে পুঁটিমারি খাল থেকে বালি উত্তোলন করছিলো। এ বিষয়ে গত ১৮ সেপ্টেম্বর পাঠকনন্দিত পত্রিকা ‘দৈনিক ‘পত্রদূত’-এ সচিত্র সংবাদ প্রকাশিত হয়। এরপর ২৪ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে প্রকাশ্য বাজারে ডেকে নিয়ে ব্যাংক কর্মকর্তা ও তার ভাইকে মারপিট করে সিরাজুল ইসলাম ও তার বাহিনী।

স্থানীয়দের অভিযোগ, উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর নাম ভাঙিয়ে সিরাজুল মেম্বার এলাকায় মারপিট, সংখ্যালঘু নির্যাতনসহ বিভিন্ন অপকর্মের সাথে সরাসরি জড়িয়ে পড়ছে। বিভিন্ন সালিশ বিচারের নামে সাধারণ মানুষের কাছ হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা। আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর নির্যাতন চালিয়ে আসছেন বলে অভিযোগ তাদের।
স্থানীয়রা আরও বলেন, বালি উত্তোলনের বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে ঘঁনাস্থলে পাঠিয়ে সিরাজুল মেম্বারকে বালি উত্তোলন করতে নিষেধ করেন। কিন্তু প্রশাসনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে ড্রেজার মেশিন না সরিয়ে তিনি আবারও বালি উত্তোলন শুরু করেন।

এবিষয়ে সিরাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কাউকে মারপিট করিনি। আমার বিরুদ্ধে সাংবাদিকদের মিথ্যা তথ্য দেওয়া হয়েছে।

প্রসঙ্গত: কালিগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে পুঁটিমারি খাল। শুষ্ক মৌসুমে খালের পানি দিয়ে ফসল ফলানোসহ মৎস্যঘেরের পানির উৎস হিসেবে ব্যবহার করা হয়। সরকারি এই খালের দু’পাশে রয়েছে বিভিন্ন স্থাপনা। অথচ বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাবুর আলী মোড়লের ছেলে আব্দুর রহিম মোড়ল (৩৫) ও ইউপি মেম্বার সিরাজুল ইসলাম (৪০) অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালি তুলে জমি ভরাটসহ বিক্রি করছেন। বালি উত্তোলনের কারণে বিভিন্ন স্থানে ধ্বসের সৃষ্টি হয়েছে। জনস্বার্থে স্থানীয়রা অভিযুক্ত সিরাজুল ও আব্দুর রহিমকে বারবার অনুরোধ করলেও তাতে কর্ণপাত করেননি তারা।

The post পুরাতন সাতক্ষীরায় জমি নিয়ে দুই পক্ষের বিরোধ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/39JXrwc

No comments:

Post a Comment