সংবাদদাতা: সাতক্ষীরা সদরের ধুলিহর ভূমি অফিসের সাবেক নায়েব রফিকুল ইসলাম ও মোখলেস আলী এবং কথিত ঝাড়–দার (অফিসের প্রধান দালাল) মিজানুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গত ৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে এলাকাবাসীর পক্ষে সিরাজুল ইসলাম, আমিনুর রহমান, মুকুল হোসেনসহ কয়েকজন জেলা প্রশাসকের দপ্তরে এ অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ জানা গেছে, গত কয়েক বছর পুর্বে ধুলিহর ভূমি অফিসের নায়েবের দায়িত্বে ছিলেন রফিকুল ইসলাম। সে সময় রফিকুল ইসলাম তার ঘুষ বাণিজ্যের জন্য স্থানীয় মৃত মোফাজ্জেল সরদারের পুত্র মিজানুর রহমানকে অফিসের ঝাড়–দার হিসেবে কাজে লাগান। পরবর্তীতে নায়েব রফিকুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে তৎকালিন জেলা প্রশাসক একেএম মহিউদ্দীনের কাছে অভিযোগ দায়ের করলে তিনি রফিকুলকে অন্যত্র বদলী করে দেন এবং দালাল মিজানুরকে ভুমি অফিসে প্রবেশ করে নিষেধ করেন। সেখানে যোগদান করেন নায়েব মোখলেছুর রহমান। তিনি যোগদানের পর রফিকুলের সুপারিশে আবারো ঘুষ আদায়ের জন্য দালাল মিজানুরকে ঝাড়–দার হিসেবে যোগদান করান। ধুলিহর ইউনিয়ন ভূমি অফিসকে ঘুষ দুর্নীতির আখড়ায় পরিণত করে নায়েব মোখলেছ ও দালাল মিজানুর। পরে নায়েব মোখলেছ দালাল মিজানুরকে পুনরায় ঝাড়–দারের কাজ দেন। সে সময় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তৎকালিন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ঘুষ গ্রহণের অভিযোগে হাতে নাতে আটক করে নায়েব মোখলেছকে সাময়িক বরখাস্ত করেন এবং দালাল মিজানুরকে ভূমি অফিসে প্রবেশে নিষেধাজ্ঞা দেন।
সম্প্রতি জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের বদলী হওয়ায় আবারো ধুলিহর ভূমি অফিসে যোগদানের জন্য তদবির শুরু করেছেন নায়েব মোখলেছ ও রফিকুল ইসলাম। এমন খবরে অত্র এলাকার মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।
ওই ভূমি দালাল মিজানুর তার দোসরদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
The post ধুলিহর ভূমি অফিসের কথিত ঝাড়–দার মিজানুরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ডিসি বরাবর অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2VpZt1e
No comments:
Post a Comment