Friday, September 24, 2021

ঝাউডাঙ্গা ও কলারোয়ায় ডিস ব্যাবসায়ীর কাছে গ্রাহকরা জিম্মি https://ift.tt/eA8V8J

মনিরুল ইসলাম মনি: দীর্ঘ বছর ধরে ক্যাবলের মাধ্যমে স্যাটেলাইট সেবা উপভোগ করছে সাতক্ষীরা সদর উপজেলা ঝাউডাঙ্গা ও কলারোয়াবাসী। কিন্তু হঠাৎ করেই ডিস ব্যাবসায়িরা চলতি মাস থেকে সকল গ্রাহকের সংযোগ বিছিন্ন করে সেটাপ বক্স মেশিন কিনে নেওয়ার কথা বলছে।

বক্স মেশিনের মূল্য ধরেছে ২৫০০ টাকা। গ্রাহকরা মনে করছেন, কোটি টাকার বাণিজ্য করার লক্ষ্য নিয়ে নেমেছে ঝাউডাঙ্গাও কলারোয়ার কতিপয় ডিস ব্যবসায়ী। কিন্তু ক্যাবলের মাধ্যমে সকল চ্যানেল উপভোগে কোন সমস্যা হচ্ছিল না। তাহলে কেন হঠাৎ করেই সংযোগ বিছিন্ন করে বক্স লাগানোর কথা বলে সংবাদ, খেলাসহ সকল প্রকার বিনোদন থেকে বঞ্চিত করা হচ্ছে গ্রাহকদের। যেখানে দীর্ঘদিন তারের মাধ্যমে সকল প্রকার দেশি, বিদেশি চ্যানেল প্রচারে কোন সমস্যা না হলেও বর্তমানে শুধু মাত্র যে সকল গ্রাহকরা ২৫০০ টাকা দিতে পেরেছে শুধু মাত্র সে সকল গ্রাহকরা ডিস সংযোগ নিতে পেরেছেন। এই অবস্থাই সাতক্ষীরা সদর উপজেলা ঝাউডাঙ্গা এলাকাও জেলার কলারোয়ার ডিস সংযোগ নেওয়ার গ্রাহকরা সকল প্রকার স্যাটেলাইট চ্যানেল উপভোগ থেকে বঞ্চিত হচ্ছেন। ক্যাবল ছাড়া ২৫০০ টাকার বিনিময়ে সেটাপ বক্স নিয়ে ডিস লাইন সংযোগ নিতে হবে-এর সুষ্ঠু প্রতিকার চান ডিস গ্রাহকরা।

এ বিষয়ে ডিস ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা জানান, সরকারি নির্দেশায় তার এই সেটাপ বক্স লাগাচ্ছেন।
কলারোয়া ও সাতক্ষীরা সদর ছাড়া অন্য কোথাও সেটাপ বক্স লাগানো হচ্ছে না এমন প্রশ্নের জাবাবে তারা বলেন সেটা তাদের বিষয়। এদিকে ভুক্তভুগীরা অভিযোগ করে বলেন, জেলায় এক শ্রেণির পল্লী বিদ্যুৎ কর্মকর্তার সহযোগিতায় তারা বছরের পর বছর ধরে ক্যাবলের মাধ্যমে স্যাটেলাইট সেবা উপভোগ করছে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ও কলারোয়া উপজেলাবাসী। কিন্তু হঠাৎ করেই ডিস ব্যবসায়িরা চলতি মাস থেকে সকল গ্রাহকের সংযোগ বিছিন্ন করে সেটআপ বক্স মেশিন কিনে নেওয়ার কথা বলছে।

ঝাউডাঙ্গা এলাকার সাঈদ, আবুল হোসেন ও কলারোয়ার আরিফ, মহসিনসহ অসংখ্য বঞ্চিত গ্রাহকরা বলেন, হঠাৎ লাইন বন্ধ হওয়ায় আমরা বিপাকে পড়েছি। তারপর ডিস লাইনের ব্যবসায়ীরা ২৫০০ টাকা দিয়ে তাদের কাছ থেকে সেটআপ বক্স কেনার কথা বলছে। আবার এই সেটআপ বক্স বাইরে দোকানে ১৩-১৪শত টাকায় কিনতে পাওয়া গেলও, বাইরে থেকে সেটআপ বক্স কিনলে লাগিয়ে দিবেনা বলে জানিয়েছে তারা।

এ বিষয়ে কলারোয়ার ডিস ব্যবসায়ী আলাউদ্দিন ও ঝাউডাঙ্গার ডিস ব্যবসায়ী সাহাজউদ্দিনের সাথে কথা বললে তারা জানান, সরকারি নির্দেশায় এই সেটআপ বক্স লাগাচ্ছেন তারা। কলারোয়া ও সাতক্ষীরা সদর ছাড়া অন্য কোথাও সেটআপ বক্স লাগানো হচ্ছে না এমন প্রশ্নের জবাবে তারা বলেন সেটা তাদের বিষয়। অন্যদিকে এক শ্রেণির পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের মাসিক চুক্তিতে বৈদ্যুতিক খুঁটিকে ব্যবহার করে গ্রাহকদের অতিরিক্ত অর্থ নিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।

The post ঝাউডাঙ্গা ও কলারোয়ায় ডিস ব্যাবসায়ীর কাছে গ্রাহকরা জিম্মি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2W92V0n

No comments:

Post a Comment