কেশবপুর (যশোর) প্রতিনিধি: জিংক ধান চাষ করি’ সুস্থ্যসবল জাতি গড়ি’-এই প্রতিবাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে কেশবপুর উপজেলা মিলতায়নে যশোর রুপদীয়া আলী সিড ফার্মের আয়োজনে মানবদেহে জিংকের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলী সিড ফার্মের মার্কেট সিস্টেম ম্যানেজার (ইউএস এইড এর আর ডিসি এ্যাক্সিভিটি এসিডি আই/ডোকা) একেএম ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক ও আলী সিড ফার্মের সত্যাধিকারী শাহনেওয়াজ আলী প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ২০০ কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
The post কেশবপুরে মানবদেহে জিংকের প্রয়োজনীয়তা সম্পর্কে র্যালি ও আলোচনা সভা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3BSzM8P
No comments:
Post a Comment