Friday, September 3, 2021

বিদ্রোহী কবি https://ift.tt/eA8V8J

শেখ হাবিবুল বাশার
বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম নেন কবি
নিজ প্রতিভায় বড় হবে একথা বলতেন রবি।
হে বাংলার প্রাণের কবি,হে প্রিয় নজরুল
বাঙালি জাতি ভুলিবে না তোমায়, নাইকো গোমার তুল।
তুমি ছিলে চির বিদ্রোহী, ছিল না আপোষ তোমার কবিতায়
ক্ষুরধার তরবারীসম তোমার বজ্রবাণী আঘাত করেছে তায়।
ভালোবাসার অর্ঘ দিয়ে আজ তোমাকে স্মরণ করি
এমনি শ্রদ্ধায় করিব স্মরণ যুগ যুগান্ত ধরি।
বাঙালি জাতির গর্ব তুমি,তুমিই মোদের অহংকার
তব স্মৃতির উদ্দেশ্যে জানাই শ্রদ্ধা শত শত কোটি বার।

The post বিদ্রোহী কবি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3DOAWE8

No comments:

Post a Comment