সংবাদদাতা: তালা উপজেলার পাটকেলঘাটা থানার লাঢ়ীপাড়া বাজারের কাছেই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনাতাইকারীরা এসময় নগদ টাকা, স্বর্ণালঙ্কর ও মোবাইল ছিনিয়ে নেয় বলে জানা গেছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ১২টার কিছু আগে এ ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীরা তাদের বেদম পারপিট করলে স্থানীয়রা আহত অবস্থায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন।
প্রাপ্ত তথ্য ও ছিনতাইয়ের কবলে পড়া সেনপুর গ্রামের আছাদুল সরদারের ছেলে তারেক আজিজ (২০) ও আমিনুর সরদারের ছেলে সাগর সরদার (২৬) জানান, সেনপুর বাজারে তাদের চা ও মুদিখানার দোকান আছে। পাটকেলঘাটায় দোকানের মালামাল কেনার জন্য ভ্যান যোগে যাওয়ার সময় লাঢ়ীপাড়া বাজারের কাছে পৌঁছালে মুখচেনা অপরিচিত ১৫-২০ জন ব্যক্তি তাদের ভ্যানের গতিরোধ করে বেদম মারপিট করতে থাকে। এসময় তাদের কাছে থাকা তারেকের কাছ থেকে ২০ হাজার টাকা, ১টি চেইন ও অপপো-এ ১২ মডেলের একটি ফোন এবং সাগর সরদারের কাছে থাকা ব্যবসার ২৫ হাজার টাকা, ১টি ১০ এক্স স্যামপনি ফোন ও ১ আংটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ বলেন, আমি ঢাকাতে আছি এমন কোনো ঘটনা আমার জানা নেই।
The post পাটকেলঘাটার লাঢ়ীপাড়ায় ছিনতাই! appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3AWZ5qA
No comments:
Post a Comment