Wednesday, September 1, 2021

তালায় ৮ মাসে ৩৮টি বাল্যবিবাহ বন্ধ: সর্বোচ্চ আগস্টে https://ift.tt/eA8V8J

হাসান আলী বাচ্চু: করোনা (কোভিড-১৯) ভাইরাসে স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে ঝরে পড়ছে হাজারো শিক্ষার্থী। এই সুযোগকে কাজে লাগিয়ে প্রশাসনের অজান্তে দেওয়া হচ্ছে বাল্য বিবাহ। এসব বাল্য বিবাহের শিকার হতে যাওয়া শিশু মেয়েদের বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে। অন্য সকল উপজেলের মতো তালা উপজেলায় বাল্য বিবাহ যেনো প্রতিদিনের কর্মসূচীতে পরিণত হয়েছে।

সেই প্রতিদিনের কর্মসূচীতে হানা দিচ্ছেন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। এ যেনো পাকা ধানে মই দেওয়ার মতো অবস্থা। অভিযান পরিচালনা করে তালা উপজেলায় গত আট মাসে ৩৮টি বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। শুধু অভিযান চালিয়ে ক্ষান্ত হচ্ছেন না তিনি, বিয়ের উপর নিষেধাজ্ঞা আরোপসহ অভিভাবকদের কাছ থেকে নেওয়া হচ্ছে মুচলেকা ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এমন অভিযানে নিরলসভাবে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ-উল-হাসান, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম তারেক সুলতান, তালা ও পাটকেলঘাটা থানা পুলিশ, সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি, জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির প্রধান মো. সাকিবুর রহমান এবং ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা।

উপজেলা মহিলা বিষয়ক অফিস সূত্রে জানা যায়, সংবাদ পাওয়া মাত্র ৮ মাসে বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে ৩৮টি। এর মধ্য জানুয়ারী মাসে ৫টি বাল্যবিবাহ,ফেব্রæয়ারী মাসে ৫টি বাল্যবিবাহ, মার্চ ৪টি বাল্যবিবাহ, এপ্রিল ও মে ১ করে ২টি বাল্য বিবাহ, জুন মাসে ২টি, জুলাই মাসে ৫ ও আগস্ট মাসে সবোর্চ্চ ১৫ টি বাল্যবিবাহ বন্ধ করার সাথে জরিমানা এবং মুচলেকা নেওয়া হয়েছে।

অফিস সূত্রে আরও জানা যায়, গত আট মাসের মধ্য আগস্ট মাসে সবোর্চ্চ বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। যারমধ্যে তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে ৩টি; ভৈরবনগর গ্রামে ১টি, এনায়েতপুর গ্রামে ১টি, সরুলিয়া ইউনিয়নের ছোট কাশিপুর গ্রামে ১টি; খোর্দ্দ গ্রামে ১টি, কাশিপুর গ্রামে ১টি, তেঁতুলিয়া ইউনিয়নের হাতবাস গ্রামে ১টি; সুভাষিনী গ্রামে ২টি এবং খলিষখালী ইউনিয়নের রাঘবকাঠি গ্রামে ১টি,বাগমারা গ্রামে ২টি ও শুক্তিয়া গ্রামের ১টি শিশু মেয়ের বাল্য বিবাহ বন্ধ করা হয়।

এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার জানান, ‘বাল্যবিবাহকে না বলি’ ¯েøাগান ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বাল্য বিবাহর সংবাদ পাওয়া মাত্র সেখানে অভিযান চালিয়ে বিবাহ বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়া ক্ষেত্র বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিভাবকদের অর্থদন্ড প্রদান করছি। বিশেষ করে করোনা প্রাদূর্ভাবের কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বাল্য বিবাহর প্রকোপ আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এর প্রধান কারন সাধারণ মানুষের মাঝে সচেতনতার অভাব।

তালা উপজেলা নির্বাহী অফিসার মো. তারিফ-উল-হাসান বলেন, বাল্যবিবাহ বন্ধ করার লক্ষ্যে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এবং সাংবাদিকদের নিয়ে একযোগে কাজ করা হচ্ছে। যার ধারাবাহিকতায় আগষ্ট মাসে ১৫টি বাল্য বিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধসহ নারীর প্রতি সহিংসতা রোধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

The post তালায় ৮ মাসে ৩৮টি বাল্যবিবাহ বন্ধ: সর্বোচ্চ আগস্টে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2WEYASA

No comments:

Post a Comment