রনজিৎ বর্মন, সুন্দরবনাঞ্চল (শ্যামনগর): বৃষ্টিমুখর সোমবার সকালে কৃষি পণ্য বাণিজ্যিকরণের উদ্দেশ্যকে সামনে নিয়ে শ্যামনগর উপজেলায় কৃষি পণ্য উৎপাদনের খামার পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ হামিদুর রহমান।
সাবেক মহাপরিচালক ও কৃষি মন্ত্রণালয়ের এপিএ পুলের সদস্য কৃষিবিদ হামিদুর রহমান উপজেলার কৃষি ফসল উৎপাদনকারী প্রধান এরিয়া কাশিমাড়ি ইউনিয়নের শংকরকাটি গ্রামের বিভিন্ন ফসলের ক্ষেত, চিংড়িঘেরের আইলে সবজিক্ষেত, ভার্মি কম্পোস্ট তৈরীর প্রদর্শনী, ইছাকুড় গ্রামের বিভিন্ন কৃষি বিষয়ক প্রদর্শনীসহ অন্যান্য কৃষি এলাকা পরিদর্শন করেন। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শংকরকাটি গ্রামের রাস্তায় বজ্রপাত নিরোধে তাল বীজ বপন করেন।
তিনি শ্যামনগরের কৃষি বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে কৃষির সার্বিক উন্নয়নে দিক নির্দেশনা প্রদান করেন এবং এ অঞ্চলের কৃষি পণ্য বাণিজ্যিকরণের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী সাতক্ষীরার উপ-পরিচালক নুরুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক খালিদ সাইফুল্যা, শ্যামনগর উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লতিফুল হাসান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার এসএম এনামুল ইসলাম বলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমানের আগমনের প্রধান উদ্দেশ্য হল এ অঞ্চলের চিংড়ীঘেরের আইলে উৎপাদিত সবজি বাণিজ্যিকরণ করা যায় কিনা সে বিষয়ে সরজমিনে পরিদর্শন করা।
The post শ্যামনগরে কৃষি অধিদপ্তরের সাবেক মহাপরিচালকের পরিদর্শন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3Ey6ezD
No comments:
Post a Comment