Sunday, September 26, 2021

পরিকল্পিতভাবে নদী-খাল খননের দাবিতে জাসদের মানববন্ধন https://ift.tt/eA8V8J

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে খুলনা রোড মোড় বঙ্গবন্ধু ম্যুরাল চত্ত্বরে পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়, কৃষিভিত্তিক শিল্প জোন, পরিকল্পিতভাবে নদী-খাল খননের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলার সভাপতি সরদার কাজেম আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আব্দুল মজিদ, বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক দিদারুল আলম হেলাল, ন্যাপ সাতক্ষীরা জেলার সভাপতি হায়দার আলী শান্ত, পাবরিক বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন মঞ্চের সমন্বয়ক এড. কাজী আব্দুল্লাহ আল হাবিব, যুবজোট সাতক্ষীরার সভাপতি আবু সেলিম, বাংলাদেশ ছাত্রলীগ- বিসিএল সাতক্ষীরা জেলা সভাপতি ও কেন্দ্রীয় সংসদ এর যুগ্ম-সাধারণ সম্পাদক মো: মোকলেছুর রহমান। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ভূমিহীন সমিতির সম্পাদক আব্দুস সামাদ, নদী ও পরিবেশ রক্ষা কমিটির সম্পাদক মফিজুর রহমান, নারী নেত্রী রওশন আরা।

বক্তরা বলেন সাতক্ষীরা অতি সত্ত্বর একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন জরুরি। কমপক্ষে দুই লক্ষ লোকের কমর্সংস্থানের জন্য কৃষিভিত্তিক শিল্পজোন গড়ে তুলতে হবে। জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিতভাবে নদী খাল খনন করতে হবে। প্রেসবিজ্ঞপ্তি

The post পরিকল্পিতভাবে নদী-খাল খননের দাবিতে জাসদের মানববন্ধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/39EKcNt

No comments:

Post a Comment