কেড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: সাতক্ষীরার ভাদড়া ফুটবল ম্যাচে ২-০ গোলে মাই ইলেকট্রিককে হারিয়ে জয়লাভ করেছে জুয়েল ট্রেডার্স।
বৃহস্পতিবার বিকালে স্থানীয় ফুটবল মাঠে বিবিএস স্পোর্টিং ক্লাবের আয়োজনে জুয়েল ট্রেডার্স ও মাই ইলেকট্রিকের মধ্যকার খেলার শুরুর ২৫ মিনিটে জুয়েল ট্রেডার্সের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় শাহেদ একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে বিরতিতে যায়।
বিরতির পর খেলার শুরু ১০ মিনিটে জুয়েল ট্রেডার্সের ৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় জাহিদ আরো একটি গোল করে ব্যবধান বাড়ান। রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ২-০ গোলে জয়লাভ করে জুয়েল ট্রেডার্স। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন হাফিজুল ইসলাম (হাফিজ)। তাকে সহযোগিতা করেন একরামুল ও বদরুজ্জামান। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।
The post সাতক্ষীরার ভাদড়া ফুটবল ম্যাচে সেমিতে জুয়েল ট্রেডার্স appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3kUpoI1
No comments:
Post a Comment