Monday, September 20, 2021

শ্যামনগরে জেলেদের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিমিয় https://ift.tt/eA8V8J

শ্যামনগর (সদর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলায় মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন নির্ভরশীল পেশাদার জেলেদের সাথে মতবিনিময় সভা করেছেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন।

সোমবার সন্ধ্যা ৬টায় মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়িতে মতবিনিময় সভায় কৈখালী বনস্টেশন অফিসার (এসও) কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ। অনুষ্ঠানে মুন্সিগঞ্জ ইউনিয়নে সেন্ট্রল কালিনগর গ্রামের কয়েকজন জেলেদের বিভিন্ন সমস্যার কথা শোনেন উপজেলা চেয়ারম্যান।

অনুষ্ঠানে কয়েকজন জেলে সুন্দরবনে পুনরায় বিষ প্রয়োগে মাছ শিকার না করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং উপজেলা চেয়ারম্যানের নিকট লিখিত অঙ্গীকার প্রদান করেন। অঙ্গীকারদাতা জেলেরা হলেন-হোসেন আলী, মাছুম, আল মামুন, শফিকুল, ইউনুস শেখ, মজিদ ও রবি প্রমুখ। উল্লেখ্য ওই জেলেরা বিভিন্ন সময় সুন্দরবনে বিভিন্ন নদীখালে বিষ প্রয়োগ করে মাছ শিকার কাজে লিপ্ত ছিলেন। বন বিভাগের পক্ষ থেকে ওই জেলেদের পাশ পারমিট স্থগিত রাখা হয়। সার্বিক বিষয়ে সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম.এ হাসান বলেন, সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার করার কারনে জেলেদের বনে প্রবেশ করার অনুমতি/পাশ পারমিট বন্ধ করে দেওয়া হয়েছিল। জেলেরা নিজেদের ভুল স্বীকার করে অঙ্গীকার পত্র দেওয়া পুনরায় সুন্দরবনে মাছ শিকারে অনুমতি দেওয়া হবে। তবে ওই জেলেদের উপর সার্বক্ষণিক নজরদারি অব্যাহত থাকবে। উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন জেলেদের সঠিক পথে সুন্দরবনে মাছ শিকারের পরামর্শ দেন।

 

The post শ্যামনগরে জেলেদের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিমিয় appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3Ev9jR7

No comments:

Post a Comment