পত্রদূত ডেস্ক: তালা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
২নং নগরঘাটা ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো: কামরুজ্জামান ৭৯০৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মো: জাহাঙ্গীর হোসেন ৩২৭১ ভোট পেয়ে পরাজিত হন।
আরো যারা চেয়ারম্যান প্রার্থী ছিলেন, মশাল প্রতীকে (জাসদ সমর্থীত) মিলন ঘোষাল, হাতপাখা প্রতীকে (চরমোনাই সমর্থীত) আজিজুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে আলতাফ হোসেন আলতু।
নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী কামরুজ্জামান লিপু জয়ী হওয়ার খবরে ইউনিয়নের সকল নেতা কর্মী, নবনির্বাচিত ওয়ার্ড সদস্য সহ ভোটার তাকে অভিনন্দন ও ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। অনেকে আবার মুখে তুলে দিচ্ছেন মিষ্টি।
এসময় চেয়ারম্যান কামরুজ্জামান লিপু বলেন, আমি চেয়ারম্যান থাকাকালীন সময়ে ইউনিয়নে উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ করেছি। আগামীতে নগরঘাটা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা ও জনগণের সেবায় সার্বক্ষণিক নিজেকে নিয়োজিত রাখবো।
The post সকলের ভালবাসায় সিক্ত পূনরায়-নির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান লিপু appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3kuIioO
No comments:
Post a Comment