বিশেষ প্রতিনিধি: সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা ২০০৯ যথাযথ ভাবে বাস্তবায়ন না হওয়ায় বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কালিগঞ্জের মৎসজীবীরা। তাদের নাম ভাঙিয়ে জলমহাল ইজারা নিয়ে লাভবান হচ্ছেন একটি প্রভাবশালী চক্র। মৎস্যজীবী হিসেবে নিবন্ধন করতে ও জলমহাল ইজারা পেতে নানামূখী ভোগান্তির শিকার হতে হয়। এটা থেকে পরিত্রাণ পেতে গণমাধ্যমকর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ৩ টায় উত্তরণ-অপ্রতিরোধ্য প্রকল্প এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় কালিগঞ্জ রাজস্ব অফিস পাঠাগার মিলনায়তনে আয়োজিত কর্মশালায় উপস্থিত অতিথিবৃন্দ এ সব কথা বলেন। সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা ২০০৯ সমস্যা, সম্ভাবনা ও মৎস্যজীবীদের পক্ষে সাংবাদিক ও সুশীল সমাজের করণীয় বিষয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা ভূমি কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন উত্তরণ অপ্রতিতরোধ্য প্রকল্পের সমন্বয়কারী অ্যাডভোকেট মনির উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান গাজী জাহাঙ্গীর হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, অবসরপ্রাপ্ত শিক্ষিকা ইলাদেবী মল্লিক, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, অর্থ সম্পাদক গাজী মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আরাফাত আলী, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি আব্দুল ওয়াহাব আলী সরদার, সাংবাদিক হাবিবুল্লাহ বাহার, মাসুদ পারভেজ ক্যাপ্টেন প্রমুখ।
অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিমের সঞ্চালনায় কর্মশালায় বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন উপজেলা জলমহাল কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন, চিংড়িখালি ফেডারেশনের সভাপতি মধু সরদার, ভূমিহীন নেতা মোর্শারফ হোসেন, বন্দকাটি সততা মৎস্যজীবি সমিতির সভাপতি মিলন মন্ডলসহ মৎস্যজীবী ও ভূমিহীন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা দেবহাটার চিংড়িখালী এলাকায় ভূমিহীন নামধারী সন্ত্রাসীদের দ্বারা ব্যক্তি মালিকানা সম্পত্তি জবরদখলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
The post সরকারি নীতিমালার যথাযথ বাস্তবায়ন না হওয়ায় বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কালিগঞ্জের জেলে সম্প্রদায় appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3obWrtg
No comments:
Post a Comment