Thursday, September 2, 2021

কালিগঞ্জে ১৮টি পুকুরে ৫৫৫ কেজি মাছের পোনা অবমুক্ত https://ift.tt/eA8V8J

বিশেষ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা পরিষদ পুকুরসহ ১৮ টি প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে রুই, কাতলা, মৃগেলসহ কার্প জাতীয় মোট ৫৫৫ কেজি মাছের পোনা অবমুক্ত করার লক্ষ্যে বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী। উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় মাছের পোনা অবমুক্ত ও বিতরণ অনুষ্ঠানে উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারি, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চলতি অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় উপজেলা পরিষদ পুকুর, রোকেয়া মনসুর মহিলা কলেজের পুকুর, নলতা পাক রওজা শরীফের পুকুরসহ মোট ১৮ টি প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে মোট ৫৫৫ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

The post কালিগঞ্জে ১৮টি পুকুরে ৫৫৫ কেজি মাছের পোনা অবমুক্ত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3kNBiT5

No comments:

Post a Comment