Thursday, September 23, 2021

সৈকতে ভেসে এলো এক মৃত ডলফিন https://ift.tt/eA8V8J

কুয়াকাটা সমুদ্র সৈকতে পাঁচ ফুট দৈর্ঘ্যের আরও একটি মৃত ডলফিন ভেসে এসেছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সৈকতের তেত্রিশকানি পয়েন্টে ডলফিনটি ভেসে আসতে দেখে স্থানীয়রা। পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দিলে তারা এসে উদ্ধার করেন।

কমিটির সদস্যরা জানান, ডলফিনটির শরীরের উপরিভাগের চামড়া অনেকটা উঠে গেছে। তবে এটি অর্ধগলিত না। ডলফিনটির মাথায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, জেলেদের আঘাতে মৃত্যু হয়েছে।

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, আজকেও একটি মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে। আমাদের সদস্যদের মাধ্যমে জানতে পেরে টিম পৌঁছে সেখানে পর্যবেক্ষণ করেছে।

তিনি আরও জানান, এর আগে গত ১৬ সেপ্টেম্বর একটি ৭ ফুট লম্বা মৃত ডলফিন ভেসে এসেছিল। এ নিয়ে চলতি বছরে প্রায় ২১টি মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে এলো।

পটুয়াখালী বন বিভাগের সহকারী বন কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, মৃত্যুর রহস্য উদঘাটনে ডলফিনটির ময়নাতদন্ত করা হবে। ঘটনাস্থলে বিট কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

The post সৈকতে ভেসে এলো এক মৃত ডলফিন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3u3fMxL

No comments:

Post a Comment