স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচির (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণে অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর দিনব্যাপী স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এবং আশাশুনি উপজেলা প্রশাসনের আয়োজনে সুইচ এজেন্সি ফর ডেভেলপমেন্ট কো-অপারেশন (এসডিসি) ও ব্রেকিং দ্য সাইলেন্স’র সহযোগিতায় অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প’ এর আওতায় পারস্পরিক শিখন কর্মসূচির প্রাতিষ্ঠানিকীকরণে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা থেকে দেবহাটা উপজেলার ইউনিয়ন ভিত্তিক ইউনিয়নভিত্তিক ভালো শিখন পরিদর্শনের জন্য অভিজ্ঞতা বিনিময় সফর সম্পন্ন হয়েছে। সফরে কালিগঞ্জ উপজেলা থেকে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ইউডিএফ, জাইকা, কালিগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব সমন্বয়ে অভিজ্ঞতা বিনিময় সফর দেবহাটা উপজেলার নওয়াপাড়া ও দেবহাটা সদর ইউনিয়ন পরিষদে সম্পন্ন হয়।
অভিজ্ঞতা বিনিময় সফরে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাস্তবায়িত ‘নি¤œ অঞ্চলের রোগী বহনের জন্য মিনি এ্যামবুলেন্স এর ব্যবস্থা এবং সিএইচসিপিদের বসার ব্যবস্থা’, ‘স্কুলে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য স্যানিটারী ন্যাপকিন সরবরাহ ও কর্নার স্থাপন’ এবং দেবহাটা সদর ইউনিয়নে বাস্তবায়িত ‘দেবহাটা রুপসী ম্যানগ্রোভ উন্নয়ন সহযোগী হিসেবে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন’ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বে) মো. নাজমুল হুসাইন খাঁন ও দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মুজিবর রহমান পরিদর্শন টিমের সাথে যুক্ত হন এবং ইউনিয়ন পর্যায়ে বাস্তবায়িত ভালো কাজগুলো কিভাবে, কখন, কিভাবে বাস্তবায়ন হচ্ছে এবং বর্তমানে কিভাবে কাজ করে যাচ্ছে সেই বিষয়ে আলোচনা করেন। প্রেসবিজ্ঞপ্তি
The post পারস্পরিক শিখন প্রাতিষ্ঠানিকীকরণে অভিজ্ঞতা বিনিময় appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3ABk0PK
No comments:
Post a Comment