আব্দুল হালিম, বুড়িগোয়ালিনী (শ্যামনগর): শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাঁতিনাখালী গ্রামে কুকুরের আক্রমনে অর্ধশত মুরগী মারা গেছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শাওন এন্টারপ্রাইজ এর লেয়ার মুরগী ফার্মে এই ঘটনা ঘটে।
ফার্মের মালিক মাজিদা বেগম জানান, বৃষ্টির রাতে আমি সহ পরিবারের সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ করে ব্যাপক জোরে মুরগী চিৎকার শুনতে পেয়ে ফার্মে এসে দেখি কয়েকটি কুকুর মুরগী ধরে খাচ্ছে। অনেক হাকাহাকি করায় কুকুরগুলো পালিয়ে যায়।
তিনি আরো জানান, কুকুরের অত্যাচারে এলাকার ফার্মাররা অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রায় প্রতিনিয়ত কুকুরের আক্রমণের খবর শোনা যায়। মুরগী ফার্ম মালিকগন ঐ এলাকায় খুব দুশ্চিন্তায় আছে। বিষয়টি শ্যামনগর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে ফার্ম মালিকগন।
The post শ্যামনগরের কুকুরের আক্রমনে অর্ধশত মুরগীর মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3nXAwWO
No comments:
Post a Comment