Monday, September 20, 2021

সুন্দরবনে ৩ জেলে আটক https://ift.tt/eA8V8J

শ্যামনগর (সদর) প্রতিনিধি: সুন্দরবনে দোবেকি খাল সংলগ্ন মুক্ত বাংলা অভয়ারন্য এলাকা থেকে তিন জেলেকে আটক করেছে পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের দোবেকি টহল ফাঁড়ির সদস্যরা। সোমবার ভোরের দিকে দোবেকি টহল ফাঁড়ির ওসি শাদ-আল-জামিরের নেতৃত্বে অভিযানে জেলেদের আটক করা হয়। এসময় জেলেদের ব্যবহৃত ১টি নৌকা ও জালসহ আনুসাঙ্গিক মালামাল উদ্ধার করেন তারা।

আটককৃত তিন জেলে হলেন, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা গাইনবাড়ি গ্রামের মৃত আব্বাস শেখের ছেলে আইয়ুব শেখ, বাগেরহাট জেলার রামপাল থানার রামপাল সদরের রহমান শেখের ছেলে ইমরান শেখ এবং খুলনা জেলার বটিয়াঘাটা থানার বাইনতলা গ্রামের ছবেদ খাঁ’র ছেলে আজিজুল খাঁ।

সাতক্ষীরা সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম. এ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জেলেদের বন আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।

The post সুন্দরবনে ৩ জেলে আটক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3tXKN6f

No comments:

Post a Comment