Sunday, September 5, 2021

বিআরটিএ ও সদর হাসপাতালে র‌্যাবের অভিযানে ৫ দালাল আটক https://ift.tt/eA8V8J

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরা বিআরটিএ ও সদর হাসপাতালে অভিযান চালিয়ে ৫ দালালকে আটক করেছে। র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মো: ইশতিয়াক হোসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহিদুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্টেট মো: নুরুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা প্রদান করা হয়েছে।

আটচককৃতরা হলো-সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার মৃত ফকির আলী গাজীর ছেলে খোরশেদ গাজী, মাগুরা এলাকার মৃত ওসমান গাজীর ছেলে মো: মহিদুল ইসলাম, পুরাতন সাতক্ষীরার নুর মোহম্মাদের ছেলে মো. রুহুল আমিন, বেতলা এলাকার মো: মাসরিব আলীর ছেলে দেলওয়ার হোসেন এবং মুকুন্দপুর এলাকার আফসার উদ্দিনের ছেলে হাফিজুল আলম রিপন।
আটককৃত মো. রুহুল আমিনকে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং অন্যান্যদের ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১২ হাজার টাকা জরিমানা করা হয়। কারাদন্ড প্রাপ্তদের সাতক্ষীরা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
এদিকে, গত ২২ আগস্ট সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকায় ‘ঘুষ ছাড়া কাজ হয় না সাতক্ষীরা বিআরটিএ অফিসে’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়।

সংবাদ প্রকাশের পর এ অভিযান পরিচালনা করা হলো। পত্রদূত পত্রিকায় সংবাদ প্রকাশের পর পত্রদূতের ফেসবুকে বিআরটিএ অফিসের বিভিন্ন অনিয়মের কথা লিখে কমেন্ট করছেন পাঠক।
জাকির হোসের নামে একজন লিখেছেন-জেলা ম্যাজিস্ট্রেট অফিসের সামনেই এগুলো হয়, অথচ তারা কোন খোঁজই রাখে না, হাস্যকর ব্যাপার! আমাকে দু’বছর হয়রানি করছে সাতক্ষীরা বিআরটিএ অফিস। কোথায় গেলে এর প্রতিকার পাওয়া যাবে, আপনি যানাবেন।
গোলাম রসুল লিখেছেন- অফিসের ইট, বালু, ধুলা সবাই টাকা চায়।
শেখ ইমরান হোসেন লিখেছেন-এ আর নতুন কি? পারলে নতুন কিছু নিউজ কর যাতে মানুষের উপকার হবে।
সাকির তোহা লিখেছেন-আজকে আমিও হয়রানির স্বীকার হয়েছি। আমার সব কাগজ ওকে আমার গাড়ি দেখাও কম্পিলিট তারা বলছে শোরুম ছাড়া গাড়ির পেপার জমা নিবে না।
মোঃ আসাদুজ্জামান আসাদ লিখেছেন-ভাই শুধু বিআরটিএ অফিস না বাংলাদেশের সমস্ত সরকারি বেসরকারি অফিস গুলোতো ঘুস ছাড়া কাজ হয়না।
গৌতম দাস লিখেছেন-একশত ভাগ সঠিক।

The post বিআরটিএ ও সদর হাসপাতালে র‌্যাবের অভিযানে ৫ দালাল আটক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/38KXA2e

No comments:

Post a Comment