Thursday, September 30, 2021

শ্যামনগরে নূরনগর বৃদ্ধকে জোর করে অলিখিত স্টাম্পে টিপসই নেওয়ার অভিযোগ https://ift.tt/eA8V8J

 

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের হরিনাগাড়ি গ্রামের মৃত জ্যোতিষ সরদারের পুত্র মহেন্দ্র সরদার (৬৫)কে বাড়িতে ডেকে নিয়ে পিঠমোড়া দিয়ে বেঁধে জোর করে অলিখিত নন জুডিশিয়াল স্টাম্পের উপর টিপসই দিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের আব্দুল আজিজ খোকন (৫৮), আবুল কালাম গাজী (৩৫) ও মোহাম্মদ আলী (৩০) এর বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, মহেন্দ্র নাথ সরদার ও তার স্ত্রী সীতা বালা সরদারের নামীয় চিরস্থায়ী বন্দোবস্তকৃত রেজিস্ট্রি কবুলিয়াত দলিল সম্পত্তি। তারা স্বামী স্ত্রী ভূমিহীন হিসেবে সরকারি খাস সম্পত্তি বিগত ০৪-০৭-১৯৯৩ তারিখে শ্যামনগর রেজিস্ট্রি অফিস হইতে বন্দোবস্ত ১০৬৫/৮৮-৮৯ নং মামলা মোতাবেক ৩৩২৯ নং রেজিস্ট্রি কবুলিয়াত দলিল অনুযায়ী দশমিক ৯০ শতক সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলো। কিন্তু উক্ত সম্পত্তির সরকারিভাবে দলিল থাকার সত্বেও হরিনাগাড়ি গ্রামের পুটে সরদারের পুত্র জালাল উদ্দিন সরদার লোভের বশবর্তী হয়ে, গায়ের জোরে অন্যায়ভাবে দশমিক ৩৮ শতক জমি জবরদখল করে খাচ্ছে।
জালাল উদ্দিন সরদার এর কাছ থেকে উক্ত জমি উদ্ধার করে দেয়ার নাম করে, আব্দুল আজিজ খোকন ও তার দুই পুত্র আবুল কালাম গাজী ও মোহাম্মদ আলী তাদের বাড়িতে মহেন্দ্র নাথ সরদারকে ডেকে নিয়ে অলিখিত স্টাম্পে টিপসই দিতে বলে কিন্তু টিপসই দিতে রাজি না হওয়ায়, তাকে পিঠমোড়া দিয়ে বেঁধে জীবন নাশের ভয় দেখিয়ে জোরকরে ০৩-০৮-২০২১ তারিখে অলিখিত স্টাম্পের উপর টিপসই দিয়ে নেয় এবং তাকে তাড়িয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে চলেছে।
মহেন্দ্র নাথ সরদার তার সম্বল টুকু ফিরে পেতে প্রশাসনসহ সকলের কাছে আকুল আবেদন জানান। এছাড়াও তিনি প্রতিকার চেয়ে শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও উপজেলার অফিসার ইনচার্জ, শ্যামনগর বরাবার আবেদন করেছেন।

The post শ্যামনগরে নূরনগর বৃদ্ধকে জোর করে অলিখিত স্টাম্পে টিপসই নেওয়ার অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3zZ2nIe

No comments:

Post a Comment