Wednesday, September 1, 2021

সাতক্ষীরার মালয়েশিয়া প্রবাসী মনির মৃত্যু: এলাকায় শোক https://ift.tt/eA8V8J

সংবাদদাতা: মালয়েশিয়ার পেনাং সরকারি হাসপাতালে বুধবার গভীর রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসী কর্মী মো: মনিরুল ইসলাম মনি মারা গেছেন। মৃত মনিরুল ইসলাম দীর্ঘ বছর ধরে কঠোর পরিশ্রম করে দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন।

তার গ্রামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের পরনদহা গ্রামে। তার পিতার নাম মোঃ আইয়ুব আলী। কুয়ালালামপুর থেকে প্রবাসী মোঃ হাবিবুল্লাহ সরদার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত মনিরুল ইসলাম মনির প্রতিবেশি মোঃ তুহিন রানা জানান, মনিরুলের মৃত্যুর খবর পেয়ে তার গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। তার স্বজনদের বাড়িতে চলছে শোকের মাতম। মনিরুল ইসলাম দেশে তার স্ত্রী কেয়া খাতুন, মা সুফিয়া বেগম এবং মেয়ে, জিবা, ইভা ও ছেলে ফাইজানসহ অসংখ্য আত্মিয় স্বজন গুনাগ্রাগি রেখে গেছেন।

সেদেশের প্রশাসন থেকে জানানো হয়েছে বিকালের ভেতর জানানো হবে লাশ দেশে পাঠানো যাবে কিনা। অন্যথায় শিগগিরই মনিরুল ইসলামের লাশ স্থানীয়ভাবে দাফন করা হবে বলে জানা গেছে।

The post সাতক্ষীরার মালয়েশিয়া প্রবাসী মনির মৃত্যু: এলাকায় শোক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3BpbB1E

No comments:

Post a Comment