Thursday, September 30, 2021

আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২১ সকলের জন্য ডিজিটাল সমতা https://ift.tt/eA8V8J

ডা. সুশান্ত কুমার ঘোষ
বয়স্ক ব্যক্তিদের ডিজিটাল জগতে অন্তর্ভুক্তি করার প্রয়োজনীতার উপর গুরুত্ব দেওয়ার উদ্দেশ্যে ‘সকলের জন্য ডিজিটাল সমতা’ এই বিষয়ের উপস্থাপনা করা হয়েছে। ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবে অংশী হওয়ার ও এসডিজি বাস্তবায়নে প্রবৃদ্ধির সূচকে সকল বয়সের সক্ষম মানুষকে সম্পৃক্ত করার প্রয়োজন। আমাদের তথা প্রবীণদের এগিয়ে আসতে হবে এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে অংশগ্রহণ করতে হবে। বয়স্করা ও নারীরা উপযুক্ত শিক্ষার অভাবে ডিজিটাল বৈষম্যের শিকার হচ্ছে। বয়স্কদের ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বৃদ্ধির জন্য শিক্ষার আওতায় আনতে হবে এবং আমাদের উদ্যোগী হতে হবে যার ফলে আমরা (বয়স্করা) ডিজিটাল উন্নয়নের ভূমিকা রাখতে পারি এবং বিভিন্ন কর্মসংস্থানে অংশগ্রহণ করতে পারি, এর ফলে বয়স্করা স্বচ্ছল, সুস্থ্য থাকবে ও স্বাচ্ছন্দ জীবন যাপন করতে পারবে, সমাজও উপকৃত হবে এবং বয়স্কদের অন্যের নির্ভরতা কমে যাবে, পরিবারের ও সমাজের উপর চাপ কমবে, সামাজিক নিরাপত্তা মজবুত হবে। ২০৫০ সালে পৃথিবীতে ২০০ কোটি বয়স্কদের সংখ্যা হবে অর্থাৎ মোট জনসংখ্যার ২২ শতাংশ। বাংলাদেশে ২০১৮ জরিপে ১ কোটি ৩৫ লক্ষ বয়স্ক ব্যক্তি যার ৩ এর ২ অংশ অস¦চ্ছল। করোনার কারনে বিশে^র বয়স্করা সর্বাধিক প্রতিকুলতার মুখোমুখি হয়েছে। প্রবীণরা আক্রান্ত হয়েছে ৬৭-৭৭ শতাংশ এবং মারা গেছে ২২-২৮ শতাংশ। এ সময় সামাজিক নিরাপত্তার অভাব, স্বাস্থ্য সেবার অভাব, আলাদা থাকা, একাকী বাস করা, পরিবারের অবহেলায় নিগৃৃহীত হতে হয়েছে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বয়স্করা স্থায়ীভাবে সমাজের ও রাষ্ট্রের সুযোগ সুবিধাগুলি ভোগ করতে পারবে। বিশ^ব্যাপী মতবিনিময় করার সুযোগ পাবে, তাদের সমস্যা নিয়ে কথা বলতে পারবে। প্রবীণদের সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধি করতে যথাযথ প্রশিক্ষণের প্রয়োজন হবে। বাংলাদেশকে প্রবীণ হিতৈষী দেশ হিসেবে গড়ে তুলতে যথাযথ প্রবীণ বান্ধব হিসাবে সার্বজনীন পেনশন স্কীম, বীমা, বিশেষ স্বাস্থ্যসেবা ব্যবস্থার পলিসি গ্রহণ করার জন্য বাংলাদেশ প্রবীণদের পক্ষ থেকে সরকারের কাছে আমরা জোরালো দাবি জানাচ্ছি, ঞড় গধশব ধ ঐবধষঃযু অমবরহম. যার মাধ্যমে সুস্থ্য ও সমৃদ্ধ বয়ষ্ক জনগোষ্ঠী তৈরী হবে। বর্তমানে করোনা মোকাবেলায় আমরা সচেতন ও সচেষ্ট থাকবো, স্বাস্থ্য বিধি মেনে চলবো, মাস্ক পরবো, জনসমাগম এড়িয়ে চলবো, ভ্যাকসিন নিবো, যোগাযোগের মাধ্যমে আমাদের মাঝে অকৃত্রিম বন্ধন গড়ে তুলবো। লেখক: মেডিসিন বিষেশজ্ঞ ও সভাপতি, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশন, সাতক্ষীরা

The post আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২১ সকলের জন্য ডিজিটাল সমতা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3uqlERY

No comments:

Post a Comment