নিজস্ব প্রতিনিধি: একশনএইড বাংলাদেশের সহযোগিতায় হিউম্যান রাইটস্ এন্ড এনভায়রনমেন্টাল এ্যাকশন ডেভেলপমেন্ট (হেড) এর বাস্তবায়নে দৈনিক পত্রদূতের আয়োজনে দুই দিনের মিডিয়া ফেলোশিপ উপলক্ষে যুব সাংবাদিকদের ওরিয়েন্টশন সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকালে দৈনিক পত্রদূত অফিসে এ্যাকশন ফর ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় শ্রম আইন ও শোভন কর্মপরিবেশ সম্পর্কে সিরিজ রিপোর্ট ধারণা বিষয়ে অনুষ্ঠিত ওরিয়েন্টশনের সমাপনী দিনে উপস্থিত ছিলেন এনটিভি ও যুগান্তের সাতক্ষীরা সুভাষ চৌধুরী, দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদ, জনকণ্ঠের মিজানুর রহমান, নিউ এইজ ও সময়ের খবরের রুহুল কুদ্দুস, পত্রদূতের বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম, হেড এর পক্ষে বরুন রবার্ট নাথ, খোলা কাগজের ইব্রাহিম খলিল, সমাজের কথার আব্দুল জলিল, চ্যানেল নাইনের কৃষ্ণ মোহন ব্যানাজী, পত্রদূতের আসাদুজ্জামান সরদার প্রমুখ।
The post মিডিয়া ফেলোশিপ উপলক্ষে দুদিনের যুব সাংবাদিক ওরিয়েন্টশন সম্পন্ন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3u7J8et
No comments:
Post a Comment