Thursday, September 30, 2021

খাস জমি সংক্রান্ত মামলা বিচারের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে: শেখ মফিজুর রহামান https://ift.tt/eA8V8J

খাস জমি সংক্রান্ত মামলা বিচারের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে: শেখ মফিজুর রহামানবদিউজ্জামান: সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, সাতক্ষীরায় খাস জমির পরিমাণ অনেক বেশী এবং বিরোধও অনেক বেশি, যে কারণে খাস জমি সংক্রান্ত মামলা বিচারের ক্ষেত্রে অগ্রাধীকার দিতে হবে। তিনি বিচারক এবং আইনজীবীদের উদ্দেশ্যে আরও বলেন, আইনে জমি-জমার প্রত্যেকটা মামলা আপোষযোগ্য, আমাদের প্রত্যেককে সেই আপোষের মনোভাবটা থাকতে হবে। এর ফলে পারিবারিক বন্ধন যেমন অটুট থাকবে, তেমনি মামলা জটও অনেকাংশে কমে যাবে।

জেলা লিগ্যাল এইড কমিটি, সাতক্ষীরার আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা লিগ্যাল এইড কমিটির নিয়মিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

শেখ মফিজুর রহমান আরও বলেন, ভূমি ব্যবস্থাপনা করতে যেয়ে অব্যস্থাপনাই বেশি দেখা দিয়েছে। খাস জমির সংখ্যা বাড়ছে, বিরোধ বাড়ছে, মানুষ লোভাতুর হচ্ছে, ফলে মামলাও বাড়ছে। আদালত মানুষের আস্থার সর্বশেষ জায়গা উল্লেখ করে তিনি আরও বলেন, খাস জমি যদি সঠিকভাবে বন্টন করা যেত, তবে বিরোধ জিইয়ে থাকতোনা, মামলাও কমে যেত। তিনি বলেন, সাতক্ষীরার আদালতগুলোতে ৬২ হাজার ৫’শ মামলা বিচারাধীন রয়েছে, আর এসব মামলা পরিচালনা জন্য বিচারক রয়েছেন মাত্র ২২ জন। যেখানে একজন বিচারক ৩শ’ মামলা সুষ্ঠুভাবে বিচার করতে পারেন, সেখানে তাঁকে বিচার করতে হচ্ছে ৩ হাজারেরও বেশি মামলা। এসব সমস্যার মধ্য দিয়েও সাতক্ষীরার বিচার বিভাগ বিচারপ্রার্থী জনগণের জন্য কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: হুমায়ূন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার মো: ইকবাল হোসেন, জজ কোর্টের জিপি এড. শম্ভুনাথ সিংহ ও পিপি এড. আব্দুল লতিফ। এছাড়া সভায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, যুগ্ম-জেলা ও দায়রা জজ মো: ফারুক ইকবাল, ল্যা- সার্ভে ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল আজাদ, সিনিয়র সহকারী জজ মো: নাছির উদ্দীন ফরাজী, সহকারী জজ সাবরিনা চৌধুরী, জেলা নাগরিক কমিটির আহবায়ক মো: আনিসুর রহিম, প্রেসক্লাব সভাপতি মো: মমতাজ আহমেদ বাপী, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আ, ক, ম রেজওয়ান উল্যাহ সবুজ, এড, সরকার যামিনী কান্ত ও এড. মো: মুনিরুদ্দীন প্রমূখ। সভায় বিচারক, আইনজীবী, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ ও এনজিও কর্মীগণ উপস্থিত ছিলেন।

খাস জমি সংক্রান্ত মামলা বিচারের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে: শেখ মফিজুর রহামান
সভার একপর্যায়ে এনজিও প্রতিষ্ঠান ‘উত্তরণ’ এর ‘খাস জমির মামলা দ্রুত নিষ্পত্তি’ শীর্ষক এক সেমিনারও অনুষ্ঠিত হয়। এতে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, খাস জমির মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তি করতে হবে। সরকারী খাস জমি যেন প্রকৃত দরিদ্র মানুষ পায় সেদিক থেকে রাষ্ট্রের যে অঙ্গীকার তা যেন যথাযথ ভাবে বাস্তবায়িত হয় সেজন্য আমাদের সকলকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। বক্তারা আরও বলেন, জমি-জায়গার প্রত্যেকটা মামলা আপোষ যোগ্য হলেও আমরা সেদিকে নজর দেইনা, ফলে বছরের পর বছর মামলা চলতে থাকে, পারিবারিক বন্ধন নষ্ঠ হয় এবং সমাজে বিশৃংখলার সৃষ্টি হয়। এসব মামলা আপোষ আলোচনা ও ন্যায় বিচারের মাধ্যমে নিষ্পত্তি করে মামলা জট কমানো যেতে পারে। সেমিনারে আলোচনায় অংশ নিয়ে একাধিক বিচারক তাঁদের বক্তব্যে বলেন, আমরা খাস সম্পত্তির মামলা অগ্রাধিকার ভিত্তিতে এবং দ্রুত নিষ্পত্তি করতে চাই, কিন্তু এজন্য প্রয়োজনীয় সংখ্যক বিচারক দরকার, যা আমাদের নেই। এ ব্যাপারে যাদের উদ্যোগ নেয়া দরকার অজ্ঞাত কারনে তাঁরা সে উদ্যোগ নেন না। এছাড়া বাদী এবং বিবাদী পক্ষের অহেতুক সময় নেয়ার কারনেও অনেক ক্ষেত্রে মামলা বিলম্বিত হয় বলেও উল্লেখ করেন বিচরক বক্তাগণ। তাঁরা আরও বলেন, অনেক সময় সরকারি আইনজীবীগণ সময় মতো সাক্ষী (তহশিলদারদেরকে) আদালতে হাজির করতে নাপারা বা যথাসময়ে জবাব দাখিল না করার কারনেও মামলা বিলম্বিত হয়। একটি মামলা দ্রুত নিষ্পত্তি করতে হলে বাদী এবং বাদীর আইনজীবী, বিবাদী এবং বিবাদীর আইনজীবী ও সংশ্লিষ্ঠ বিচারকের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলেও বক্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন। সভা সঞ্চালনা করেন, জেলা লিগ্যাল এইড অফিসার এবং সিনিয়র সহকারী জজ সালমা আক্তার।

The post খাস জমি সংক্রান্ত মামলা বিচারের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে: শেখ মফিজুর রহামান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3zXVxD9

No comments:

Post a Comment