পত্রদূত ডেস্ক: একশনএইড বাংলাদেশের সহযোগিতায় হিউম্যান রাইটস্ এন্ড এনভায়রনমেন্টাল এ্যাকশন ডেভেলপমেন্ট (হেড) এর বাস্তবায়নে দৈনিক পত্রদূতের আয়োজনে এ্যাকশন ফর ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় অপ্রাতিষ্ঠনিক খাতের প্রতি কর্তৃপক্ষের দায়বন্ধতা বিষয়ক মিডিয়া ক্যাফে-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) বিকালে দৈনিক পত্রদূত অফিসে অনুষ্ঠিত মিডিয়া ক্যাফেতে অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন স্বদেশ এর নির্বাহী পরিচালক ও বিশিষ্ঠ মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি, দৈনিক পত্রদূত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, ডা. সুব্রত ঘোষ ও দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি ইব্রাহিম খলিল। এসময় উপস্থিত ছিলেন দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদ, বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম. হেড এর পক্ষে বরুন রবার্ট নাথ, সাংবাদিক আসাদুজ্জামান সরদার প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের দেশে কৃষি, মৎস্য চাষ ও প্রক্রিয়াকরণ, নির্মাণ কাজ, হকার, চাতাল, সেলাই কাজ, ওয়েল্ডিং, তাঁত, বিড়ি কারখানা, প্রিন্টিং, হোটেল ও রেস্তরাঁ, পাইকারি ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান, ইটভাটা, গৃহস্থালি কর্ম, ক্ষদ্র কারখানা প্রভৃতি খাতকে অপ্রাতিষ্ঠানিক খাত হিসেবে গণ্য করা হয়। বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির ধারাবাহিকতা রক্ষার্থে অপ্রাতিষ্ঠানিক খাতের প্রতি সরকারের অনতিবিলম্বে সুদৃষ্টি দিতে হবে। দেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনার আওতায় নিয়ে আসতে হবে অতি গুর”ত্বপূর্ণ এই খাতকে। সর্বাগ্রে প্রয়োজন একটি আইনি কাঠামো যার মধ্যে দিয়ে স্বীকৃতি মিলবে এই খাতের এবং একই সঙ্গে এই খাতে কর্মরত বিপুল সংখ্যক শ্রমশক্তির ন্যূনতম অধিকার নিশ্চিত করতে যা পালন করবে রক্ষাকবচের ভূমিকা। অপ্রাতিষ্ঠানিক খাত আসুক প্রতিষ্ঠানিক কাঠামোর আওতায়, অসংগঠিত শ্রমশক্তি অর্জন কর”ক সংঘটিত হওয়ার অধিকার, অনানুষ্ঠানিক তকমা ঝেড়ে ফেলে তারা শামিল হোক আনুষ্ঠানিক খাতের কাতারে। বাংলাদেশ এগিয়ে যাক তার অভিষ্ঠ লক্ষ্যে।
The post অপ্রাতিষ্ঠনিক খাতের প্রতি কর্তৃপক্ষের দায়বন্ধতা বিষয়ক মিডিয়া ক্যাফে অনুষ্ঠিত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3zyZiP8
No comments:
Post a Comment