Tuesday, September 7, 2021

কপিলমুনি ট্রলি চাপায় দম্পতি গুরুতর আহত https://ift.tt/eA8V8J

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: কপিলমুনি ট্রলি চাপায় এক দম্পতি গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছেন-মমতা বৈরাগী (৪৫) ও তার স্বামী সঞ্জিত বৈরাগী (৫০)।

 

তাদের বাড়ি উপজেলার নাবা গ্রামে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে বাড়ির পাশে শামুকপোতা-কপিলমুনি সড়কে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় পুলিশ জানায়, মমতা ও তার স্বামী সঞ্জিত বাড়ি থেকে বেরিয়ে পায়ে হেঁটে সামনে মোড়ে যাচ্ছিল। এসময় শামুকপোতা থেকে কপিলমুনি গামী একটি দ্রুতগামীর ট্রলি কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদেরকে চাপা দেয়। এতে মমতার মাথার চুলসহ খুলির একাংশ ট্রলির ফিতায় জড়িয়ে থেকে যায়। এসময় তার স্বামী সঞ্জিতের হাত-পা ভেঙে তিনিও গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে খুমেক হাসপাতালে পাঠায়। এসময় স্থানীয়রা ট্রলি চালক তালার কানাইদিয়া গ্রামের শেখ সফিউল ইসলাম (২০) কে আটক করে পুলিশে খবর দেয়। কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল আলীম ঘটনাস্থল থেকে ট্রলিসহ চালককে আটক করেন। মঙ্গলবার চালককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠান।

The post কপিলমুনি ট্রলি চাপায় দম্পতি গুরুতর আহত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3namJM0

No comments:

Post a Comment