Friday, September 3, 2021

ইউপি নির্বাচনকে ঘিরে সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত ঘোষণা জাপা নেতার https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০ সেপ্টেম্বর। ভোটের দিনক্ষণ ঘোষণার পর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক শুরু করেছেন সাতক্ষীরার জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান এসএম নজরুল ইসলাম। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় তালার শিবপুর গ্রামে এ ৬নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

তালা সদর ইউপির ৬নং ওয়ার্ড জাপার সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি, সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী এসএম নজরুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন জাপা নেতা হাবিবুর রহমান হাবিব, জলিল আহমেদ, সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম খাঁ বুধো, রহমত গোলদার, শ্রমিক পার্টির ওয়ার্ড সভাপতি হযরত বিশ্বাস, কৃষক পার্টির সভাপতি বারিক হালদার, যুব সংহতি নেতা লিটন সরদার, বাবলুর রহমান, আ.লীগ নেতা মজিবার রহমান বিশ্বাস, বিএনপি নেতা হযরত মোল্লা, ছাত্র সমাজ নেতা হাসান আলী বাচ্চুসহ আরও অনেকে।

বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান এসএম নজরুল ইসলাম বলেন, তালা ইউনিয়ন থেকে সন্ত্রাসীদের উৎখাত করতে হবে ব্যালটের মাধ্যমে। সুশাসন ও উন্নয়ন ফিরে পেতে ২০ সেপ্টেম্বর লাঙল প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন সেই হবেন তালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। পেছন দরজা দিয়ে তালা ইউনিয়নের চেয়ারম্যান হতে চাইলে জনগণ সেই সন্ত্রাস বাহিনীকে সম্মিলিতভাবে প্রতিহত করবে।

তিনি বলেন, প্রত্যেকটি ওয়ার্ড ও ভোটকেন্দ্রে ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে কয়েক হাজার শান্তিপ্রিয় জনগণ ভোটের দিন মাঠে থাকবে। সন্ত্রাসী কার্যক্রম চালাতে চাইলে শান্তিপ্রিয় জনগণ সেটির দাতভাঙা জবাব দিতে প্রস্তুত থাকবে। এ সময় প্রশাসন ও নির্বাচন কমিশনকে সুষ্ঠুভাবে ভোট পরিচালনার জন্য আহব্বান জানান জাতীয় পার্টির এ নেতা। তালা সদর ইউনিয়নের ৬নং ভায়ড়া-আগোলঝাড়া ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির এ উঠান বৈঠকে শত শত নেতাকর্মী মানুষ উপস্থিত ছিলেন।

The post ইউপি নির্বাচনকে ঘিরে সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত ঘোষণা জাপা নেতার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3h0QLy5

No comments:

Post a Comment