নিজস্ব প্রতিনিধি: কলারোয়ার ৩নং কয়লা ইউনিয়ন কৃষকলীগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কয়লা ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় কয়লা বাজার আওয়ামী লীগের কার্যালয়ে ইউনিয়ন কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কৃষক নেতা প্রনব ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক আতিয়ার রহমান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আমজাদ হোসেন, কলারোয়া উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কয়লা ইউনিয়নে আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদ, কলারোয়া উপজেলা কৃষকলীগের আহবায়ক আমানউল্লাহ মোড়ল, সদস্য সচিব সন্দীপ রায়, কলারোয়া পৌর কৃষকলেগের আহবায়ক আবু সাঈদ রেজা। আলোচনা সভা শেষে মশিউর রহমানকে আহবায়ক, আব্দুল মাজেদ সানাকে যুগ্ম-আহবায়ক ও প্রশান্ত মন্ডলকে সদস্য সচিব মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট কয়লা ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়।
The post কলারোয়ার কয়লা ইউনিয়ন কৃষকলীগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3mYbsOU
No comments:
Post a Comment